Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৫, ৬ সেপ্টেম্বর ২০২৩

পাকিস্তান বনাম বাংলাদেশ: শূন্যতেই ফিরে গেলেন মিরাজ, হতাশ লিটন  

মেহেদী হাসান মিরাজ। পুরোনো ছবি

মেহেদী হাসান মিরাজ। পুরোনো ছবি

পাকিস্তান বনাম বাংলাদেশ এর খেলা চলছে আজ। পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে আজ সুপার ফোরের প্রথম ম্যাচ খেওতে নেমেছে দুই দল। তবে আগের ম্যাচে ওপেনে নেমে সেঞ্চুরির দেখা পাওয়া মিরাজ আজ ব্যাট করতে নেমে আউট হয়ে ফিরে গেছেন রানের খাতা খোলার আগেই। 

পাকিস্তান বনাম বাংলাদেশ খেলা নিয়ে আজ দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা। আশা ছিল আগের ম্যাচের মতো এই ম্যাচেও দারুণ কিছু করবেন মেহেদী মিরাজ। তবে পাকিস্তানি নাসিম শাহর বলের ফাঁদে ধরা দিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাঁকে। 

ফিরে গেলেন লিটনও 
পাকিস্তান বনাম বাংলাদেশের আজকের ম্যাচ দিয়ে এশিয়া কাপের এবারের আসর শুরু হয়েছিল লিটনের। তাকেও নিয়েও ছিল বড় রানের আশা। মিরাজের আউটের পর ব্যাট করতে নামেন শান্তর ইঞ্জুরিতে দলে ফেরা ওপেনার লিটন কুমার দাস। মিরাজ আউট হলেও এর বিরূপ প্রভাব পড়ে নি বাংলাদেশের রানের চাকায়। 

লিটন-নাঈমের দক্ষ ব্যাটিংয়ে পাকিস্তানের বোলারদের বল থেকে রান আনছিলেন লিটন-নাঈম। কিন্তু ওভারে শাহীন আফ্রিদির বলে রেজওয়ানের হাতে ক্যাচ তুলে দিয়ে আশাভঙ্গ করেন লিটন। চার ওভার ৫ বলে ব্যাক্তিগত ১৩ বলে ১৬ রান করে আউট হন তিনি। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভার ৫ বল শেষে দুই উইকেট হারিয়ে ৩১ রান। ব্যাট হাতে মাঠে আছেন নাইম শেখ এবং অধিনায়ক সাকিব আল হাসান। 

পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের আগেই মঙ্গলবার বড় দুঃসংবাদই পেয়েছে টাইগাররা। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে নাজমুল হোসেন শান্তর এশিয়া কাপ মিশন শেষ হয়ে গেছে। আগের ম্যাচে সেঞ্চুরির পর পায়ের পেশিতে টান পড়ে বাঁ-হাতি এই ব্যাটারের। ইনজুরির কারণে তাকে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে সেটি এখনও নিশ্চিত নয়। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়