Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩১, ৬ সেপ্টেম্বর ২০২৩

পাকিস্তান বনাম বাংলাদেশ: দলকে এগিয়ে নিচ্ছেন সাকিব-মুশফিক 

সাকিব-মুশফিকের কাঁধে ভর করে শতক পূরণ করলো বাংলাদেশ। ছবি- সংগৃহীত

সাকিব-মুশফিকের কাঁধে ভর করে শতক পূরণ করলো বাংলাদেশ। ছবি- সংগৃহীত

পাকিস্তান বনাম বাংলাদেশ এর খেলা চলছে আজ। পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে আজ সুপার ফোরের প্রথম ম্যাচ খেলতে নেমেছে দুই দল। তবে আগের ম্যাচে ওপেনে নেমে সেঞ্চুরির দেখা পাওয়া মিরাজ আজ ব্যাট করতে নেমে আউট হয়ে ফিরে গেছেন রানের খাতা খোলার আগেই। অনেকটা হতাশা নিয়ে আউট হয়েছেন শান্তর বিদায় দলে ফেরা লিটনও। নবাগত তৌহিদ আফ্রিদি আজকে ব্যাট করতে নামেন চার নম্বরে। কিন্তু তাঁর ব্যাট থেকেও আসে নি দুই সংখ্যার রান। 

খেলার শুরু থেকে একটি ছন্দে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ওপেনার নাইম শেখ এবং অভিজ্ঞ লিটন। কিন্তু অনভিজ্ঞ নাঈমের আগে লিটন ফিরে যান। এরপরো ক্রিজে টিকে ছিলেন নাঈম। কিন্তু একটি ভুল শট খেলে ক্যাচের ফাঁদে পড়ে আউট হন তিনিও। তৌহিদ, লিটন, নাইম, মিরাজদের চলে যাবার পর ব্যাট করছেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। মাত্র ৭ ওভারেই ৪ উইকেট হারানোর পর এখন পর্যন্ত দলের রানা চাকা ঘুরাচ্ছেন অভিজ্ঞ এই দুই ব্যাটার। ধরে খেলার চেষ্টা করলেও মাঝেমাঝে বাউণ্ডারি হাঁকাচ্ছেন। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অধিনায়ক সাকিব আল হাসান ব্যক্তিগতভাবে করেছেন ৪২ বলে ৩৮ রান। এবং মুশফিকুর রহিমও সমান বল খেলে ২৭ রান নিয়ে টিকে আছেন। দুজনের চেষ্টা করছেন উইকেট বাঁচিয়ে খেলার। প্রথম পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে আছে বাংলাদেশ। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২৩.৪ ওভারে ১১৬ রান। যে গতিতে বাংলাদেশের রানের চাকা যাচ্ছে তাতে বাংলাদেশের সম্ভাব্য স্কোর অনুমান করা হচ্ছে ২৪৯ রান। তবে শেষতক উইকেট বাঁচিয়ে খেলতে পারলে শেষদিকে রান আরও বাড়তে পারে। বাংলাদেশ দলের কাছে রান সংগ্রহের চাইতেও এখন বেশি প্রয়োজন উইকেটে টিকে থাকা। কারণ, এরপরে রান তোলার মতো ব্যাটার আছেন শামীম পাটুয়ারি এবং আফিফ হোসেন। 

পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের আগেই মঙ্গলবার বড় দুঃসংবাদই পেয়েছে টাইগাররা। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে নাজমুল হোসেন শান্তর এশিয়া কাপ মিশন শেষ হয়ে গেছে। আগের ম্যাচে সেঞ্চুরির পর পায়ের পেশিতে টান পড়ে বাঁ-হাতি এই ব্যাটারের। ইনজুরির কারণে তাকে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে সেটি এখনও নিশ্চিত নয়। 

যতোবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান 
এশিয়া কাপে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। যার মধ্যে দুই ম্যাচে জয়, বাকি ১২ ম্যাচে পরাজয় বরণ করতে হয়েছে টাইগারদের। অবশ্য ২০১৬ ও ২০১৮ এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছে টাইগাররা। এমনকি সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বাংলাদেশ দলের জন্যও থাকছে বড় সুযোগ। বিশেষ করে পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে প্রথমবারের মতো জয়ের স্বাদ নেয়ার সম্ভাবনা হাতছানি দিচ্ছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়