Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৯, ৬ সেপ্টেম্বর ২০২৩

হাফ সেঞ্চুরি করে আউট হলেন সাকিব, টিকে আছেন মুশফিক 

অর্ধশতক রান করে এখনো টিকে আছেন মুশফিকুর রহিম।

অর্ধশতক রান করে এখনো টিকে আছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ ম্যাচ আজকে যারা দেখছেন তাঁরা সাকিব-মুশফিকের ধৈর্য্য দেখেও নিশ্চই অবাক হচ্ছে। ৫০ ওভারের খেলায় মাত্র ৭ ওভারেই যখন দলের ৪ উইকেটের পতন হয় তখন থেকে মাঠে টিকে আছেন এই দুজন। পাকিস্তানের বোলারদের চোখ রাঙানিকে পাশ কাটিয়ে দুজনেই করেছেন হাফ সেঞ্চুরি। 

বুধবার (৬ সেপ্টেম্বর) গাদ্দাফী স্টেডিয়ামে দুপুর সাড়ে ৩টায় বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচটি শুরু। বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ দেখা যাচ্ছে গাজী টিভি এবং টি স্পোর্টসে। এছাড়াও টফি অ্যাপস ব্যবহার করেও খেলাটি দেখা যাচ্ছে সরাসরি। 

বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর 

 

Bangladesh Vs Pakistan Live Score

Bangladesh win the toss & chose to bat first

Pakistan (bowling)  4 wicket 
Bangladesh (batting) 147 run /5 wckt  | 29 Over

আজ খেলতে দশ ওভারের আগেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তখন থেকে সেই চাপ থেকে দলকে একটু একটু করে বের করে আনছিলেন দুজন। তবে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করার পর বেশিক্ষণ টিকে থাকতে পারেন নি সাকিব আল হাসান। দলীয় রান যখন ১৪৭ তখন ৫৭ বলে ৫৩ রান করা সাকিব ফাহিমের বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন। 

এদিকে সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরি করে আউটের একটু পরেই হাফ সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। তবে সাকিবের তুলনায় মুশফিকুর রহিম বল খরচ করেছেন বেশি। তবে ম্যাচে উইকেট ধরে রাখাটাই গুরুত্বপূর্ণ ছিল আজ এই অভিজ্ঞ ব্যাটারের কাছে। 

এদিকে সাকিব আল হাসানের আউটের পর মাঠে ব্যাট করতে নামেন গত ম্যাচে ছক্কা দিয়ে নিজের রানের খাতা খোলা শামীম পাটুয়ারি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান। এরপরে রান তোলার মতো ব্যাটার আছেন আফিফ হোসেন। 

পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের আগেই মঙ্গলবার বড় দুঃসংবাদই পেয়েছে টাইগাররা। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে নাজমুল হোসেন শান্তর এশিয়া কাপ মিশন শেষ হয়ে গেছে। আগের ম্যাচে সেঞ্চুরির পর পায়ের পেশিতে টান পড়ে বাঁ-হাতি এই ব্যাটারের। ইনজুরির কারণে তাকে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে সেটি এখনও নিশ্চিত নয়। 

পাকিস্তান ক্রিকেট খেলোয়াড়দের তালিকা ২০২৩ 

যারা এশিয়া কাপ ২০২৩ এ পাকিস্তানের পক্ষ থেকে যে সকল খেলোয়াড়রা অংশগ্রহণ করবে তাদের তালিকা নিচে দেওয়া হল। এই সকল খেলোয়াড়রা আজকে অর্থাৎ ৬ সেপ্টেম্বর রোজ বুধবার বাংলাদেশের বিরুদ্ধে অংশগ্রহণ করবে।

মহম্মদ নওয়াজ, 
ফাহিম আশরাফ, 
হারিস রউফ, 
ফখর জামান, 
মহম্মদ ওয়াসিম জুনিয়র, 
সৌদ শাকিল, 
হারিস, 
উসামা মীর, 
শাদাব খান, 
ইমাম-উল-হক, 
সালমান আলী আগা, 
ইফতিকার আহমেদ, 
মহম্মদ রিজওয়ান,
তৈয়ব তাহির
নাসিম শাহ, 
শাহীন আফ্রিদি, 
বাবর আজম
আবদুল্লাহ শফিক

বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়দের তালিকা

বাংলাদেশের অনেক ভালো খেলোয়াড়রা এখানে অংশগ্রহণ করছে সরাসরি ভাবে। লিটন দাস অসুস্থতা থাকার কারণে প্রথমে ইনজুরিতে থাকলেও পরবর্তী সময়ে সুস্থ হওয়ার পরে ছুটে চলেছে পাকিস্তানের উদ্দেশ্যে সোমবার বিকেলে। যেহেতু প্রথম দিকে তিনি ১৭ স্কোয়াডে দলে ছিলেন না সেহেতু আইনী জটিলতা কারণে খেলতে পারবেন কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে শান্ত ইঞ্জুরিতে ফিরে আসছে বাংলাদেশে। আশা করা যাচ্ছে তার জায়গা দখল করে নেবে লিটন দাস। এদিকে বিসিবির সভাপতি জানেন না লিটন দাস পাকিস্তানের উদ্দেশ্যে ছুটে চলেছে। আসুন দেখে নেই আজকের তালিকায় কে কে রয়েছে।

মুশফিকুর রহিম
মুস্তাফিজুর রহমান
শরিফুল ইসলাম
মেহেদি হাসান মিরাজ
নাসুম আহমেদ
তাসকিন আহমেদ
শেখ মেহেদি
শামীম পাটোয়ারি
তানজিদ হাসান তামিম
আফিফ হোসেন
এবাদত হোসেন
লিটন দাশ
সাকিব আল হাসান 
নাঈম শেখ
হাসান মাহমুদ
তাওহিদ হৃদয়

বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর দেখা এবং এশিয়া কাপ লাইভ ম্যাচ দেখার জন্য আমাদের ওয়েবসাইট এর সঙ্গে থাকুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়