Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ৬ সেপ্টেম্বর ২০২৩

১৯৩ রানে থামতে হলো বাংলাদেশকে 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

অধিনায়ক সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম যখন পঞ্চাশ রানের দেখা পেয়েছিলেন তখন মনে হচ্ছিলো, এই দুজনের ব্যাট থেকে আস্তে আস্তে বড় হবার দিকে যাবে বাংলাদেশের রান থলি। হচ্ছিলোও তাই। ৭ ওভারেই ৪ উইকেট হারানো চাপে থাকা দলকে ২২ ওভার পর্যন্ত ধরে রেখেছিলেন তাঁরা। কিন্তু বাকিদের ব্যর্থতার দিনে তাঁদের আউটের পর আর বাড়ে নি বাংলাদেশের রান। মাত্র ১৯৩ রানের ছোট্ট লক্ষ্য দিচ্ছে পাকিস্তানকে। এখন বোলারদের ক্যারিশমাতে যদি কিছু হয় তবে জিতে যেতে পারে বাংলাদেশ। 

পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। যেখানে স্বাগতিকদের বোলিং তোপে ৫০ ওভারও খেলতে পারেনি টাইগাররা। ৩৮.৪ ওভারে অল আউট হওয়ার আগে লাল-সবুজদের সংগ্রহ ১৯৩ রান।

দিনের শুরুটা অবশ্য ভালোই ছিল। যেখানে টস জিতে হাসিমুখে ব্যাট করার সিদ্ধান্ত জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে সেই হাসি মিলিয়ে যেতে বেশি সময় লাগেনি। পাক বোলারদের তোপে দলীয় অর্ধশতকের আগেই ৪ উইকেট হারায় টাইগাররা।

ঠিক ২৮ ম্যাচ পর দলের সংগ্রহ ৫০ পূরণের আগেই এমন পরিস্থিতির মুখে পড়ে বাংলাদেশ। যেখানে মেকশিফট ওপেনার ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ ফেরেন রানের খাতা খোলার আগেই।

নাঈম শেখ ২০ রানে ফেরেন। এ ম্যাচে দলে যোগ দেওয়া লিটন দাস ১৬ রানের বেশি করতে পারেননি। তাওহীদ হৃদয়ও মাত্র ২ রানে বোল্ড হলে অল্পেই অল আউট হওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ।

এমন সময় দলের হাল ধরেন দীর্ঘদিনের দুই পরীক্ষিত সৈনিক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তাদের ব্যাটে ধীরে ধীরে এগোতে থাকে টাইগাররা। তবে যখন মনে হচ্ছিল ম্যাচের নিয়ন্ত্রণ প্রায় চলে এসেছে, ঠিক তখনই সাকিবের বিদায়।

ফাহিম আশরাফকে পুল করতে গিয়ে সাকিব যখন সাজঘরে ফেরেন, তার একটু আগেই মুশফিকের সঙ্গে জুটিটা ১০০ ছুঁয়েছিল। সাকিব নিজেও দীর্ঘদিন পর পেয়েছিলেন ফিফটির স্বাদ। ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম ফিফটির ইনিংসটি অবশ্য বড় করতে পারেননি তিনি।

এরপরের গল্পটা শুধুই আসা যাওয়ার। আরেক ভরসার নাম মুশফিকও অবশ্য ফিফটি করেছেন। সপ্তম উইকেট হিসেবে আউট হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন তিনি। এর আগে শামীম পাটোয়ারি ফিরেছিলেন ১৬ রানে।

বাকি গল্পটা শুধুই হতাশার। মাত্র ৩ রানে শেষ চার উইকেট হারায় বাংলাদেশ। যার ফলে এক পর্যায়ে ভালো রানের স্বপ্ন দেখা টাইগারদের ইনিংস পেরোতে পারেনি ২০০ রানের গণ্ডি। ব্যাটিং উইকেটে ব্যাটারদের আত্মহত্যার মিছিলে অল্পেই থামে সাকিবের দল।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়