Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৬, ৭ সেপ্টেম্বর ২০২৩

আজকের খেলার খবর ক্রিকেট 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আজকের খেলার খবর। এশিয়া কাপ ২০২৩ এর সুপার ফোরের প্রথম খেলায় পাকিস্তানের সাথে বাংলাদেশ হেরেছে। খেলাটি বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। তবে আজ থেকে আগামীকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত এশিয়া কাপের আর কোনো খেলা নেই। ৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে ফের শুরু হবে এশিয়া কাপের খেলা। 

আজকের খেলার খবর জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন। আজ ৭ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৫ টায় পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার ম্যাংগাং স্টেডিয়ামের খেলাটি অনুষ্ঠিত হবে। 

এদিকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলার পরের দিন ১০ সেপ্টেম্বর মাঠে গড়াবে পাকিস্তান বনাম ভারতের হাইভোল্টেজ ম্যাচ। খেলাটি হবে শ্রীলঙ্কার প্রেমদাস স্টেডিয়ামে বিকেল ৩টায়। পাকিস্তানে আর খেলা না থাকায় এরিমধ্যে শ্রীলঙ্কা পৌঁছে গেছে ভারত ক্রিকেট দল। 

আজকের খেলার খবর: ফুটবল 
আজ উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ কোয়ালিফায়ার্সের খেলায় মুখোমুখি হচ্ছে খাজাকাস্তান বনাম ফিনল্যাণ্ড। স্থানীয় সময় ৮টায় শুরু হবে খেলাটি। এছাড়াও এর দুই ঘণ্টা পরেই একই আসরে মাঠে খেলতে নামবে লিথুনিয়া এবং মন্টেন্যাগ্রো। 

অপরদিকে ওয়ার্ল্ড কিংস কাপ টুর্ণামেন্টের আসরের সেমিফাইনালের খেলা গতকাল ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশ নেয় ভারতীয় ফুটবল দল এবং ইরাক ফুটবল দল। ইরাককে ৩ গোলে হারিয়ে জিতেছে ভারতীয় ফুটবল দল। 

আজকের খেলার খবর: বাংলাদেশ 
এদিকে পাকিস্তানের বিপক্ষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল হারের পর দলের ব্যাটারদের উপর ক্ষোভ ঝেরেছেন  কোচ হাতুরু এবং অধিনায়ক সাকিব দুজনেই। সেই সঙ্গে এটিও বলেছেন, ভারতের বিপক্ষে দলের পেসাররা হারের ম্যাচেও ভালো বোলিং করেছেন। 

পাশাপাশি অধিনায়ক সাকিব আল হাসান এটাও জানান, পাকিস্তান এ অব্দি আসরের সেরা দল। সেরা দলটির সঙ্গে খেলা বা জয় পাওয়াটাও খুব সহজ নয়। কিন্তু সাকিব ব্যাটারদের উপর ক্ষোভ ঝারায় অনেকেই বলছেন, এতে দলের মনোবল ভেঙে যেতে পারে। 

সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার পর দলের সহকারী কোচ নিক পোথাস জানালেন, তারা সঠিক সমন্বয় খুঁজে বের করার চেষ্টা করছেন। ক্যান্ডিতে লঙ্কানদের বিপক্ষে ওপেনার তানজিদ হাসান তামিমকে ওপেনার হিসেবে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু নিজের অভিষেক ম্যাচে ব্যর্থ হন তিনি। এরপর মেকশিফট ওপেনার মেহেদী হাসান মিরাজ আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ফিরেছেন শূন্য রানে। 

তাছাড়া ব্যাটিং পজিশনেও গত তিন ম্যাচে ওলট-পালট করা হয়েছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ দল পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সহকারী কোচ নিক পোথাস। শুধু তাই নয়, বাংলাদেশ দল সঠিক কম্বিনেশন খোঁজার চেষ্টা করছে বলেও জানিয়েছেন প্রোটিয়া এই কোচ।

আজকের খেলার খবর-এ আপনাদেরকে জানালাম সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত এবং অনুষ্ঠিতব্য খেলা সম্পর্কে। প্রতিদিন খেলার অগ্রিম সকল সংবাদ পেতে আই নিউজের সাথেই থাকুন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়