Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

হেলাল আহমেদ

প্রকাশিত: ১২:৩৮, ৯ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১২:৪২, ৯ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশ বনাম শ্রীলংকা, আজকের খেলা জিতবে কে? 

বাংলাদেশ বনাম শ্রীলংকা

বাংলাদেশ বনাম শ্রীলংকা

এশিয়া কাপের আজকের খেলায় মাঠে নামছে বাংলাদেশ বনাম শ্রীলংকা। এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচ হারের পর টুর্ণামেন্টে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তানের সাথে নিজেদের সর্বশেষ ম্যাচে পাওয়া জয়ের মনোবল নিয়ে আহত বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে শ্রীলংকা। 

বাংলাদেশ বনাম শ্রীলংকা আজকের খেলাটি হবে শ্রীলংকার কলম্বোতে। বিকেল সাড়ে ৩টায় খেলাটি শুরু হবে। বাংলাদেশে গাজী টিভি এবং টি স্পোর্টসে সরাসরি খেলা সম্প্রচার করা হবে। পাশাপাশি অনলাইনে টফিসহ নানা ধরনের অ্যাপসেও দেখা যাবে খেলার সরাসরি সম্প্রচার। 

পাকিস্তানের সঙ্গে নিজেদের সর্বশেষ ম্যাচে নিজেদের ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী করেছিলেন টাইগার ব্যাটাররা। টপ অর্ডারের ৪ ব্যাটারের ব্যাট থেকেই সেদিন তেমন কোনো রান আসে নি। ফলে ৭ ওভারের মধ্যেই পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি, নাসিম, রউফদের হাতে ধরাশায়ী হয়ে ৪ উইকেট দিয়ে দিতে হয়। কিন্তু সাকিব-মুশফিকের অভিজ্ঞতা আর দৃঢ়তায় সেই ম্যাচে কিছুটা আশার আলো দেখেছিলেন বাংলাদেশের সমর্থকরা। কিন্তু দুজনেই হাফ সেঞ্চুরি তুলে আউটের পর আর তেমন আগায় নি বাংলাদেশের রানের চাকা। মাত্র ১৯৩ রানের ছোট্ট সংগ্রহ নিয়ে হারতে হয় ওই ম্যাচে। 

বাংলাদেশ বনাম শ্রীলংকা আজকের খেলার আগে নিজেদের শেষ ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে শ্রীলংকা। আজ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলংকা। আগের ম্যাচের জয়ের মনোবল আজ দলকে অনেকটাই এগিয়ে রাখবে। যদিও আফগানিস্তানের বিপক্ষের ম্যাচটি লংকানদের জন্য ছিলো অগ্নিপরীক্ষার মতো। ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুসমান্থ চামেরা, লাহিরু কুমারা এবং দিলশান মাদুশঙ্কার মতো গুরুত্বপূর্ণ বোলারদের অনুপস্থিতিতে, লঙ্কানরা আফগানিস্তানের বিরুদ্ধে ধরাশায়ী হয়ে যেতে যেতেও সেদিন রক্ষা পেয়েছিলো। 

আজ বাংলাদেশ বনাম শ্রীলংকার খেলাটি যে মাঠে গড়াবে মাঠের পিচ স্পিনবান্ধব বলেই ক্রিকেটারদের কাছে খ্যাত অনেকদিন ধরে। পাশাপাশি মাঝেমাঝেই পাওয়া যায় ব্যাটিং সহায়তাও। তাই আজকের দলে দুই দলই চাইবে স্পিন নির্ভর পরিকল্পনা এবং সুযোগ বুঝে ব্যাট কাজে লাগানো। 

ইতিমধ্যেই পিচের কথা মাথায় রেখে দল সাজানোর ক্ষেত্রেও আসছে পরিবর্তন। অন্তত শুক্রবারের ট্রেনিং সেশনে তেমন আভাসই মিলেছে। স্পিনবান্ধব এবং ব্যাটিং সহায়ক উইকেট বিবেচনায় মেহেদিকে দেখা যেতে পারে এই ম্যাচে। এছাড়া নয় দশ এবং এগারো নম্বরে দেখা যাবে তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলামকে। 

সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুই পরিবর্তন আনতে পারে বাংলাদেশ দল। মোহাম্মদ নাঈম শেখের পরিবর্তে ওপেনিংয়ে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। তার সঙ্গে ওপেনিংয়ে থাকবেন লিটন দাস। দলে ফিরতে পারেন স্পিন অলরাউন্ডার শেখ মাহেদী। 

বাংলাদেশ বনাম শ্রীলংকা আজকের খেলা, আছে মেঘের শঙ্কা 
পাকিস্তানে খেলার সময় তীব্র গরম সেখানে প্রধান সমস্যা ছিলো। সেদিক থেকে বৃষ্টির সমস্যা সেখানে পোহাতে হয় নি। তবে হাইব্রীড মডেলে আয়োজিত এবারের এশিয়া কাপের শ্রীলংকায় আয়োজিত ম্যাচগুলোতে প্রধান সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। বাংলাদেশ বনাম শ্রীলংকারত আজকের খেলায়ও থাকছে বৃষ্টি বাগড়ার শঙ্কা। সেই শঙ্কা নিয়েই মাঠে খেলা গড়াবে। 

শ্রীলংকার স্থানীয় আবহাওয়া অফিসের খবরে বলা হয়েছে, আজ শনিবার দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ যা সন্ধ্যায় বেড়ে দাঁড়াবে ৮৫ শতাংশে। তাই বাংলাদেশ বনাম শ্রীলংকার ম্যাচটি সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ
এনামুল হক বিজয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়