Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৯, ৯ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৮:৪৯, ৪ মার্চ ২০২৪

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা লাইভ স্কোর | Bangladesh bowling

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা লাইভ স্কোর

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা লাইভ স্কোর

SL: 77/2(9.4)

বাংলাদেশ বনাম শ্রীলংকা লাইভ স্কোর দেখতে সর্বক্ষণ আমাদের সাথেই থাকুন। আজ শ্রীলংকার কলম্বোরে প্রেমদাসা স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ বনাম শ্রীলংকা। Bangladesh Vs Srilanka Live Score দেখতে পারবেন এখানেই এক ক্লিকে। 

খেলাটি দুপুর ৩.৩০ মিনিটে শুরু হবে। বাংলাদেশে গাজী টিভি এবং টি স্পোর্টসে সরাসরি খেলা লাইভ সম্প্রচার করা হবে। পাশাপাশি অনলাইনে টফিসহ নানা ধরনের অ্যাপসেও দেখা যাবে খেলার লাইভ সম্প্রচার। 

২৩ ওভার খেলেও আর উইকেটের দেখা পায় নি বাংলাদেশের বোলাররা। কিন্তু ২৩তম ওভার শেষে শরিফুল ইসলামের বলে নিশাঙ্কার আউটের পর দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। 

তৃতীয় উইকেট শিকার করলেন হাসান মাহমুদ 

৫ উইকেট হারানোর পর সাদেরা এবং ধানুস শানাকা মিলে আবার চেষ্টা করছিলেন লঙ্কার রানের চাকা ঘুরাতে। করছিলেনও তাই। কিন্তু ৪৬ তম ওভারে হাসান মাহমুদের বলে বোল্ড আউটে শিকার হন অভিজ্ঞ ধানুস শানাকা। ৩২ বলে ২৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন শানাকা। ব্যাট করতে নেমে দারুণ এক ছক্কা হাঁকিয়েছেন আজ।

তাসকিন-হাসানের জোড়া আঘাত | 

এরপরে জোড়া আঘাত হানেন তাসকিন এবং হাসান মাহমুদ। চেরিত আসালাংকাকে ফেরান তাসকিন। সাকিবের হাত ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন আসালাংকা। আউটের আগে রান তুলতে পারেন নি তেমন। 

হাসান মাহমুদের শিকার হন ধনঞ্জয় ডি সিলভা। ১৬ বলে ৬ রান করা এই ব্যাটার হাসান মাহমুদের বলে ভুল শটে ক্যাচ তুলে দেন মুশফিকুর রহিমের হাতে।

শ্রীলংকা ৩ উইকেট হারানোর পর থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর কাছে ধরাশায়ী হয়ে যায় শ্রীলংকা। এরপর ৪০ ওভার খেলে রান তুলতে পেরেছে ১৭২ রান। যদিও তাঁদের হাতে এখনো আরো ৫টি মূল্যবান উইকেট রয়েছে। 

নিশাঙ্কা ও মেন্ডিসকে ফেরালেন শরিফুল 
খেলার শুরু থেকেই লঙ্কান ওপেনার নিশাঙ্কা দাপুটে ব্যাটিং খেলে শ্রীলংকার রানকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ১৬ ওভার টিকে থেকেছেন সতীর্থের সঙ্গে। তবে ৬০ বলে ৪০ রান যখন তাঁর সংগ্রহ ঠিক তখনি উইকেটের শিকার হন বাংলাদেশি পেসার শরিফুলের বলে। 

২৪তম ওভারে শরিফুলের করা বলটি নিশাঙ্কার পায়ে লাগলে আউটের আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার আউট দিলেও রিভিউ করে শ্রীলংকা। তবে রিভিউয়েও হেরে যায় শ্রীলংকা। প্যাভিলিয়নে ফিরে যান নিশাঙ্কা। নিশাঙ্কাকে আউটের পর নিজের পরবর্তী ওভারে বল করতে এসে আবারও উইকেটের দেখা পান শরিফুল। এবারে তার উইকেটের শিকার হয়ে মাঠ ছাড়েন হাফ সেঞ্চুরি করা কুসাল মেন্ডিস। বলতে গেলে, আজ গুরুত্বপূর্ণ দুইটি উইকেটই তুলে নিলেন শরিফুল ইসলাম। 

হাসান মাহমুদের প্রথম আঘাত

বাংলাদেশের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামা শ্রীলংকা ব্যাটিং শুরু করে মারকাটারি ভাবে। তবে খুব কম সময়েই বাংলাদেশি বোলাররা রানের নিয়ন্ত্রণ আনেন। শ্রীলংকার শিবিরে প্রথম আঘাত হেনেছেন হাসান মাহমুদ। ১৭ বলে ৪ বাউন্ডারি মেরে ১৮ রান করা দিমুথকে ফিরিয়ে দলকে প্রথম ব্রেক থ্রো এনে দেন তরুণ পেসার হাসান মাহমুদ। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ বনাম শ্রীলংকা লাইভ স্কোর 

টস জিতল বাংলাদেশ, বোলিং এর সিদ্ধান্ত

শ্রীলংকার কলম্বোতে আজকের ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। আগের প্রায় ম্যাচে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিলেও আজকের ম্যাচে সেই সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসেছেন। 

বাংলাদেশ বনাম শ্রীলংকা লাইভ স্কোর জানতে এই আর্টিকেলটি ফলো রাখুন। 

বাংলাদেশ দল আজ বাঁচা-মরার এই ম্যাচে দুই পরিবর্তন এনেছে দলে। পরিবর্তিত দল নিয়ে আজকের ম্যাচেই ঘুরে দাঁড়াতে চান অধিনায়ক সাকিব আল হাসান। অন্যদিকে বাংলাদেশ বনাম শ্রীলংকা আজকের খেলার আগে নিজেদের শেষ ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে শ্রীলংকা। আজ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলংকা। আগের ম্যাচের জয়ের মনোবল আজ দলকে অনেকটাই এগিয়ে রাখবে। আজকের খেলার লাইভ স্কোর জানুন এখানে। 

আজ বাংলাদেশ বনাম শ্রীলংকার খেলাটি যে মাঠে গড়াবে মাঠের পিচ স্পিনবান্ধব বলেই ক্রিকেটারদের কাছে খ্যাত অনেকদিন ধরে। পাশাপাশি মাঝেমাঝেই পাওয়া যায় ব্যাটিং সহায়তাও। তাই আজকের দলে দুই দলই চাইবে স্পিন নির্ভর পরিকল্পনা এবং সুযোগ বুঝে ব্যাট কাজে লাগানো।

বাংলাদেশ বনাম শ্রীলংকা লাইভ স্কোরBangladesh Vs Srilanka Live Score
আজকের খেলার লাইভ স্কোরের তথ্য বলছে, আজকের ম্যাচে শ্রীলংকার জেতার সম্ভাবনা রয়েছে ৬৮ শতাংশ। বিপরীতে বাংলাদেশ ক্রিকেট দলের ৩২ শতাংশ সম্ভাবনা আছে ম্যাচ জেতার। এশিয়া কাপের শ্রীলংকায় আয়োজিত ম্যাচগুলোতে প্রধান সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। বাংলাদেশ বনাম শ্রীলংকারত আজকের খেলায়ও থাকছে বৃষ্টি বাগড়ার শঙ্কা। সেই শঙ্কা নিয়েই মাঠে খেলা গড়াবে। 

শ্রীলংকার স্থানীয় আবহাওয়া অফিসের খবরে বলা হয়েছে, আজ শনিবার দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ যা সন্ধ্যায় বেড়ে দাঁড়াবে ৮৫ শতাংশে। তাই বাংলাদেশ বনাম শ্রীলংকার ম্যাচটি সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।তবু খেলার বাংলাদেশ বনাম শ্রীলংকা লাইভ স্কোর জানতে পারবেন আই নিউজে। 

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ
সাকিব আল হাসান, 
মুশফিকুর রহিম, 
এনামুল হক বিজয়, 
লিটন দাস, 
মেহেদী হাসান মিরাজ, 
তাওহীদ হৃদয়, 
আফিফ হোসেন, 
শেখ মাহেদী, 
তাসকিন আহমেদ, 
হাসান মাহমুদ ও 
শরিফুল ইসলাম।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়