মো. রওশান উজ্জামান রনি
আপডেট: ১৫:৫৫, ৯ সেপ্টেম্বর ২০২৩
এশিয়া কাপ
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ - ওডিআই পরিসংখ্যান কি
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ - ওডিআই পরিসংখ্যান । ছবি আই নিউজ
বাংলাদেশ দলের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। দেশের ক্রিকেট অনেক টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এশিয়া কাপের শুরুটা হল অত্যন্ত বাজে ভাবে। এশিয়া কাপে শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচে টাইগারদের ব্যাটিং ব্যার্থতা ফুটে ওঠে। লংকানদের বিপক্ষে হেরেছে পাঁচ উইকেটে। দ্বিতীয় ম্যাচে আফগানদের সাথে দারুণ জয় সুপারফোর নিশ্চিত করলেও সুপারফোরে পাকিস্তানের বিপক্ষেও সেই ব্যাটিং ব্যর্থতার প্রতিচ্ছবি।
প্রায় এগারো ওবার বাকি থাকতে মাত্র একশো তিরানব্বই রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। পাকিস্তান জিতে সাত উইকেটের বিশাল ব্যবধানে। এশিয়া কাপে বাংলাদেশ দলের বোলারা দুর্দান্ত সঞ্চালন করলেও বেটাররা সেভাবে নিজেদের মেলে ধরতে পারছেন না। শান্ত, শাকিল মুসফিক ছাড়া কেউই বলার মতো পারফরম করতে পারেননি। আজ অর্থাৎ নয়ই সেপ্টেম্বর সুপারফোরে শ্রীলঙ্কার বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচ সাকিবদের। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নাই টাইগারদের।
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ - ওডিআই পরিসংখ্যান
sri-lanka-vs-bangladesh_win-probability
শ্রীলঙ্কার বিপক্ষে একাদশটা কেমন হতে পারে তা নিয়েই কথা বলা যাক। বাংলাদেশ দলের ওপেনিং জুটি নিয়ে একটা সমস্যা থেকেই যায়। ইনজুরির কারণে তামিম ইকবাল নেই এবারের এশিয়া কাপে। ফলে সমস্যাটা আরো বড় করে ধরা দিয়েছে। তার জায়গায় দলে আশা তানজিন তামিম অভিষেক ম্যাচে মেরেছেন ডাক। এরপরেই আর দলে সুযোগ মেলেনি এই তরুণের। এনামুলক বিজয়কে উড়িয়ে আনা হলেও খেলাবেন কিনা তা বলা যাচ্ছে না। আরেক ওপেনার নাঈম শেখ ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারছেন না। ওপেনিং এর সুযোগ পেয়ে মিরাজ আফগানদের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করেছেন তবে এই মুহূর্তে পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশ দলে মিরাজ-নাঈম অপেনিং জুটি ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই। তাই নাঈম-মিরাজ জুটি আরেকবার দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচে বাংলাদেশের সেরা একাদশ
শ্রীলঙ্কা বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ
আজ শ্রীলঙ্কা বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ থাকছেন যারা- নাইম শেখ, মেহেদি মিরাজ, লিটন দাস, শাকিবল হাসান, তৌহিদ রিদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।
এই মুহূর্তে বাংলাদেশ দলের সেরা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তিন ফরম্যাটে এক হাজার আটাত্তর রান করে শীর্ষে তিনি। এশিয়া কাপে প্রথম দুই ম্যাচে বাকিরা ব্যর্থ হলেও ব্যাট হাতে সফল শান্ত। দুই ম্যাচে উননব্বই এবং একশো চার রানের দুটো ঝলমলে ইনিংস খেলেছেন। তবে ইঞ্জুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন এই ব্যাটার। বাংলাদেশের জন্যও এটা দুশ্চিন্তার। অসুস্থতার কারণে প্রথম দুই ম্যাচে দলে ছিলেন না লিটন। শান্তর জায়গায় সুযোগ পেয়ে সুপারফোরে পাকিস্তানের বিপক্ষে করতে পেরেছেন মাত্র ষোল রান। তবে শান্ত না থাকায় লিটনের উপরেই যে ভরসা করতে হবে এটা বলার অপেক্ষা রাখে না। চারে সাকিব খেলবে এটা মোটামুটি ধরে নেওয়া যায়। পাঁচে তৌহিদ হৃদয়, হৃদয়ের পারফরমেন্স নিয়েও রয়েছে দুশ্চিন্তা। দুর্দান্ত খেলতে থাকা তাওহিদ হৃদয় এশিয়া কাপে যেন খেই হারিয়ে ফেলেছেন। তিন ম্যাচে করেছেন মাত্র বাইশ রান। তবে এত তাড়াতাড়ি তাকে বাদ দেওয়ার সুযোগ নেই। ছয়ে যথারীতি মুশফিকের উপরেই ভরসা। লংকানদের বোলিং লাইন আপ যথেষ্ট ভালো। বাংলাদেশ যদি এই ব্যাটিং গভীরতা বাড়াতে চায় তাহলে শামীম এবং আফিফে আরো একবার আস্থা রাখতেই পারে। আর যদি ছয় ব্যাটার এবং পাঁচ বোলার নিয়ে খেলতে চায় সেক্ষেত্রে সুযোগ মিলতে পারে নাসুমের। তখন কাটা পড়বে সম্ভবত অফিফের নাম। পেজ আক্রমনের নেতৃত্বে থাকবেন তাসকির আহমেদ। তার সঙ্গী হিসেবে থাকবেন শরিফুল ইসলাম। তবে পেজ আক্রমনের তৃতীয় নামটা কে হবে তা বলা মুশকিল। হাসান মাহমুদ লাস্ট দুই ম্যাচে খুরুচে ছিলেন। উইকেট পেয়েছেন মাত্র একটা। তাই সুযোগ মিলতে পারে মুস্তাফিজের।
আই নিউজ/আর
আরও পড়ুন
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা