Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৭, ৯ সেপ্টেম্বর ২০২৩

উইকেট হারাচ্ছে না সতর্ক শ্রীলংকা, চাপ দিচ্ছেন সাকিবরা 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের চলছে বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার সুপার ফোরের ম্যাচ। এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। শ্রীলংকা জয়ের জন্য ক্ষুধার্থ। আর তাই যেন শুরুতেই এক উইকেট হারিয়ে চাপে পড়া লংকান ব্যাটাররা উইকেট বাঁচিয়ে খেলছেন সতর্কভাবে। ফলে সতেরো ওভার খেলেও আর উইকেটের দেখা পায় নি বাংলাদেশের বোলাররা। 

তবে উইকেট নিতে না পারলেও পাকিস্তানের রানের লাগাম ধরে রেখেছেন টাইগার বোলাররা। শুরুর দিকে তাসকিন, শরিফুল ও হাসান মাহমুদের পেস বোলে বাউন্ডারি বের করে আনলেও শীঘ্রই তাঁদের হাতে চাপে পড়ে শানাকারা। অপরদিকে সাকিব আর নাসুম আহমদের স্পিন খেলতে বেশ বেগ পেতে হচ্ছে লঙ্কান ব্যাটারদের। রান আসছে খুব ধীরগতিতে। তবু, উইকেট হারাচ্ছে না তাঁরা। চাপ সামলে অনেকটা সতর্ক হয়ে খেলছে তাঁরা। 

শ্রীলংকার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আফিফ হোসেনের পরিবর্তে দলে ঢুকেছেন নাসুম আহমেদ। অন্যদিকে টানা ১৩তম জয়ের ধারা অব্যাহত রাখতে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে শ্রীলংকা।

শনিবার টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এদিন লংকানদের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নে।

ম্যাচের শুরুতেই তাসকিনের গতিতে লেগ বিফরের ফাঁদে পড়েছিলেন পাথুম নিশাঙ্কা। তবে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে নিয়ে সে দফায় বেঁচে যান তিনি।

পঞ্চম ওভারের বোলিং করতে আসেন হাসান মাহমুদ। ওারের প্রথম দুই বলে দুটি বাউন্ডারি হাঁকান করুণারত্নে। তৃতীয় বলেই হাসানের বাউন্সে মুশফিকের তালুবন্দী হন তিনি। আউট হওয়ার আগে ১৭ বলে ১৮ রান করেন এ বাঁ-হাতি ব্যাটার।

এরপর ক্রিজে আসেন কুশল মেন্ডিস। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন পাথুম নিশাঙ্কা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়