নিজস্ব প্রতিবেদক
উইকেট হারাচ্ছে না সতর্ক শ্রীলংকা, চাপ দিচ্ছেন সাকিবরা
ছবি- সংগৃহীত
শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের চলছে বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার সুপার ফোরের ম্যাচ। এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। শ্রীলংকা জয়ের জন্য ক্ষুধার্থ। আর তাই যেন শুরুতেই এক উইকেট হারিয়ে চাপে পড়া লংকান ব্যাটাররা উইকেট বাঁচিয়ে খেলছেন সতর্কভাবে। ফলে সতেরো ওভার খেলেও আর উইকেটের দেখা পায় নি বাংলাদেশের বোলাররা।
তবে উইকেট নিতে না পারলেও পাকিস্তানের রানের লাগাম ধরে রেখেছেন টাইগার বোলাররা। শুরুর দিকে তাসকিন, শরিফুল ও হাসান মাহমুদের পেস বোলে বাউন্ডারি বের করে আনলেও শীঘ্রই তাঁদের হাতে চাপে পড়ে শানাকারা। অপরদিকে সাকিব আর নাসুম আহমদের স্পিন খেলতে বেশ বেগ পেতে হচ্ছে লঙ্কান ব্যাটারদের। রান আসছে খুব ধীরগতিতে। তবু, উইকেট হারাচ্ছে না তাঁরা। চাপ সামলে অনেকটা সতর্ক হয়ে খেলছে তাঁরা।
শ্রীলংকার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আফিফ হোসেনের পরিবর্তে দলে ঢুকেছেন নাসুম আহমেদ। অন্যদিকে টানা ১৩তম জয়ের ধারা অব্যাহত রাখতে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে শ্রীলংকা।
শনিবার টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এদিন লংকানদের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নে।
ম্যাচের শুরুতেই তাসকিনের গতিতে লেগ বিফরের ফাঁদে পড়েছিলেন পাথুম নিশাঙ্কা। তবে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে নিয়ে সে দফায় বেঁচে যান তিনি।
পঞ্চম ওভারের বোলিং করতে আসেন হাসান মাহমুদ। ওারের প্রথম দুই বলে দুটি বাউন্ডারি হাঁকান করুণারত্নে। তৃতীয় বলেই হাসানের বাউন্সে মুশফিকের তালুবন্দী হন তিনি। আউট হওয়ার আগে ১৭ বলে ১৮ রান করেন এ বাঁ-হাতি ব্যাটার।
এরপর ক্রিজে আসেন কুশল মেন্ডিস। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন পাথুম নিশাঙ্কা।
আই নিউজ/এইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা