Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৯, ৯ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৮:৩০, ৯ সেপ্টেম্বর ২০২৩

শ্রীলংকার ৫ উকেট পতন, টাইগার শিবিরে স্বস্তির হাওয়া

দ্বিতীয় উইকেট শিকারের পর শরিফুলদের উচ্ছাস। ছবি- সংগৃহীত

দ্বিতীয় উইকেট শিকারের পর শরিফুলদের উচ্ছাস। ছবি- সংগৃহীত

এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। শ্রীলংকাও জয়ের জন্য ক্ষুধার্থ। তাই শুরুতেই এক উইকেট হারিয়ে চাপে পড়া লংকান ব্যাটাররা উইকেট বাঁচিয়ে খেলছিলেন সতর্কভাবে। ফলে ২৩ ওভার খেলেও আর উইকেটের দেখা পায় নি বাংলাদেশের বোলাররা। কিন্তু ২৩তম ওভার শেষে শরিফুল ইসলামের বলে নিশাঙ্কার আউটের পর দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। সর্বশেষ ৪২ ওভার খেলে ৫ উইকেট হারিয়েছে শ্রীলংকা। 

নিশাঙ্কার আউটে কিছু পরেই শরিফুলের বলেই ধরা দেন বড় রান সংগ্রাহক মেন্ডিস। ৭৩ বল খেলে ৫০ রানের একটি বড় ইনিংস খেলা এই ক্রিকেটার তাসকিনের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন। ফলে বাংলাদেশ অল্প সময়ের ব্যবধানে দুই উইকেট তুলে নেয়।  

খেলার শুরু থেকেই লঙ্কান ওপেনার নিশাঙ্কা দাপুটে ব্যাটিং খেলে শ্রীলংকার রানকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ১৬ ওভার টিকে থেকেছেন সতীর্থের সঙ্গে। তবে ৬০ বলে ৪০ রান যখন তাঁর সংগ্রহ ঠিক তখনি উইকেটের শিকার হন বাংলাদেশি পেসার শরিফুলের বলে। 

২৩ তম ওভারে শরিফুলের করা বলটি নিশাঙ্কার পায়ে লাগলে আউটের আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার আউট দিলেও রিভিউ করে শ্রীলংকা। তবে রিভিউয়েও হেরে যায় শ্রীলংকা। 

ম্যাচের শুরুতেই তাসকিনের গতিতে লেগ বিফরের ফাঁদে পড়েছিলেন পাথুম নিশাঙ্কা। তবে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে নিয়ে সে দফায় বেঁচে যান তিনি।

পঞ্চম ওভারের বোলিং করতে আসেন হাসান মাহমুদ। ওারের প্রথম দুই বলে দুটি বাউন্ডারি হাঁকান করুণারত্নে। তৃতীয় বলেই হাসানের বাউন্সে মুশফিকের তালুবন্দী হন তিনি। আউট হওয়ার আগে ১৭ বলে ১৮ রান করেন এ বাঁ-হাতি ব্যাটার।

তাসকিন-হাসানের জোড়া আঘাত

এরপরে জোড়া আঘাত হানেন তাসকিন এবং হাসান মাহমুদ। চেরিত আসালাংকাকে ফেরান তাসকিন। সাকিবের হাত ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন আসালাংকা। আউটের আগে রান তুলতে পারেন নি তেমন। 

হাসান মাহমুদের শিকার হন ধনঞ্জয় ডি সিলভা। ১৬ বলে ৬ রান করা এই ব্যাটার হাসান মাহমুদের বলে ভুল শটে ক্যাচ তুলে দেন মুশফিকুর রহিমের হাতে।

শ্রীলংকা ৩ উইকেট হারানোর পর থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর কাছে ধরাশায়ী হয়ে যায় শ্রীলংকা। এরপর ৪০ ওভার খেলে রান তুলতে পেরেছে ১৭২ রান। যদিও তাঁদের হাতে এখনো আরো ৫টি মূল্যবান উইকেট রয়েছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়