Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৫, ৯ সেপ্টেম্বর ২০২৩

হাসান মাহমুদের ৩, শ্রীলংকার রানের চাকায় ধ্বস 

পা দিয়ে রান আউট করে ৪ নম্বর উইকেট শিকার করেন হাসান মাহমুদ।

পা দিয়ে রান আউট করে ৪ নম্বর উইকেট শিকার করেন হাসান মাহমুদ।

এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। শ্রীলংকাও জয়ের জন্য ক্ষুধার্থ। তাই শুরুতেই এক উইকেট হারিয়ে চাপে পড়া লংকান ব্যাটাররা উইকেট বাঁচিয়ে খেলছিলেন সতর্কভাবে। ফলে ২৩ ওভার খেলেও আর উইকেটের দেখা পায় নি বাংলাদেশের বোলাররা। কিন্তু ২৩তম ওভার শেষে শরিফুল ইসলামের বলে নিশাঙ্কার আউটের পর দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। সর্বশেষ ৪৬ ওভার খেলে ৬ উইকেট হারিয়েছে শ্রীলংকা। 

এদিকে আজকের ম্যাচে ৩ উইকেট তুলে নিয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ। ৫ উইকেট হারানোর পর সাদেরা এবং ধানুস শানাকা মিলে আবার চেষ্টা করছিলেন লঙ্কার রানের চাকা ঘুরাতে। করছিলেনও তাই। কিন্তু ৪৬ তম ওভারে হাসান মাহমুদের বলে বোল্ড আউটে শিকার হন অভিজ্ঞ ধানুস শানাকা। ৩২ বলে ২৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন শানাকা। 

তাসকিন-হাসানের জোড়া আঘাত

এরপরে জোড়া আঘাত হানেন তাসকিন এবং হাসান মাহমুদ। চেরিত আসালাংকাকে ফেরান তাসকিন। সাকিবের হাত ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন আসালাংকা। আউটের আগে রান তুলতে পারেন নি তেমন। 

হাসান মাহমুদের শিকার হন ধনঞ্জয় ডি সিলভা। ১৬ বলে ৬ রান করা এই ব্যাটার হাসান মাহমুদের বলে ভুল শটে ক্যাচ তুলে দেন মুশফিকুর রহিমের হাতে।

শ্রীলংকা ৩ উইকেট হারানোর পর থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর কাছে ধরাশায়ী হয়ে যায় শ্রীলংকা। এরপর ৪০ ওভার খেলে রান তুলতে পেরেছে ১৭২ রান। যদিও তাঁদের হাতে এখনো আরো ৫টি মূল্যবান উইকেট রয়েছে। 

নিশাঙ্কা ও মেন্ডিসকে ফেরালেন শরিফুল 
খেলার শুরু থেকেই লঙ্কান ওপেনার নিশাঙ্কা দাপুটে ব্যাটিং খেলে শ্রীলংকার রানকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ১৬ ওভার টিকে থেকেছেন সতীর্থের সঙ্গে। তবে ৬০ বলে ৪০ রান যখন তাঁর সংগ্রহ ঠিক তখনি উইকেটের শিকার হন বাংলাদেশি পেসার শরিফুলের বলে। 

২৪তম ওভারে শরিফুলের করা বলটি নিশাঙ্কার পায়ে লাগলে আউটের আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার আউট দিলেও রিভিউ করে শ্রীলংকা। তবে রিভিউয়েও হেরে যায় শ্রীলংকা। প্যাভিলিয়নে ফিরে যান নিশাঙ্কা। নিশাঙ্কাকে আউটের পর নিজের পরবর্তী ওভারে বল করতে এসে আবারও উইকেটের দেখা পান শরিফুল। এবারে তার উইকেটের শিকার হয়ে মাঠ ছাড়েন হাফ সেঞ্চুরি করা কুসাল মেন্ডিস। বলতে গেলে, আজ গুরুত্বপূর্ণ দুইটি উইকেটই তুলে নিলেন শরিফুল ইসলাম। 

হাসান মাহমুদের প্রথম আঘাত

বাংলাদেশের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামা শ্রীলংকা ব্যাটিং শুরু করে মারকাটারি ভাবে। তবে খুব কম সময়েই বাংলাদেশি বোলাররা রানের নিয়ন্ত্রণ আনেন। শ্রীলংকার শিবিরে প্রথম আঘাত হেনেছেন হাসান মাহমুদ। ১৭ বলে ৪ বাউন্ডারি মেরে ১৮ রান করা দিমুথকে ফিরিয়ে দলকে প্রথম ব্রেক থ্রো এনে দেন তরুণ পেসার হাসান মাহমুদ। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়