হেলাল আহমেদ
আপডেট: ১৫:৫৪, ১০ সেপ্টেম্বর ২০২৩
পাকিস্তান বনাম ভারত খেলা | এশিয়া কাপ
পাকিস্তান বনাম ভারতের খেলা
এশিয়া কাপের আজ মাঠে গড়াবে পাকিস্তান বনাম ভারত খেলা। পাকিস্তান-ভারত খেলা মানেই বাড়তি উত্তেজনা, নানা বৈচিত্র্য। আর তাই তো এই দুই দলের খেলা পড়লেই পাওয়া যায় নানা খবর। এবারও পাকিস্তান-ভারত ম্যাচের টিকিট প্রকাশের অল্পক্ষণের মধ্যেই শেষ হয়ে গেছে। সবার দৃষ্টি থাকবে আজ কলম্বোর স্টেডিয়ামে। কী ঘটতে চলেছে ক্রিকেটের দুই চিরপ্রতিপক্ষের মহারণে?
এশিয়া কাপে পাকিস্তান আজ নিজেদের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে। অন্যদিকে ভারত সুপার ফোরে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। এর আগে গ্রুপ পর্বেও দেখা হয়েছিল পাকিস্তান বনাম ভারতের খেলা। কিন্তু সেই খেলাটি বাতিল হওয়ায় থেকে যায় ফলাফল শূন্য। তাই আগের ম্যাচে যা দেখা যায় নি তা দেখতেই আজ মাঠে হাজির হচ্ছেন আরো বেশি দর্শক ও সমর্থক।
চিরপ্রতিদ্বন্ধ্বী ভারত-পাকিস্তানের আজকের ম্যাচে খারাপ আবহাওয়ার কারণে রাখা হয়েছে রিজার্ভ ডে ব্যবস্থা। যদিও তা বাংলাদেশ-শ্রীলংকার গত ম্যাচে ছিলো না। অনেকেই এটিকে পাকিস্তান বনাম ভারত খেলা বলেই বাড়তি সুবিধা দেয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন। আজ রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩ টায়। এই স্টেডিয়ামেই গতকাল বাংলাদেশ জিততে জিততে শ্রীলংকার বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিয়েছে।
মুখোমুখি পাকিস্তান বনাম ভারত
গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। বৃষ্টির কারণে ওই ম্যাচটি পরিত্যক্ত হয়। সেখানে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ২৬৬ রানে অলআউট হয়েছিল ভারত। আর বৃষ্টির কারণে পাকিস্তান ব্যাটিং করতে নামতে পারেনি।
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে চলমান এশিয়া কাপ খেলা হচ্ছে ওয়ানডে ফরম্যাটে। দুই দলের ওয়ানডে পরিসংখ্যানে এখন পর্যন্ত ১৩৩ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এরমধ্যে ভারতের জয় ৫৫টিতে, পাকিস্তানের জয় ৭৩টিতে। ৫টি ম্যাচ পরিত্যক্ত হয়।
পাকিস্তান বনাম ভারত খেলা | এশিয়া কাপ
এশিয়া কাপে ওয়ানডে ও টি-২০ ফরম্যাট মিলিয়ে সর্বমোট ১৭বার দেখা হয়েছে এই দুই দলের । এশিয়া কাপে ১৩টি ওয়ানডের মধ্যে ৭টিতে জিতেছে ভারত আর ৫টি জিতে পাকিস্তান। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আর টি-২০তে তিনটি ম্যাচের মধ্যে ভারতের দুই জয়ের বিপরীতে পাকিস্তানের জয় একটিতে।
এশিয়া কাপের এ আসরে সেরা পাকিস্তান
এশিয়া কাপের চলতি আসরে এ পর্যন্ত টুর্ণামেন্টে সেরা দলের তকমাটা ধরে রেখেছে পাকিস্তানই। তাছাড়া, সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষের নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পায় বাবর আজমের দল। এতে করীক ম্যাচ জেতার মনোবল নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ।
এদিকে সুপার ফোরের আগে গ্রুপ পর্যায়ে নেপালের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে ভারতও। নেপালের দেয়া ২৩০ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ৭৪ রান এবং শুভমন গিলের ৬৭ রানের বদৌলতে ওইদিন ১০ উইকেটের বড় জয় পায় ভারত।
পাকিস্তান বনাম ভারত খেলা-র আগে দল ছাড়লেন সাঞ্জু স্যামসন
এদিকে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই দল ছেড়ে দেশে ফিরেছেন ভারতের এক ক্রিকেটার। তিনি ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, দল ছেড়ে দেশে ফিরে এসেছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন। চোট থেকে ফেরা লোকেশ রাহুল পাকিস্তান ও নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে খেলতে পারেননি। সে কারণে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে এবারের এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছিলেন স্যামসন।
ইনজুরি কাটিয়ে ম্যাচ খেলার মতো ফিট হওয়ায় সুপার ফোরের পাকিস্তান বনাম ভারতের খেলার মধ্য দিয়েই ম্যাচে ফিরতে পারেন রাহুল। ভারতীয় এই ক্রিকেটার দলে ফেরায় জায়গা ছেড়ে দিতে হয়েছে স্যামসনকে। এমনকি গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দারুণ ব্যাটিং করা ঈশান কিষাণকেও বিশ্রাম রাখা হবে বলে জানা গেছে।
ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্সার প্যাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ফখর জামান, আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, সালমান আলি আঘা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হারিস, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম।
আই নিউজ/এইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা