নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের বিপক্ষে ভারতের দারুণ শুরু
ইনিংসের শুরুতেই নিশ্চিত আউট থেকেও জীবন ফিরে পান গিল। ছবি- সংগৃহীত
এশিয়া কাপের এবারের আসরে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে ভারতের বিপক্ষে আজ মাঠে নেমেছে পাকিস্তান। চির প্রতিদ্বন্ধ্বী দুই দলের খেলা নিয়ে শুরু থেকেই উত্তেজনা তুঙ্গে।যেখানে ম্যাচের শুরুতেই জীবন পেয়েছেন ভারতীয় ওপেনার শুভমান গিল। এরপর পাকিস্তানের বোলাদের ওপর চড়াও হয়ে দুর্দান্ত শুরু পেয়েছে ভারত।
রোববার (১০ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে বাধ্য হয়েই ব্যাট করতে নামে ভারত। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাবর আজম।
এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। শ্রেয়স আইয়ারের জায়গায় দলে ফিরেছেন লোকেশ রাহুল। তবে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে পাকিস্তান।
ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা। তবে ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ডিপ থার্ড ম্যানের কাছে ক্যাচ দিয়েছিলেন গিল। তবে সে যাত্রাই বেঁচে যান তিনি।
এখন রোহিত শর্মা ১০ ও ১৩ রানে ব্যাটিং করছেন শুভমান গিল।
মুখোমুখি পাকিস্তান বনাম ভারত
গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। বৃষ্টির কারণে ওই ম্যাচটি পরিত্যক্ত হয়। সেখানে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ২৬৬ রানে অলআউট হয়েছিল ভারত। আর বৃষ্টির কারণে পাকিস্তান ব্যাটিং করতে নামতে পারেনি।
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে চলমান এশিয়া কাপ খেলা হচ্ছে ওয়ানডে ফরম্যাটে। দুই দলের ওয়ানডে পরিসংখ্যানে এখন পর্যন্ত ১৩৩ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এরমধ্যে ভারতের জয় ৫৫টিতে, পাকিস্তানের জয় ৭৩টিতে। ৫টি ম্যাচ পরিত্যক্ত হয়।
এশিয়া কাপে ওয়ানডে ও টি-২০ ফরম্যাট মিলিয়ে সর্বমোট ১৭বার দেখা হয়েছে এই দুই দলের । এশিয়া কাপে ১৩টি ওয়ানডের মধ্যে ৭টিতে জিতেছে ভারত আর ৫টি জিতে পাকিস্তান। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আর টি-২০তে তিনটি ম্যাচের মধ্যে ভারতের দুই জয়ের বিপরীতে পাকিস্তানের জয় একটিতে।
এশিয়া কাপের চলতি আসরে এ পর্যন্ত টুর্ণামেন্টে সেরা দলের তকমাটা ধরে রেখেছে পাকিস্তানই। তাছাড়া, সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষের নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পায় বাবর আজমের দল। এতে করীক ম্যাচ জেতার মনোবল নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ।
আই নিউজ/এইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা