Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৮:১৫, ১০ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৮:৩৭, ১০ সেপ্টেম্বর ২০২৩

বৃষ্টির কারণে পাকিস্তান বনাম ভারত ম্যাচ বন্ধ

বৃষ্টি নামার পর দৌড়ে মাঠ ছাড়ছেন দুই দলের খেলোয়াড়রা। ছবি- সংগৃহীত

বৃষ্টি নামার পর দৌড়ে মাঠ ছাড়ছেন দুই দলের খেলোয়াড়রা। ছবি- সংগৃহীত

আগে থেকেই শঙ্কা ছিলো, শ্রীলংকায় এখন বৃষ্টিবাদলার ভরা মৌসুম। তাই ম্যাচ ডিলের কথা মাথায় রেখেই আজ মাঠে নামে পাকিস্তান এবং ভারত। টস হেরে ব্যাট করতে নেমে রীতিমত পাক বোলারদের তুলোধুনো করেছেন ভারতীয় ব্যাটাররা। খেলায় চলছিল টানটান উত্তেজনা। কিন্তু এই ম্যাচটিও প্রথম ম্যাচের মতো বৃষ্টির বাঁধায় পড়েছে। বৃষ্টির কারণে আপাতত বন্ধ আছে পাকিস্তান বনাম ভারতের খেলা। 

রোববার (১০ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে বাধ্য হয়েই ব্যাট করতে নামে ভারত। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাবর আজম।  

এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। শ্রেয়স আইয়ারের জায়গায় দলে ফিরেছেন লোকেশ রাহুল। তবে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে পাকিস্তান।

ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা। তবে ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ডিপ থার্ড ম্যানের কাছে ক্যাচ দিয়েছিলেন গিল। তবে সে যাত্রাই বেঁচে যান তিনি।

বৃষ্টি নামার আগে ২৪.১ ওভারে দুই উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে ভারত। তবে প্রেমাদাসা স্টেডিয়ামের আকাশে বৃষ্টির হানায় বন্ধ রয়েছে দু’দলের হাইভোল্টেজ ম্যাচটি।

বৃষ্টি বাধায় ম্যাচটি আজ মাঠে না গড়ালেও ফলাফলে কোনো বিপত্তি ঘটবে না। কেননা এ ম্যাচটির জন্য আগেই রিজার্ভ ডে ঘোষণা করা হয়েছে। তবে ক্রিকইনফো বলছে, বৃষ্টি কমলে অন্তত ২০ ওভারে ম্যাচটি শেষ করতে চায় ম্যাচ অফিসিয়ালরা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়