Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৪:৫০, ১১ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপ আজকের খেলা লাইভ

এশিয়া কাপ আজকের খেলা প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হচ্ছে আমাদের এই আর্টিকেলে। যারা প্রতিনিয়ত এশিয়া কাপ খেলা লাইভ উপভোগ করতে চান তারা আমাদের আর্টিকেল এবং আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। এখানে সকল ধরনের ক্রিকেট খেলার আপডেট খবর দেওয়া হয়ে থাকে।

আয়োজন করা হয়েছে জমজমাট পরিপূর্ণভাবে এশিয়া কাপ। গত ৩০ আগস্ট থেকে অনুষ্ঠিত হচ্ছে এই মহা আয়োজন। এই অনুষ্ঠানের মাধ্যমে ঘটে চলেছে এশিয়া কাপ ২০২৩। ইতিমধ্যে প্রথম পর্যায়ে খেলা শেষ হয়ে গেছে। চলমান রয়েছে দ্বিতীয় পর্যায়ের খেলা। এশিয়া কাপ মূলত অনুষ্ঠিত হয়ে থাকে প্রত্যেক দুই বছর অন্তর অন্তর । করোনার কারণে খেলা অনুষ্ঠিত হয়নি সে কারণে এবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।

আজকে আমরা জানবো এই খেলা গুলো কিভাবে চলমান থাকে এবং কিভাবে লাইভ দেখবেন সে বিষয়টি। পৃথিবীতে যত প্রকার ক্রিকেট টুর্নামেন্ট রয়েছে তার মধ্যে অন্যতম একটি বড় আসল হচ্ছে এশিয়া কাপ। আর দেখার জন্য ওদের আগ্রহে বসে থাকে সাধারণ দর্শকরা।

এশিয়া কাপ আজকের খেলা লাইভ 

পৃথিবীতে যত প্রকার খেলা রয়েছে তার মধ্যে শীর্ষ তালিকায় রয়েছে এই ক্রিকেট। সারা বিশ্ব থেকে বিভিন্ন দেশে এখন ক্রিকেটের দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে। বর্তমানে বিভিন্ন দেশগুলোতে খেলা অনুষ্ঠিত হলেও বর্তমানে একটি আয়োজন করা হয়েছে এশিয়া কাপ। এই খেলায় অংশগ্রহণ করে এশিয়া মহাদেশের ক্রিকেট শক্তিশালী দলগুলো। আসুন দেখি নাই এবারের এশিয়া কাপে কোন কোন দল অংশগ্রহণ করেছে।

  • নেপাল
  • ভারত
  • বাংলাদেশ
  • পাকিস্তান
  • আফগানিস্তান
  • শ্রীলংকা

এ কয়েকটি দেশ এবারে অংশগ্রহণ করেছে এশিয়া কাপে। এখানে মাত্র ৫০ ওভারে খেলা হয়ে থাকে যাকে বলা হয় ওডিআই ম্যাচ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আমাদের দেশ বাংলাদেশও যোগদান করেছে। আসুন দেখে নেই কোন দেশ কার সাথে এ পর্যন্ত টুর্নামেন্ট খেলেছে এবং খেলবে। কারণ এশিয়া কাপ আজকের ক্রিকেট খেলা লাইভ দেখার জন্য অবশ্যই এটি জানা দরকার।

বাংলাদেশ বনাম পাকিস্তান
ভারত বনাম পাকিস্তান
পাকিস্তান বনাম শ্রীলংকা
পাকিস্তান বনাম নেপাল
বাংলাদেশ বনাম শ্রীলংকা
বাংলাদেশ বনাম আফগানিস্তান
আফগানিস্তান বনাম শ্রীলংকা

উপরের এই দেশগুলো একে অপরের সাথে প্রতিযোগিতা করে প্রথম পর্যায়ে খেলা শেষ করেছে। প্রথম পর্যায়ে থেকে ছিটকে পড়েছে আফগানিস্তান এবং নেপাল। এছাড়াও এখানে অংশগ্রহণ করছে সব দেশের খেলোয়াড়রা যাদের ১৭ দলের স্কোয়াড হিসেবে ভাগ করে দেওয়া হয়েছে। আসুন আমরা দেখে নেই কোন দলে কোন কোন খেলোয়াড় খেলবে সে বিষয়টি।

বাংলাদেশ ক্রিকেট স্কোয়াড এশিয়া কাপ 

এশিয়া কাপ আজকের খেলা লাইভ তাহলে আপনাদের বাংলাদেশসহ আরো সকল দেশের স্কোয়ারদের তালিকা সম্পর্কে জানতে হবে। এই সকল স্কোয়াডে রয়েছে দক্ষ সকল খেলোয়ার এবং যারা জয় সিনিয়ে আনছে দেশের পক্ষ থেকে।

  • নাঈম শেখ
  • তানজিদ হাসান তামিম
  • আফিফ হোসেন
  • এবাদত হোসেন
  • লিটন দাশ
  • সাকিব আল হাসান 
  • তাসকিন আহমেদ
  • শেখ মেহেদি
  • মেহেদি হাসান মিরাজ
  • হাসান মাহমুদ
  • তাওহিদ হৃদয়,
  • মুশফিকুর রহিম
  • মুস্তাফিজুর রহমান
  • নাসুম আহমেদ
  • শামীম পাটোয়ারি
  • শরিফুল ইসলাম

ভারতীয় ক্রিকেট স্কোয়াড এশিয়া কাপ 

অন্যান্য দেশের মতো ভারতে কেউ আসছে শক্তিশালী সকল খেলোয়াররা। তাদের এই দক্ষ খেলোয়াড়ের মাধ্যমে সুপার ফোরে প্রবেশ করেছে এই ক্রিকেট টিম। চলুন দেখি এই টিমে কে কে রয়েছে।

  • বিরাট কোহলি
  • হার্দিক পাণ্ড্য
  • রবীন্দ্র জাদেজা
  • অক্ষর প্যাটেল
  • শার্দুল ঠাকুর
  • প্রসিদ্ধ কৃষ্ণ
  • সঞ্জু স্যামসন
  • মহম্মদ শামি
  • শ্রেয়স আইয়ার
  • কেএল রাহুল
  • তিলক ভার্মা
  • ঈশান কিষাণ
  • মহম্মদ সিরাজ
  • যশপ্রীত বুমরাজ
  • শুভমান গিল
  • রোহিত শর্মা 
  • সূর্যকুমার যাদব
  • কুলদীপ যাদব

পাকিস্তান ক্রিকেট টিম স্কোয়াড এশিয়া কাপ

এশিয়া কাপ আজকের খেলা লাইভ এর অন্যতম একটি দল হচ্ছে পাকিস্তান। বাবর আজম শাহীন আফ্রিদির মত দক্ষ সকল খেলোয়াড়রা খেলতেছেন। প্রতিটি ম্যাচে তাদের জয়লাভ অর্জন হচ্ছে। আমরাও এই টিম সম্পর্কে যাবতীয় সকল তথ্যগুলো জানবো। যাতে করে প্রত্যেকটি খেলারের নামের তালিকা আমরা জানতে পারি।

  • মহম্মদ নওয়াজ
  • মহম্মদ রিজওয়ান
  • তৈয়ব তাহির
  • নাসিম শাহ
  • শাদাব খান
  • হারিস রউফ
  • মহম্মদ ওয়াসিম জুনিয়র
  • সৌদ শাকিল
  • হারিস
  • ইমাম-উল-হক
  • সালমান আলী আগা
  • ইফতিকার আহমেদ
  • শাহীন আফ্রিদি
  • বাবর আজম
  • ফাহিম আশরাফ
  • উসামা মীর
  • আবদুল্লাহ শফিক
  • ফখর জামান

আফগানিস্তান টিম স্কোয়াড এশিয়া কাপ

  • ইকরাম আলিখিল,
  • আব্দুল রহমান,
  • শারাফুদ্দিন আশরফ,
  • মুজিব উর রহমান,
  • নাজিবুল্লা জাদরান,
  • মহম্মদ নবি,
  • করিম জানাত,
  • রিয়াজ হাসান,
  • হসমতুল্লা শাহিদি,
  • ইব্রাহিম জাদরান,
  • গুলবদিন নায়েব,
  • রশিদ খান,
  • রহমানুল্লা গুরবাজ,
  • রহমত শাহ,
  • নুর আহমেদ,
  • মহম্মদ সালিম সফি,
  • ফজলহক ফারুকি

শ্রীলংকা টিম স্কোয়াড

  • নুয়ান থুশারা
  • লাহিরু মাদুশঙ্কা
  • ওয়ানিন্দু হাসরাঙ্গা
  • মহেশ থেকশান
  • পথুম নিসাঙ্কা
  • দানুশকা গুনাথিলাকা
  • চারিথ আসালাঙ্কা
  • দাসুন শানাকা (সি)
  • চমিকা করুনারত্নে
  • দুষ্মন্ত চামেরা
  • কাসুন রাজিথা
  • মাথিশা পাথিরানা
  • কুসল মেন্ডিস
  • ভানুকা রাজাপাকসে
  • নুওয়ানিদু ফার্নান্দো

এশিয়া কাপ আজকের খেলা সম্পর্কে আপনারা জানলেন। এরকম বিভিন্ন লাইভ এবং আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। আমাদের ওয়েবসাইটে নিয়মিত বিভিন্ন খেলার তথ্যগুলো আপডেট দেওয়া হয় খুব দ্রুত।

বৃষ্টির কারণে পাকিস্তান বনাম ভারত ম্যাচ বন্ধ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়