Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫, ১১ সেপ্টেম্বর ২০২৩

মেয়ের বাবা হলেন মুশফিকুর 

মুশফিকুর রহিম ও তাঁর স্ত্রী। ছবি- সংগৃহীত

মুশফিকুর রহিম ও তাঁর স্ত্রী। ছবি- সংগৃহীত

এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে হারের পর আচানকই দেশে ফিরে আসেন অধিনায়ক সাকিব এবং মুশফিকুর রহিম। মুশফিকের এমন করে হঠাৎ দেশে ফিরে আসার কারণ বোধয় এবার জানা গেলো। এক ফুটফুটে মেয়ে সন্তানের বাবা হয়েছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই উইকেট কিপার-ব্যাটার। 

এশিয়া কাপে বাংলাদেশের পরের ম্যাচ ১৫ সেপ্টেম্বর ভারতের সঙ্গে। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেই দেশে ফিরে আসেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) দিলেন সুখবর। 

সোশ্যাল মিডিয়ায় ছেলের হাতে ‘এটা কন্যা শিশু’ লেখা বোর্ড হাতে দেওয়া ছবি শেয়ার করেন মুশফিক। দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার খবর জানিয়ে ক্যাপশনে লেখেন, ‘আসসালামুআলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দিয়েছেন। মা ও শিশু দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।’

এটি মুশফিকের দ্বিতীয় সন্তান। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রথমবার ছেলে সন্তানের বাবা হন তিনি।

আশা করা হচ্ছে, ১৩ সেপ্টেম্বর আবার কলম্বোর উদ্দেশে রওনা হবেন মুশফিক।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়