নিজস্ব প্রতিবেদক
পাকিস্তান বনাম ভারত খেলা: বড় সংগ্রহের পথে ভারত
ছবি- সংগৃহীত
পাকিস্তান বনাম ভারত খেলা-টি শেষপর্যন্ত বৃষ্টির বাগড়ায় পড়ে রিজার্ভ ডে'তে গড়িয়েছে। আজ রিজার্ভ ডের খেলায় আবার মুখোমুখি হয়েছে পাকিস্তান-ভারত। এরিমধ্যে শুভমন গিলের হাফ সেঞ্চুরির পর আরেকটি ফিফটি তুলে নিয়েছেন ভারতীয় ব্যাটার লোকেশ রাহুলও। ফলে ৩৩ ওভার শেষেই ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৩০৫ রান। বড় সংগ্রহের দিকে যাচ্ছে ভারতের ইনিংস।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৩.২ ওভারে দুই উইকেটে ২০৫ রান।
সোমবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় পাকিস্তান বনাম ভারত খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। এদিন ঘন্টা খানেকের বৃষ্টির পর মাঠ প্রস্তুত করতে লেগেছে আরো ৩০ মিনিট। সবমিলিয়ে দেড় ঘন্টারও বেশি সময় নষ্ট হয়েছে আজ। তবে ম্যাচের দৈর্ঘ্যের ওপর সেটির প্রভাব পড়ছে না। ফলে কোনো ওভার কাটা যায়নি।
এর আগে রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নির্ধারিত সময়ে টসের পর খেলাও শুরু হয়েছিল নির্ধারিত সময়ে। তবে ২৪ ওভারের বেশি খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। কারণ ২৫তম ওভারের প্রথম বলের পরই বৃষ্টি হানা দেয়। ফলে খেলা গড়ায় রিজার্ভ ডে’তে।
বৃষ্টি নামার আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ফলে ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা। তবে ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ডিপ থার্ড ম্যানের কাছে ক্যাচ দিয়েছিলেন গিল। তবে সে যাত্রাই বেঁচে যান তিনি।
ম্যাচের শুরু থেকে একাধিক সুযোগ তৈরী করেও তা কাজে লাগাতে পারেনি পাকিস্তান। ম্যাচের ১৩তম ওভারের তৃতীয় বলে ওডিআই ক্যারিয়ারের ৮ নম্বর ফিফটি তুলে নেন গিল। গিলের পর ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম ফিফটি তুলে নিয়েছেন রোহিত শর্মাও। তবে ফিফটির ইনিংস বেশি লম্বা করতে পারেননি তিনি।
পাকিস্তান বনাম ভারত খেলা-র ম্যাচের ১৭তম ওভারের শেষ বলে রোহিতকে ফাহিম আশরাফের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান শাদাব খান। পরের ওভারেই গিলকে প্যাভিলিয়নের পথ দেখান শাহিন শাহ আফ্রিদি।
রিজার্ভ ডে’তে ব্যাট হাতে বাইশ গজে আসেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। এদিন শুরু থেকেই পাকিস্তানি বোলারদের ওপর চড়া হন তারা। এরপর ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নেন রাহুল।
আই নিউজ/এইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা