Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৩:০৪, ১২ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২৩:৩৮, ১২ সেপ্টেম্বর ২০২৩

ভারত বনাম শ্রীলংকা লাইভ ম্যাচ এশিয়া কাপ

আজকে ১২ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে ভারত বনাম শ্রীলংকা লাইভ ম্যাচ। খেলাটি যারা উপভোগ করতে চাচ্ছেন India Vs Srilanka Live Match তারা নিচে থেকেই স্কোরবোর্ড দেখে নিন। কারণ নিচে স্কোরবোর্ডে দেওয়া রয়েছে সকল ধরনের আপডেট তথ্যগুলো।

এশিয়া কাপ ২০২৩ জমে উঠেছে চরমভাবে। টানটান উত্তেজনায় রয়েছে এশিয়া কাপ। বর্তমানে সুপার ফোরে চলমান ম্যাচগুলোতে রয়েছে সকল শক্তিশালী দলগুলো। প্রথম পর্যায়ে থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান এবং নেপাল। পর্যায়ে বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হলেও চলছে হাড্ডাহাড্ডি পাবে চরম উত্তেজনা। এর থেকে সর্বোচ্চ স্কোর ধারীরা পাবে ফাইনালে খেলার সুযোগ। কে জিতে নেবে এশিয়া কাপ ফাইনাল ম্যাচ সেটি নিয়ে চলছে তোলপাড়।

যেমন গতকালের ম্যাচে ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়েছে ব্যাপক রানে। স্কোরবোর্ড থেকে বেঁচে রয়েছে পাকিস্তান এবং এগিয়ে গিয়েছে শ্রীলংকা। এখন পর্যন্ত কোন ম্যাচে হারে নিয়ে শ্রীলংকা। আগামীতে কি ঘটে চলেছে সেটা অপেক্ষায় রয়েছে ক্রিকেট দর্শকরা। কারণ এখন যে দল খারাপ খেলবে অথবা স্কোরবোর্ড থেকে কম পাবে শেষ বাদ যাবে এই পর্যায়ে থেকে। এখন সব দলেরই চলছে জীবন মরণ খেলা।

ভারত বনাম শ্রীলংকা লাইভ ম্যাচ এশিয়া কাপ

এই ম্যাচে শ্রীলংকা এবং ভারতের উপায় নির্ভর করছে তারা পরবর্তী ম্যাচ অর্থাৎ ফাইনালে খেলতে পারবে কিনা। আজকের এই খেলা দেখার জন্য দর্শকরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেছে। কারণ এই দুইটি দল অত্যন্ত শক্তিশালী এবার। একদল আরেকদলকে কোনভাবে ছাড় দিতে চাচ্ছেন না। পাকিস্তানও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে পরবর্তী ফাইনাল ম্যাচ খেলার জন্য।

India

 213/ ( 49)

Srilanka

 157

 

172/7 (42)

কিন্তু এই খেলা কিভাবে তারা লাইভ দেখবেন তা অনেকেরই জানা নেই। আমাদের আর্টিকেলটি যদি পড়ুন তাহলে আপনারা এখান থেকে লাইভ স্কোর গুলো উপভোগ করতে পারবেন। আমরা প্রতিনিয়ত বিভিন্ন ক্রিকেট খেলা স্কোরগুলো লাইভ আপডেট দিয়ে থাকি। তবে আজকের এই খেলার দর্শক থাকবে সবচেয়ে বেশি। আজকে নির্ভর করবে এই বাঁচা মরা লড়াই।

ভারত বনাম শ্রীলংকা লাইভ স্কোর 

খেলার মধ্যে একটু ভিন্নতা দেখা দিতে পারে। কারণ গতকাল খেলেছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে ভারতকে দুই ম্যাচ খেলতে হবে এবং ১০০ আবার খেলার প্রয়োজন হচ্ছে। যার কারণে তাদের খেলোয়াড়রা তুলনামূলকভাবে অনেক দুর্বল হয়ে যেতে পারে। এই সুযোগটি নিতে পারে শ্রীলংকান বাহিনীরা। তাদের হাতে রয়েছে এ ব্যাপারে দুর্দান্ত একটি সুযোগ।

কিন্তু পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে ভারত শ্রীলংকার যত ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে জয় এর পরিমাণ সবচেয়ে বেশি ভারতের। স্কোরবোর্ড অনুসারে ভারতের জয়ের সম্ভাবনা রয়েছে। ক্রিকেট খেলায় কখন কি ঘটে যায় সেটা বলা মুশকিল। খেলা সম্পূর্ণ না দেখা পর্যন্ত বুঝতে পারবেন না কি ঘটবে এবং কি ঘটতে চলেছে। তাই ভারত বনাম শ্রীলংকা লাইভ খেলা দেখতে চাইলে আমাদের সঙ্গে থাকুন।

ভারতীয় খেলোয়াড়দের তালিকা 

এশিয়া কাপে ভারতের দলে রয়েছে ঈশান কিষান, শর্মা এবং বিরাট কোয়েলের মত দক্ষ সকল খেলোয়ার। যারা পাকিস্তানকে ব্যাপক রানে হারিয়ে তারা এই ম্যাচ পর্যন্ত এসেছে। আসুন দেখে নেই আর কারা কারা রয়েছে এই টিমে।

  • কেএল রাহুল
  • রোহিত শর্মা 
  • সূর্যকুমার যাদব
  • প্রসিদ্ধ কৃষ্ণ
  • সঞ্জু স্যামসন
  • মহম্মদ শামি
  • শ্রেয়স আইয়ার
  • কুলদীপ যাদব
  • তিলক ভার্মা
  • রবীন্দ্র জাদেজা
  • অক্ষর প্যাটেল
  • শার্দুল ঠাকুর
  • যশপ্রীত বুমরাজ
  • শুভমান গিল
  • ঈশান কিষাণ
  • মহম্মদ সিরাজ
  • বিরাট কোহলি
  • হার্দিক পাণ্ড্য

শ্রীলংকা খেলোয়াড়দের তালিকা 

এই টিমে রয়েছে দক্ষ সকল খেলোয়াড়রা যারা এখন পর্যন্ত সর্বপ্রথম অপরাজিত দল হিসেবে ঘোষিত হয়েছে। ভারতের সাথে শক্তিশালীভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে যার কারণে অনুষ্ঠিত হচ্ছে ভারত বনাম শ্রীলংকা লাইভ ম্যাচটি।

  • দানুশকা গুনাথিলাকা
  • চারিথ আসালাঙ্কা
  • মহেশ থেকশান
  • কাসুন রাজিথা
  • নুওয়ানিদু ফার্নান্দো
  • দাসুন শানাকা
  • চমিকা করুনারত্নে
  • দুষ্মন্ত চামেরা
  • নুয়ান থুশারা
  • লাহিরু মাদুশঙ্কা
  • মাথিশা পাথিরানা
  • কুসল মেন্ডিস
  • ভানুকা রাজাপাকসে
  • পথুম নিসাঙ্কা
  • ওয়ানিন্দু হাসরাঙ্গা

ভারত বনাম শ্রীলংকা লাইভ ম্যাচ দেখার পাশাপাশি আজকের ক্রিকেট খেলা এশিয়া কাপ লাইভ দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এশিয়া কাপের সকল ম্যাচ সম্পর্কে আপডেট তথ্য।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়