মো. রওশান উজ্জামান রনি
আপডেট: ০৭:০০, ১৬ সেপ্টেম্বর ২০২৩
এশিয়া কাপ
Live-ভারত বনাম বাংলাদেশ লাড়াইয়ে ওডিআই পরিসংখ্যানে এগিয়ে কারা
ভারত বনাম বাংলাদেশ- আজকের ওডিআই পরিসংখ্যান
এশিয়া কাপ ২০২৩ এর সুপার ফোরের আজকের ম্যাচে মুখোমুখি বাংলাদেশ বনাম ভারত। দুই দলের মধ্যে আজকের ওডিআই পরিসংখ্যান অনুসারে ভারত এগিয়ে। আজকের ম্যাচ জেতার সম্ভাবনায় ওডিআই পরিসংখ্যান হিসেবে বাংলাদেশ ১৪% আর অপরদিকে ভারত ৮৬% এগিয়ে আছে।
শুরু হয়ে গিয়েছে ভারত বনাম বাংলাদেশ এশিয়া কাপ ২০২৩ এর সুপার ফোর রাউন্ডের অন্তিম তথা শেষ রোমাঞ্চকর ম্যাচ। একদিকে যেখানে বাংলাদেশ টিম অলরেডি ফাইনালে দূর থেকে ছিটকে গেছে সেখানে তো তারা এই নিয়ম রক্ষার ম্যাচে ভারতের বিরুদ্ধে যে কোন মূল্যে জিতে জয় নিয়ে দেশে ফিরতে এই ম্যাচে মাঠে নেমেছে। পাশাপাশি ভারতীয় টিম যেখানে অলরেডি ফাইনালে উঠে গেছে সেও কিন্তু প্লেয়ারদের বিশ্রাম কে মাথায় রেখে অন্ততপক্ষে চারটি বড় পরিবর্তন দলে ঘটিয়ে মাঠে নামছে সম্পূর্ণ এক নতুন প্লেয়িং ইলেভেন ও ওপেনার নিয়ে।
তবে যাই হোক ভারতীয় টিমকে আজকে কিন্তু সামলে খেলতে হবে। কারণ কলম্বিয়ার স্পিন সহায়ক পিচ এবং সেখানে কিন্তু বাংলাদেশের টিমের একাধিক সব স্পিনাররা থাকায় ভারত কিন্তু আজকের ম্যাচে সমস্যায় পড়তে পারে। আজকের ম্যাচে কিন্তু বোলিং ডিপার্টমেন্টে পুরো পরিবর্তন ঘটবে। কারণ ভারতীয় টিমের প্রত্যেকটা বোলারকে বিশ্রাম দেয়া হয়েছে। অন্যদিকে ম্যাচ শুরুর আগের ওডিআই পরিসংখ্যান ভুল প্রমাণ করার চেস্টায় মরিয়া সাকিব-হৃদয় তথা বাংলাদেশ টিম।
বাংলাদেশ বনাম ভারত লাইভ স্কোর
-
বাংলাদেশ- ২৬৫/৮ (৫০.০ ওভার)
-
ভারত - ২৫৯/১০ (৪৯.৫ ওভার)
ভারতের বিপক্ষে বাংলাদেশের সান্ত্বনার জয়
সাকিব-হৃদয় এই দুই জনের ফিফটিতে ভারতের বিপক্ষে লড়াই করার পুঁজি পেল বাংলাদেশ। ভারতকে ২৬৫ রানের টার্গেট দিয়ে আগেই লড়াইটা শুরু করেছিল বাংলাদেশ। শুভমান গিল এর ব্যক্তিগত সেঞ্চুরি কিছুটা নিরাস করলেও টাইগার বোলারদের আটকাতে পারেনি ভারতীয় টিম। ভারত বনাম বাংলাদেশ এশিয়া কাপ ২০২৩ এর সুপার ফোর রাউন্ডের অন্তিম তথা শেষ রোমাঞ্চকর ম্যাচ শেষ পর্যন্ত ৬ রান দূরত্বে ভারতকে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। রোহিতের উইকেট ছিল সাকিবের কাছে স্বপ্নের। কারণ প্রথম ওভারের দ্বিতীয় বলেই ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ফিরিয়ে দেন সাকিব। রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ।
ওডিআই পরিসংখ্যান-তানজিম হাসান সাকিবের বাজিমাত
tanzim hasan sakib asia cup
অভিষেক ম্যাচেই তানজিম হাসান সাকিবের বাজিমাত। বাংলাদেশের একাদশে প্রথমবার যায়গা পেয়েছে তানজিম হাসান। অভিষেকেই জিতে নিলেন কোটি ভক্তের হৃদয়। ভারতীয় ব্যাটারদের মাথায় হাত। নতুন এই বলার নিয়ে জানাশুনা নেই রোহিত শর্মাদের। ছোট সাকিব বড় সাকিবের চেয়েও ভয়ানক। রোহিত শর্মার অসহায় আত্মসমর্পণ। ভারতের দ্বিতীয় উইকেটও তুলে নেন তানজিম হাসান সাকিব। যে উইকেট দেখে অবাক পুরা ক্রিকেট বিশ্ব। তিলক বর্মা অফ স্টামের বাইরের বল ছেরে দিলেন। পিছে ঘুরে দেখলেন উইকেট নেই। বলের টার্ন দেখে মাথাই নষ্ট কোহলিদের। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১২ ম্যাচ খেলে তানজিম হাসান সাকিব নিয়েছেন ২২ উইকেট। স্বকৃত টি-২০তেও আছে ২৫ উইকেট। নিয়মিত পারফর্ম করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও। জাতীয় দলে জার্সি গায়ে জড়িয়ে দেখিয়ে দিলেন নিজের প্রতিভা। প্রপ্তির খাতায় প্রাপ্তি ভরা। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন তানজিম হাসান সাকিব। ২০২০সালে হওয়া সেই টুর্নামেন্টে বল হাতে দলের হয়ে বড় অবদান রেখেছিলেন ২০বছর বয়সি এই তরুন। ভারতীয় ব্যাটিং লাইন আপ একাই ধসিয়ে দিলেন। নেটিজেনদেন প্রশ্ন এতোদিন তিনি কোথায় ছিলেন? কেন সুযোগের জন্য এতো অপেক্ষা।
ভারত বনাম বাংলাদেশ খেলায় আজকের ওডিআই পরিসংখ্যান India vs Bangladesh asia cup 2023.live win probability
টাইগারদের বিপক্ষে পাকিস্তানের একাদশ
আই নিউজ/আর
আরও পড়ুন
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা