Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৫, ১৫ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২৩:৫৯, ১৫ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপ ক্রিকেট

রোমাঞ্চকর লড়াইয়ে ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়

শেষ ম্যাচে এক রোমাঞ্চকর লড়াইয়ে ৬ রানে ভারতকে হারিয়ে জয় ছিনিয়ে আনলো বাংলাদেশ। ১১ বছর পর প্রথমবার ভারতের বিপক্ষে জিতলো টিম টাইগার। 

বাংলাদেশ

৫০ ওভারে ২৬৫/৮

তানজিম সাকিব ১৪*

মেহেদী ২৯*

নাসুম ৪৪

হৃদয় ৫৪

লিটন দাস ০

তানজিদ ১৩

এনামুল ৪

 মিরাজ ১৩

সাকিব ৮০

শামীম ১

ভারত

৪৯.৫ ওভারে ২৬০/৯

প্রসিদ্ধ ০*

অক্ষর ৪২

 শার্দুল ১১

গিল ১২১

জাদেজা ৭

সূর্যকুমার ২৬,

ইশান ৫

রাহুল ১৯

তিলক ৫

রোহিত ০

শেষদিকে জমে উঠে ভারত ও বাংলাদেশের ম্যাচ। শুবমান গিলকে ফিরিয়ে ভারতকে চাপে ফেলেছিল বাংলাদেশ। তবে অক্ষর প্যাটেল ও শার্দুল ঠাকুর সতর্ক ব্যাটিংয়ে আগাতে থাকেন। শেষ তিন ওভারে তাদের দরকার ৩১ রান, বাংলাদেশের লাগতো ৩ উইকেট। মেহেদী হাসানকে ৪৮তম ওভারের শেষ দুই বলে চার ও ছক্কা মেরে উল্টো বাংলাদেশকে চাপে ফেলেন অক্ষর।

শেষ ১২ বলে ১৭ রান দরকার ভারতের। ডেথ ওভারে মুস্তাফিজুর রহমানের কার্যকারিতা সবারই জানা। ৪৮তম ওভারে আক্রমণে এসেই মুস্তাফিজ শার্দুলকে ফেরান। তবে স্বল্প পুঁজি তখনও বাংলাদেশকে স্বস্তিতে রাখতে দিচ্ছিল না। প্যাটেল চারের বাউন্ডারি মেরে আবারও পাল্টা হুমকি দিয়ে রাখেন। এরপরই ফের মুস্তা-র ঝলক। তাকে তুলে মারতে গিয়ে তানজিদ তামিমের তালুবন্দী হন প্যাটেল। 

এরপর শেষ ওভারে টাইগারদের প্রয়োজন ছিল এক উইকেট, আর ভারতের সামনে সমীকরণ ৬ বলে ১২ রানের। আগেই দুই উইকেট নিয়ে অভিষেক রাঙানো তানজিম হাসান সাকিব প্রথম তিন বলই ডট দেন। 

শুবমান গিলকে ১২৩ রানে বিদায় করার পর ভারত চাপ কাটিয়ে ওঠে অক্ষর প্যাটেলের ব্যাটে। তার আগ্রাসী ব্যাটিংয়ে ভারত আবারও বাংলাদেশকে হতাশায় ভাসাতে বসেছিল। কিন্তু মোস্তাফিজুর রহমান তার শেষ ওভারে জোড়া আঘাত হেনে দারুণ অবস্থানে নেন বাংলাদেশকে। শেষ ওভারে ১২ রান দরকার ছিল ভারতের। বাংলাদেশের লাগতো এক উইকেট। পুরো ম্যাচে দারুণ বোলিং করা তানজিম হাসান সাকিব শেষ ওভারে চমৎকার বোলিংয়ে সেই রান ডিফেন্ড করেন। প্রথম তিন বলে ডট দেন। চতুর্থ বলে চার মেরে মোহাম্মদ শামি উত্তেজনা ছড়ান। পঞ্চম বলে দুটি রান নিতে গিয়ে তানজিদ হাসান তামিমের থ্রোতে লিটন দাস স্টাম্প ভেঙে দিলে তিনি রান আউট হন। ২৫৯ রানে গুটিয়ে যায় ভারত। বাংলাদেশ জেতে ৬ রানে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়