Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১২:৪০, ১৭ সেপ্টেম্বর ২০২৩

পেসার রুবেল হোসেনের বাবা মারা গেছেন 

ছেলে ও বাবার সঙ্গে পেসার রুবেল হোসেন। ছবি- সংগৃহীত

ছেলে ও বাবার সঙ্গে পেসার রুবেল হোসেন। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন ধরে জাতীয় দলের মূল স্কোয়াডে নেই একসময়ের তারকা পেসার রুবেল হোসেন। এরিমাঝে বাবাকে হারিয়েছেন রুবেল। চলতি বছরের জুলাইয়ে তৃতীয়বারের মতো স্ট্রোক করা বাবাকে আর বাঁচাতে পারলেন না তিনি। ৭৬ বছর বয়সে চলে গেলেন ওপারে। 

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রুবেল। ফেসবুকে দেওয়া এক পোস্টে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এই পেসার বলেন, “আমার বাবা আর নেই … সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন।”

এর আগে রুবেলের বাবা গত জুলাইয়ে তৃতীয়বারের মতো স্ট্রোক করেছিলেন। তাছাড়া, গত এক বছর ধরে শরীরের বাম অংশও পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইসড) ছিল। শেষ পর্যন্ত ৭৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন তিনি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়