স্পোর্টস ডেস্ক
এশিয়া কাপ ফাইনাল: ৫০ রানেই গুটিয়ে গেল শ্রীলংকা
আরেকটি উইকেট শিকারের পর হাস্যোজ্জ্বল পান্ডিয়া এবং কাপ্তান রোহিত শর্মা। ছবি- সংগৃহীত
এশিয়া কাপের ফাইনাল খেলা চলছে আজ। কিন্তু স্টেডিয়ামের দর্শকদের কাছে এ কেমন ফাইনাল ম্যাচ তাঁরা হয়তো সেটাই ভাবছে। ফাইনালের যে টানটান উত্তেজনা সেসবের কিছুই যেন পেলেন না তাঁরা। ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে ফাইনালিস্ট শ্রীলংকা মাত্র ৫০ রানে অলআউট হয়ে গেছে! অথচ যে প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শ্রীলংকার এ পরিণতি তাঁরা এই স্টেডিয়ামে কখনো ফাইনাল হারেনি! ভারতের বোলিং তোপে নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন রানে অল আউট হয়েছে লংকানরা।
ভারতের হয়ে ম্যাচের শুরু থেকেই পেসার মোহাম্মদ সিরাজের ভয়ংকর হয়ে ওঠার দিনে মাত্র ৫০ রানে গুটিয়ে গেছে শ্রীলংকা। স্বাগতিকরা টিকে ছিল মোটে ১৫.২ ওভার। নিজেদের ইতিহাসে লংকানদের সর্বনিম্ন সংগ্রহ অবশ্য ৪৩ রান।
ঘরের মাঠে দিনের শুরুতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন লংকান অধিনায়ক দাসুন শানাকা। লংকানদের সুখস্মৃতি ছিল এতটুকুই। কারণ এরপর ভারতের বোলিং তোপে যে আর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেনি তারা।
শুরুটা অবশ্য করেছিলেন ভারতের জাসপ্রিত বুমরাহ। প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই কুশল পেরেরাকে সাজঘরে ফেরান তিনি। পরের গল্পটা শুধুই সিরাজের। একে একে ৬ উইকেট শিকার করেন তিনি।
নিজের দ্বিতীয় ওভারেই চার উইকেট শিকার করেন সিরাজ। তার বলে একে একে ফেরেন পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন সানাকা ও কুশল মেন্ডিস।
প্রথম পাঁচ উইকেট শিকার করতে সিরাজ নেন মাত্র ১৬ বল। সপ্তম উইকেটে ২১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন কুশল মেন্ডিস ও দুনিথ ওয়েল্লালাগে। তবে ১৭ রান করা মেন্ডিসকে বোল্ড করে প্রতিরোধ ভাঙেন সিরাজই।
আক্রমণে এসে শ্রীলংকার অষ্টম উইকেটের পতন ঘটান হার্দিক পান্ডিয়া। ৪০ রানে আট উইকেট হারানো লংকানরা দলীয় অর্ধশতকের দেখা নিয়েই ছিল শঙ্কায়। তবে দুশান হেমন্থার দৃঢ়তায় তা পেরিয়ে যায় তারা।
তবে দলীয় সংগ্রহ ৫০-এর বেশি নিতে পারেনি শ্রীলংকা। ১৬তম ওভারের প্রথম দুই বলে ২ উইকেট শিকার করে লংকানদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন পান্ডিয়া। ঘরের মাঠে এটাই দলটির সর্বনিম্ন সংগ্রহ।
শ্রীলংকার হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন মেন্ডিস। এছাড়া ১৩ রানে অপরাজিত থাকেন হেমন্থা। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। দলটির পাঁচজন ব্যাটার পেয়েছেন ডাকের দেখা। সিরাজ ৬, পান্ডিয়া ৩ ও বুমরাহ একটি উইকেট শিকার করেন।
আই নিউজ/এইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা