Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:২৭, ২৫ সেপ্টেম্বর ২০২৩

পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশের নারীরা 

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে বেশ একটা ভালো সময় যাচ্ছে না বাংলাদেশের। জাতীয় ক্রিকেট দলে পুরুষদের যে অবস্থা নারীরাও প্রায় সেই দুঃসময় পার করছেন। তবে, এরমধ্যেই এশিয়ান গেমসে পাকিস্তান নারী ক্রিকেট দলকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এই জয় পান নারী ক্রিকেটাররা। 

চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট ফিল্ডে সোমবার সকালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিগার সুলতানার দল।

বাংলাদেশি নারী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের মেয়েরা করতে পারে ৯ উইকেটে ৬৪ রান। ১০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা।

বল হাতে এদিন সবাই-ই ছিলেন কার্যকর। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সফলতম বোলার স্বর্ণা আক্তার। ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। ৩ ওভারে স্রেফ ২ রান দিয়ে ১ উইকেট নেন মারুফা আক্তার।

ফাইনালে ওঠার লড়াইয়ে রোববার ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। একই দিন শ্রীলংকার কাছে হেরে ফাইনালে ওঠা হয়নি পাকিস্তানের। কিন্তু ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে ব্রোঞ্জ পদক দখলে নিল বাংলাদেশের মেয়েরা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়