স্পোর্টস ডেস্ক
ফিরেই হাফ সেঞ্চুরি হাঁকালেন শান্ত
৫৫ বলে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পূরণ করেছেন নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত
অনাহুত এক আঘাতের কারণে বাংলাদেশ দল থেকে এশিয়া কাপেই ছিটকে যান এই বছরে বাংলাদেশের সেরা রান সংগ্রাহক ব্যাটার নাজমুল হোসেন শান্ত। কিছুদিন বিশ্রামের পর আজ নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে তে দলে ফিরেছেন অধিনায়ক হয়ে। অধিনায়কত্বের অতিরিক্ত চাপ সামলে ফিরে এসেই হাফ সেঞ্চুরি হাঁকালেন এই ক্রিকেটার। আবারও যেন নিজের মুন্সিয়ানা দেখালেন তিনি।
তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। সিরিজ বাঁচানোর লড়াইয়ে চার উইকেট হারিয়ে কিছুটা চাপে টাইগাররা। একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৯.৫ ওভারে চার উইকেটে ১০৮ রান।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। টসের পরেই বৃষ্টি নামে। ফলে কিছুটা বিলম্বে শুরু হয় তৃতীয় ওয়ানডে। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ তামিম ও জাকির হাসান।
এ ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে জাকিরের। তবে প্রথম ম্যাচ রাঙাতে পারেননি তিনি। ৫ বলে মাত্র ১ রান করেছেন এ ব্যাটার। পরের ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন তামিম। ট্রেন্ট বোল্টের বলে আউট হওয়া এ ওপেনার ৫ বল খেলে ৫ রান করেন।
চারে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন তাওহীদ হৃদয়। তবে অতি আক্রমণাত্মক হতে গিয়েই উইকেট বিলিয়ে দেন তিনি। মিলনের দ্বিতীয় শিকার হওয়ার আগে ১৭ বলে ১৮ রান করেন এ ব্যাটার।
৩৫ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। দুজনের পঞ্চাশোর্ধ্ব রানের জুটিতে প্রতিরোধ গড়ছিল বাংলাদেশ। তবে এরই মাঝে ঘটে ছন্দপতন। এর মাধ্যমে ভাঙে দুজনের ৫৩ রানের জুটি।
লকি ফার্গুসনের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হন মুশফিক। বাড়তি পেসের বলটা ড্রপ করে চলে যায় স্ট্যাম্পে। পা দিয়ে আটকানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি মুশফিকের। এ ব্যাটার ফেরেন ১৮ রানে।
এরপর দলকে এগিয়ে নিতে থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ ও শান্ত। দুজনের ব্যাটে দলীয় শতক পূরণ করে বাংলাদেশ। এরপরই ব্যক্তিগত হাফ সেঞ্চুরির দেখা পান শান্ত। ৫৫ বলে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পূরণ করেন তিনি।
আই নিউজ/এইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা