Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৮:১৭, ২৬ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ০৭:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০২৩

ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট স্কোয়াড

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট স্কোয়াড ঘোষণা করা হয়েছে চূড়ান্তভাবে। এই দলে বাংলাদেশ ক্যাপ্টেন অলরাউন্ডার সাকিব আল হাসান সহ অংশগ্রহণ করছে আরও ১০ জন খেলোয়াড়।

বাংলাদেশের ক্রিকেট টিমের কোন আয়োজন মানেই সমালোচনার ঝড়। কয়েক বছর ধরে এই সমালোচনা যেন ছাড়ছে না বাংলাদেশের ক্রিকেট টিমের থেকে। খেলোয়াড় থেকে সভাপতি পর্যন্ত সবাই থাকে আলোচনা এবং সমালোচনার শীর্ষে। কিন্তু এবারের আলোচনা রয়েছে ভিন্ন প্রসঙ্গ। আগামী পাঁচ অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর সেখানে অংশগ্রহণ করবে প্রতিবারের মতো বাংলাদেশ টাইগার টিম। প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা। বিশেষ করে সাকিব এবং তামিমের দ্বন্দ্ব যেন ছাড়ছে না।

ক্রিকেট সাকিব তামিমের দ্বন্দ্ব 

প্রথমে জানি আমরা তামিমের অবসর ঘটনা। কয়েক মাস আগে ঘোষণা দিয়েছিল তামিম বিশ্বকাপ থেকে অবসর নিয়েছেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাশরাফি বিন মর্তুজা, বিসিবির সভাপতি নাজমুল পাপন নিয়ে একটি আলোচনা হয়। এরপর অবসর ভেঙ্গে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেয় এই তামিম ইকবাল। কয়েকদিন আগে হঠাৎ করে জানান বিশ্বকাপের সকল ম্যাচগুলো ইনজুরির কারণে অংশগ্রহণ করতে পারবেন না। এদিকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট স্কোয়াড ঘোষনার সময় ঘনিয়ে আসছে। অন্যদিকে ক্রিকেট আলোচনায় শোনা যাচ্ছে যারা ইঞ্চুরি অথবা পুরোপুরি ফিট নয় তাদেরকে এ তালিকায় নাম দেওয়া হবে না। বিশেষ গণমাধ্যমে জানা গেছে এই কথাটি তামিম ইকবাল শোনার পর থেকে তিনি অংশগ্রহণ করতে চাচ্ছে না এবারের বিশ্বকাপে। কিন্তু কি হবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না।

আজ মঙ্গলবার ১১ টা পরে আবার আলোচনায় বসেছে বাংলাদেশের অল রাউটার ক্যাপ্টেন সাকিব আল হাসান এবং বিসিবি সভাপতি। এখানে আরো উপস্থিত থাকতে পারেন বাংলাদেশের কোচ হাতুরি সিং। এই আলোচনায় কতটুক পৌঁছায় সেটি জানার অপেক্ষায় ছিল সাধারণ জনগণ।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট স্কোয়াড

আজ মঙ্গলবার ২৬ তারিখ এই তিনের মধ্যে ঘোষণা করতে হবে চূড়ান্তভাবে বাংলাদেশের ক্রিকেটের দলে কে কে খেলবে এবারের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে। তাই রয়েছে এত আলোচনা এবং সমালোচনা। তবে এখানে সাকিব আল হাসান ক্যাপ্টেন থাকবেন এটি অবশ্যই এবং তিনি একজন বিশ্ব অলরাউন্ডার। সে তার টিমকে নিয়ে দুর্দান্তভাবে পারফরমেন্স করতে চায় এবারের আন্তর্জাতিক বিশ্বকাপে। চলো নিচে থেকে দেখলেই এবারের ক্রিকেট বিশ্বকাপে কে কে খেলবেন।

  1. লিটন দাস, 
  2. নাজমুল হোসেন শান্ত, 
  3. তাসকিন আহমেদ,
  4. শরিফুল ইসলাম, 
  5. মাহমুদউল্লাহ রিয়াদ, 
  6. মেহেদী হাসান মিরাজ, 
  7. নাসুম আহমেদ, 
  8. শেখ মেহেদী,  
  9. তানজিদ তামিম।
  10. তানজিম হাসান সাকিব, 
  11. হাসান মাহমুদ,
  12. মুস্তাফিজুর রহমান
  13. সাকিব আল হাসান 
  14. তাওহীদ হৃদয়, 
  15. মুশফিকুর রহিম, 

ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশ স্কোয়াড নিয়ে আরেকটি আলোচনা চলেছিল এই মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে। যখন এশিয়া কাপে তাকে তালিকা থেকে বিরত রাখা হয়েছিল তখন বাংলা টাইপের ভক্তদের কাছে তুমুল আলোচনার মুখে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারও তাকে খেলায় নিবে কিনা এ নিয়ে সন্দেহ ছিল বাংলাদেশের সাধারণ মানুষ সহ ক্রিকেট ভক্তদের। নিউজিল্যান্ডের বিপক্ষে হাফ সেঞ্চুরি ‌৪৯ রান এবং অন্যান্য সকল পারফরমেন্স মিলে মন করে নিয়েছে সবার।

এখন পর্যন্ত বাংলা টাইগার ভক্তদের কাছে তিনি রয়েছে আপ্রানে। তাকে বলা হয়ে থাকে ফিনিশিং মাস্টার। তাকে দলে রাখার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যম সহ সোশ্যাল মিডিয়াতে চলছে আলোচনার ঝড়। এবারের সিলেকশনে অভিজ্ঞ এবং দক্ষতা সকল ব্যাটসম্যান এবং বলার দেরকে নির্বাচিত করা হয়েছে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট স্কোয়াড সম্পর্কে জানার পাশাপাশি আরো অন্যান্য খেলা সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকুন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়