Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:০৮, ৩০ সেপ্টেম্বর ২০২৩

শান্তির জয় দিয়ে বিশ্বকাপের প্রাথমিক যাত্রা শুরু বাংলাদেশের 

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ৫ অক্টোবর ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট টুর্ণামেন্ট। বিশ্বকাপে অংশ নিতে এরিমধ্যে ভারতে গিয়ে একটি প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতিমূলক এই ম্যাচে তামিম-লিটন-মিরাজদের বড় রান তাড়ায়ব শান্তির জয় পেয়েছে বাংলাদেশ। ফলে বিশ্বকাপের প্রাথমিক যাত্রাটা জয় দিয়েই শুরু করলো বাংলাদেশ। এবার অপেক্ষা মূল পর্বের খেলার।

কালকের প্রস্তুতি ম্যাচে আগে ব্যাটিং করে ২৬৩ রানে শ্রীলঙ্কাকে আটকে ফেলে বাংলাদেশ। দলকে দারুণ শুরু এনে দেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। মাথা ব্যথা হয়ে ওঠা ওপেনিং জুটি থেকে অনেক দিন পর শতরানের দেখা পেয়েছে বাংলাদেশ। লিটন ও তানজিদের জুটি থেকে এসেছে ১৩১ রান।লিটন ৬১ রানে আউট হলে এই জুটি ভাঙে। ৫৬ বলে ১০ চারে এই ফর্মে ফেরার আভাস দিয়েছেন লিটন।

তানজিদ হাসানের জন্য এই ম্যাচ হতে পারে নিজের ওপর আত্মবিশ্বাস তৈরি হওয়ার। লাহিরু কুমারার বলে আউট হওয়ার আগে ৮৪ রান করে গেছেন এই বাঁহাতি ওপেনার। ৮৮ বলের ইনিংসে ১০টি চার ও দুটি ছক্কা মেরেছেন তানজিদ হাসান।

বাংলাদেশের জয়ের আনুষ্ঠানিকতা সারে মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিমের চতুর্থ উইকেট জুটি। তিনে উঠে আসা মিরাজ অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেছেন। ৬৪ বলে তাঁর ইনিংসে পাঁচ চার ও দুই ছক্কা। মিরাজের ওপরে রান পাওয়া বাংলাদেশ দলের জন্য স্বস্তির।

কারণ, ১৫ সদস্যের দলে বিকল্প ব্যাটার খুব বেশি নেই। মাঝে দুই ম্যাচ ব্যাট কথা না বলার পর আজ রান পেয়েছেন মুশফিকও।

এই অভিজ্ঞ ব্যাটার ৩৫ রানে অপরাজিত ছিলেন। তাঁর ৪৩ বলের ইনিংসে দুই চার ও এক ছক্কা। তানজিদ হাসান-লিটনদের রানে ফেরার দিনে ব্যর্থ হয়েছেন তাওহিদ হৃদয়। দুনিথ ভেল্লালাগের বলে শূন্য রানে ফিরেছেন তাওহিদ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়