Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

হেলাল আহমেদ

প্রকাশিত: ১৯:৪২, ৪ অক্টোবর ২০২৩

ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরেই শুরু হবে ভারতে অনুষ্ঠিত এবারের ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ। এর আগে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান। প্রতি টুর্নামেন্টের মতো বিশ্বকাপের এ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলিউডের অনেক তারকারা। 

ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সকল তথ্য জানতে আই নিউজের এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন। প্রতিবেদনে জানাবো কে কে থাকছেন উদ্বোধনী অনুষ্ঠানে। 

এবারের ওয়ান ডে বিশ্বকাপের আপাতত চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি ম্যাচগুলো চলছিল। আজ যা শেষ হয়েছে। বুধবার (৪ অক্টোবর) এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন হওয়ার কথা। কিন্তু, অজ্ঞাত কোনও কারণে এই অনুষ্ঠান নাকি বাতিল করা হতে পারে। 

ইতিমধ্যেই ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র থেকে এমন খবরই জানতে পারা গিয়েছে। যদিও বোর্ডের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে, BCCI যাবতীয় সূচি আগে থেকেই ঠিক করে ফেলেছে।

এবারের বিশ্বকাপের আসর ভারতে বসতে চলেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই টুর্নামেন্টের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছে না। এই পরিস্থিতিতে আচমকা কেন উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলিউড অভিনেতা রণবীর সিং, অরিজিৎ সিং, অভিনেত্রী তামান্না ভাটিয়া, গায়িকা শ্রেয়া ঘোষাল এবং আশা ভোঁসলে। যদিও ৪ অক্টোবর ক্যাপ্টেন্স ডে প্যারেড হবে। এই অনুষ্ঠানে বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটা দলের অধিনায়ক উপস্থিত থাকবেন।

আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে ওয়ান ডে বিশ্বকাপ টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। প্রথম ম্যাচ ইংল্যান্ড এবং নিউ জিল্যান্ডের মধ্যে।  ২০১৯ সালে বিশ্বকাপ ফাইনালে এই দুটো দলই খেলতে নেমেছিল। অন্যদিকে আগামী ১৪ অক্টোবর এই স্টেডিয়ামেই ভারত বনাম পাকিস্তান ম্যাচের আয়োজন করা হবে।

বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর 
এদিকে নানা ঘটনা-নাটক, গুঞ্জনের পর বাংলাদেশ ক্রিকেট দল সাকিবের নেতৃত্বে ভারত গিয়েছে বিশ্বকাপ খেলতে। বিশ্বকাপে বাংলাদেশের মূল পর্বের প্রথম ম্যাচটি হবে ৭ অক্টোবর। ওইদিন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ। 

ওয়ান ডে র‍্যাংকিংয়ে নিজেদের থেকে নিচের অবস্থানে থাকা আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের জয়ের লক্ষ্যে খেলবে বাংলাদেশ। কারণ, বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলবে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটি বাংলাদেশের জন্য কঠিন হবে। তাই বাংলাদেশ চাইবে আফিগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় তুলে আসরে শুভ সূচনার। 

ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট স্কোয়াড
লিটন দাস, 
নাজমুল হোসেন শান্ত, 
তাসকিন আহমেদ,
শরিফুল ইসলাম, 
মাহমুদউল্লাহ রিয়াদ, 
মেহেদী হাসান মিরাজ, 
নাসুম আহমেদ, 
শেখ মেহেদী,  
তানজিদ তামিম।
তানজিম হাসান সাকিব, 
হাসান মাহমুদ,
মুস্তাফিজুর রহমান
সাকিব আল হাসান 
তাওহীদ হৃদয়, 
মুশফিকুর রহিম, 

আই নিউজ/এইচএ  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়