Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

হেলাল আহমেদ, আই নিউজ

প্রকাশিত: ১১:৫৬, ৫ অক্টোবর ২০২৩

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড খেলা দিয়ে আজ শুরু বিশ্বকাপ 

পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট গ্রাউন্ড নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে উদ্বোধনী খেলা

পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট গ্রাউন্ড নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে উদ্বোধনী খেলা

অবশেষে পর্দা উঠল ভারতে অনুষ্ঠিত এবারের ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের খেলা দিয়ে আজ শুরু বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসর। আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি সাবেক রানিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং রানিং রানার্স আপ দল নিউজিল্যান্ড। ২০১৯ বিশ্বকাপ ফাইনাল খেলা এ দুই দলের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ ক্রিকেট। 

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ২টা ৩০ মিনিটে পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট গ্রাউন্ড নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের খেলা। জানা গেছে, আসরের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী দুই দলের লড়াই সম্পূর্ণ ফ্রি’তে অর্থাৎ বিনামূল্যে উপভোগ করবেন ৩০-৪০ হাজার নারী। একই সঙ্গে চা-নাস্তার ব্যবস্থাও রাখা হয়েছে তাদের জন্য। 

আহমেদাবাদের বিভিন্ন এলাকা থেকে ৩০ থেকে ৪০ হাজার নারী এই ম্যাচ ফ্রি টিকিটে গ্যালারিতে বসে দেখবেন। ভারতের ক্ষমতাসীন দলের নেতারা নারীদের একত্র করে তাদের হাতে ফ্রি টিকিটের পাশাপাশি চা এবং লাঞ্চের কুপনও দিয়েছেন।

গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সিনিয়র সদস্য বলেন, ‘অন্যরা খেলা দেখার জন্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আসে। তাতে গ্যালারি পরিপূর্ণ হওয়ার পাশাপাশি বাড়তি উন্মাদনাও তৈরি হয়। আমরা নারী দর্শকদের নিয়ে আসবো। এটাই কেবল পার্থক্য।’ 

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড খেলা
এবারের আসরে জস বাটলারের ইংল্যান্ড ১০ দলের এই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার অন্যতম ফেবারিট হিসেবেই মাঠে নামতে যাচ্ছে। একইসঙ্গে তারকা অল-রাউন্ডার বেন স্টোকসের ফেরা ইংলিশদের বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে। নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে বৃষ্টিবিঘ্নিত ইনিংসে সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। মূল পর্ব শুরুর আগে পাওয়া এই জয় তাঁদের বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। 

অপরদিকে উইলিয়ামসনের নেতৃত্বাধীন শক্তিশালী নিউজিল্যান্ডও আসরের অন্যতম ফেভারিট দল। বিশ্বকাপ ক্রিকেটের গত আসরে জমজমাট ফাইনালে যদিও তারা ইংল্যান্ডের বিপক্ষে হেরেছিল কিন্তু সেই ম্যাচ ছিল উত্তেজনায় ভরপুর এক মারকাটারি ম্যাচ। এবারও সেই শক্তি নিয়েই মাঠে নামছে কিউইরা। তবে দলে নেই গত আসরের তারকা প্লেয়ার গাপটিল। 

ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান 
এবারের বিশ্বকাপের আসর ভারতে বসতে চলেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই টুর্নামেন্টের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছে না। এই পরিস্থিতিতে আচমকা কেন উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

বুধবার (৪ অক্টোবর) ছিল ক্যাপ্টেন্স ডে প্যারেডের আয়োজন। যেখানে এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করা সবকটি দলের অধিনায়করা এক হয়েছিলেন নিজের প্রস্তুতি নিয়ে কথা বলার জন্য। এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের কাপ্তান সাকিব আল হাসানও। 

তবে ক্যাপ্টেন্স ডে প্যারেডের আয়োজন নিয়েও সমালোচনা হচ্ছে গণমাধ্যমে। অভিযোগ ওঠেছে, পুরো ক্যাপ্টেন্স ডে প্যারেডের আয়োজনে বেশিরভাগ প্রশ্নই ছিল ভারত-পাকিস্তান ম্যাচ কেন্দ্রিক। অন্যান্য দলগুলোর অধিনায়কদের সঙ্গে অল্প সময়ই কথা বলা হয়েছে বলে অভিযোগ। 

বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর 
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড খেলা দিয়ে ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হচ্ছে। তবে বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৭ অক্টোবর। বিশ্বকাপে বাংলাদেশের মূল পর্বের প্রথম ম্যাচটি হবে ৭ অক্টোবর। ওইদিন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ। 

ওয়ান ডে র‍্যাংকিংয়ে নিজেদের থেকে নিচের অবস্থানে থাকা আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের জয়ের লক্ষ্যে খেলবে বাংলাদেশ। কারণ, বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলবে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটি বাংলাদেশের জন্য কঠিন হবে। তাই বাংলাদেশ চাইবে আফিগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় তুলে আসরে শুভ সূচনার। 

ইংল্যান্ডের বিপক্ষে আজ কেমন করবে কিউইরা তা জানা যাবে অতীতের পরিসংখ্যান দেখলে। এ পর্যন্ত অনৃষ্ঠিত ১২টি বিশ্বকাপের আটটিতেই সেমিফাইনালে খেলা নিউজিল্যান্ড তাদের প্রথম শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছে। ট্রেন্ট বোল্ট-সাউদির নেতৃত্বে বিশ্বমানের পেস আক্রমণ তাদের মূল শক্তি। তাই বলা যায়, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড খেলা একেবারে সহজ হবে না কারো জন্যই।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়