Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১২:৪১, ৫ অক্টোবর ২০২৩
আপডেট: ১২:১৪, ৬ অক্টোবর ২০২৩

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড লাইভ স্কোর

অবশেষে শুরু হয়েছে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড লাইভ খেলা। জমজমাট ভাবে আয়োজন না করা হলেও তোমার উত্তেজনা ভাবে অনুষ্ঠিত হতে চাচ্ছে প্রথম ম্যাচ। যারা খেলাটি লাইভভাবে উপভোগ করতে চাচ্ছেন তারা আমাদের প্রতিবেদন থেকে লাইভ খেলাটি সুন্দরভাবে দেখেন।

ক্রিকেট মানে আলাদা উচ্ছ্বাস ক্রিকেট নামে আলাদা উত্তেজনা। পৃথিবীর সকল দেশজুড়ে অর্থাৎ সারা পৃথিবীতে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। দক্ষিণ এশিয়া থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিস্তৃতি রয়েছে ‌ক্রিকেট খেলা। সবচেয়ে বেশি নিয়মকানুন অনুসরণ করা হয়ে থাকে। এছাড়াও প্রতিবছর আইসিসি সিদ্ধান্ত অনুসারে এর নিয়মের পরিবর্তন হয়ে থাকে। এর জন্য অনেকে বলে থাকেন এটি হচ্ছে ভদ্রলোকের খেলা। এজন্যই ক্রিকেটের জনপ্রিয়তা এত বেশি।

Newzeland 283/1 (36.2 )

England  282/9 (50)

এই খেলাটি উপভোগ করার জন্য দীর্ঘ সময় ধরে বসে থাকে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ ‌প্রেমিকরা। তাই এবার ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ জমকালো ভাবে আয়োজন করা হয়েছে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে। এমনকি সবগুলো ম্যাচ ভারতে অনুষ্ঠিত হবে। যদিও প্রতিটি বিশ্বকাপে যে দেশে খেলা অনুষ্ঠিত হবে ওই দেশের প্রথম ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। ক্রিকেট বিশ্বকাপ ভারতের অনুষ্ঠিত হলে উদ্বোধনী ম্যাচ ভারত দ্বারা শুরু হয়নি। ম্যাচটি শুরু হয়েছে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের খেলা দ্বারা।

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড লাইভ স্কোর | England Vs New zealand

আজকের এই খেলাটি অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদি স্টেডিয়াম। ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম গুলোর মধ্যে এটি হচ্ছে একটি। এর মোট ধারণ সংখ্যা হচ্ছে প্রায় কয়েক হাজার দর্শণার্থী। যারা খেলা উপভোগ করবে তারা ইতিমধ্যে গ্যালারিতে উপস্থিত হয়ে গেছে। আর যারা সরাসরি উপভোগ করতে পারছেন না তারা এখানে খেলা দেখে নিন। আজকের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স হবে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড এই খেলাতে।

পাকিস্তান বনাম নেদারল্যান্ডস লাইভ খেলা

ভারতে যেদিন থেকে প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে তখন থেকেই বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। যতগুলা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে প্রায় সবগুলোতেই বৃষ্টি হয়েছে এবং খেলার স্থগিত হয়ে গেছে। ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার যে খেলা ছিল সেখানেও ম্যাচটি পন্ড হয়েছে। এদিকে আজকের আবহাওয়াটাও বিরোধ দেখা যাচ্ছে ভারতে। ইতিমধ্যে কয়েকটি অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। যার কারণে অনেক অঞ্চল ক্ষতির সম্মুখীন হচ্ছে আর্থিকভাবে। তবে বিশ্বকাপ নিয়ে কোন কথা বলে নেই এবারের আয়োজকরা। আয়োজনে কোন কিছু কমতি রাখেননি তারা।

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ লাইভ

আজকের উদ্বোধনী ম্যাচটি মূলত হচ্ছে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড লাইভ ভাবে। আর আপনারা যদি এই খেলাটি উপভোগ করতে চান তাহলে বেশ কয়েকটি মাধ্যমে উপভোগ করতে পারবেন। বাংলাদেশের জিটিভি এবং টি স্পোর্টসে এই খেলাগুলো লাইভ দেখানো হবে। আপনারা খেলা সরাসরি দেখে নিবেন নিবেন সরাসরি ওইখান থেকে। এছাড়াও আপনারা বাংলাদেশ থেকে মাই জিপি এবং টফি আপের মাধ্যমে খেলা উপভোগ করার সুযোগ গুলো পাবেন।

নিউজিল্যান্ড ক্রিকেট স্কোয়াড ২০২৩ বিশ্বকাপ

আমরা যে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ খেলছে এখানে নিউজিল্যান্ড সরাসরি অংশগ্রহণ। আর এই অংশগ্রহণ এর মধ্যে রয়েছে নিউজিল্যান্ডের দক্ষ সকল খেলোয়াড়। যারা ইতিপূর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে গেছে বাংলাদেশসহ গত ম্যাচগুলো। আসুন আজকে আমরা দেখি এবারের তালিকায় কে কে রয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেট স্কোয়াডে।

  • কেইন উইলিয়ামসন (অধিনায়ক),
  • ডেভন কনওয়ে,
  • লোকি ফার্গুসন,
  • ম্যাট হেনরি,
  • ইশ সোধি,
  • টিম সাউদি,
  • উইল ইয়ং
  • ট্রেন্ট বোল্ট,
  • টম ল্যাথাম,
  • ড্যারিল মিচেল,
  • জিমি নিশাম,
  • মার্ক চাপম্যান,
  • গ্লেন ফিলিপস,
  • রাচিন রবীন্দ্র,
  • মিচেল স্যান্টনার,

ইংল্যান্ড ক্রিকেট টিম ২০২৩ ক্রিকেট বিশ্বকা

আজকের ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড খেলা দেখতেছেন সেখানেও ইংল্যান্ডের সকল শক্তিশালী খেলোয়াড়রা রয়েছে। ক্রিকেটের জন্মই হচ্ছে ইংল্যান্ডে। বেশ কয়েকবার আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ ছিনিয়ে নিয়েছে তারা। নিজেদেরকে শক্তিশালী করে তুলেছে এবারও তারা। শক্তিশালী সকল ব্যাটসম্যান এবং বলাররা এখানে রয়েছে।

  • জস বাটলার (অধিনায়ক),
  • বেন স্টোকস,
  • রিস টপলি,
  • গাস অ্যাটকিনসন,
  • জনি বেয়ারস্টো,
  • স্যাম কারান,
  • আদিল রশিদ,
  • লিয়াম লিভিংস্টোন,
  • ডাভিড মালান, .
  • ডেভিড উইলি,
  • মার্ক উড,
  • ক্রিস ওকস
  • মঈন আলী,
  • জো রুট,
  • হ্যারি ব্রুক,

চলমান রয়েছে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড লাইভ খেলা। যারা আরও অন্যান্য খেলা গুলো লাইভ দেখতে চাচ্ছেন তারা আমাদের এখান থেকে সরাসরি খেলা গুলো লাইভ দেখে নিতে পারবেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়