Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:১২, ৫ অক্টোবর ২০২৩

সাকিবের নামের পাশে পাকিস্তানি অধিনায়ক লিখলো আইসিসি 

বাংলাদেশ ওয়ান ডে দলের অধিনায়ক সাকিব আল হাসান। ফাইল ছবি

বাংলাদেশ ওয়ান ডে দলের অধিনায়ক সাকিব আল হাসান। ফাইল ছবি

ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। প্রতিযোগিতার ঐতিহ্য অনুযায়ী মূল লড়াইয়ের আগের দিন অনুষ্ঠিত হয়েছে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ক নিয়ে ক্যাপ্টেন্স ডে প্যারেড অনুষ্ঠান। 

আর এই প্রোগামেই বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে বিপত্তি বাঁধায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি ক্যাপশন।

বুধবার (৪ অক্টোবর) আহমেদাবাদে বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ককে নিয়ে 'ক্যাপ্টেন্স মিট' নামক অনুষ্ঠানের আয়োজন করে আইসিসি। সেখানেই অন্যান্য অধিনায়কদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিবও। সেখানে সাকিবকে পাকিস্তানের অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে আইসিসি।

বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর 
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড খেলা দিয়ে ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হচ্ছে। তবে বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৭ অক্টোবর। বিশ্বকাপে বাংলাদেশের মূল পর্বের প্রথম ম্যাচটি হবে ৭ অক্টোবর। ওইদিন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ। 

য়ান ডে র‍্যাংকিংয়ে নিজেদের থেকে নিচের অবস্থানে থাকা আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের জয়ের লক্ষ্যে খেলবে বাংলাদেশ। কারণ, বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলবে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটি বাংলাদেশের জন্য কঠিন হবে। তাই বাংলাদেশ চাইবে আফিগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় তুলে আসরে শুভ সূচনার। 

ইংল্যান্ডের বিপক্ষে আজ কেমন করবে কিউইরা তা জানা যাবে অতীতের পরিসংখ্যান দেখলে। এ পর্যন্ত অনৃষ্ঠিত ১২টি বিশ্বকাপের আটটিতেই সেমিফাইনালে খেলা নিউজিল্যান্ড তাদের প্রথম শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছে। ট্রেন্ট বোল্ট-সাউদির নেতৃত্বে বিশ্বমানের পেস আক্রমণ তাদের মূল শক্তি। তাই বলা যায়, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড খেলা একেবারে সহজ হবে না কারো জন্যই।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়