Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ০৭:৩২, ৬ অক্টোবর ২০২৩
আপডেট: ১১:০০, ৬ অক্টোবর ২০২৩

এশিয়ান গেমস ভারত বনাম বাংলাদেশ লাইভ খেলা

এশিয়ান গেমস ভারত বনাম বাংলাদেশ খেলা উপভোগ করুন আজকে আপনারা। এই তো শুরু হতে যাচ্ছে বহুল কাঙ্খিত এশিয়ান গেমস এর সেমিফাইনাল। চলুন দেখি আজকে এ খেলা সম্পর্কে কি কি তথ্য জানতে পারি আমরা।

এক দিকে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ জমজমাট ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অন্য দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান গেমস সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচে অংশগ্রহণ করছে বাংলাদেশ এবং ভারত এই দুটি শক্তিশালী ক্রিকেট দল। এখানে অংশগ্রহণ করবে মূল খেলোয়াড়রা নয়। বাংলাদেশ সহ বিভিন্ন দলের তালিকা থেকে দেখা গেছে যারা বিশ্বকাপ খেলতে গেছে তারা কেউ এ তালিকায় নেই। কারণ আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ এর জন্য সবাই প্রস্তুতি নিয়েছে এবং সেই খেলাটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যার কারণে জাতীয় দলের প্রথম একাদশ এখানে অংশগ্রহণ করছে না কোন দেশে নেই। ঠিক তেমনভাবে ভারতের এবং বাংলাদেশেরও একই অবস্থা।

এশিয়ান গেমস ভারত বনাম বাংলাদেশ লাইভ খেলা | Asian Games India Vs Bangladesh

গত 17 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেছে এশিয়া কাপ ক্রিকেট খেলা। সেখানে ফাইনালে জয়লাভ করেছে ভারত এবং তারা এশিয়া কাপটি নিয়ে নিয়েছে। তখন সেমিফাইনালে ভারত এবং বাংলাদেশের খেলা অনুষ্ঠিত হয়েছিল। এই খেলাতে বাংলাদেশ জয়লাভ করলেও কিন্তু ফাইনালে খেলতে পারেনি এই বাহিনীরা। কারণ এশিয়া কাপ খেলাটি অনুষ্ঠিত হয়েছিল পয়েন্ট টেবিল এর উপর নির্ভর করে। বাংলাদেশ শুধুমাত্র আফগানিস্তানের সাথে জয়লাভ করেছিল এবং সেমিফাইনালে ভারতের সাথে জয়লাভ করেছিল। অন্যদিকে ভারত শুধুমাত্র সেদিন বাংলাদেশের সাথে হেরে গিয়েছিল বাকি ম্যাচগুলোতে জয়লাভ করেছিল এবং অমীমাংসিত ছিল। যার কারণে সর্বোচ্চ পয়েন্ট স্কোর করেছিল ইন্ডিয়ান ক্রিকেট বাহিনীরা। আজকের এই ম্যাচে কি করবে সেটি দেখার অপেক্ষায় সবাই।

India 97/1 (9.2)

Bangaldesh 96/9 (20)

বাংলাদেশ বনাম ভারত লাইভ স্কোর

আজকের ভারত বনাম বাংলাদেশ লাইভ খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি টি-টোয়েন্টি ম্যাচ। অর্থাৎ মাত্র ২০ ওভারে এই খেলাটি অনুষ্ঠিত হবে। যারা খেলাটি সরাসরি লাইভ উপভোগ করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রতি ওভারে এবং উইকেটে খেলা গুলো আপডেট দিয়ে থাকি। এই খেলাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এশিয়ান গেমস নয় আমরা আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ এখানে লাইভ দেখানোর চেষ্টা করছি আপনাদের জন্য।

এশিয়ান গেমস মূলত ২০ ওভারে টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে অংশগ্রহণ করছে যারা আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করছে তাদের লিস্টের বাইরের তালিকা থেকে। কারণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩।

আজকের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সময়ের সকাল ৭ টা থেকে। ইতিমধ্যে টস হয়ে গেছে এবং টসের জয় লাভ করে বাংলাদেশ ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বাংলাদেশ বনাম ভারতের খেলাটিতে দুর্দান্ত পারফরমেন্সের জন্য ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে এই দল।

ভারত বনাম বাংলাদেশ খেলার সমীকরণ

গুগল অফিসিয়াল হিসাব অনুযায়ী যতগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সে ম্যাচ অনুসারে বাংলাদেশ আজকের জেতার সম্ভাবনা রয়েছে 9 শতাংশ এবং ভারত সম্ভাবনা রয়েছে 91 শতাংশ। তবে যে কোন সময় এ খেলাটি পরিবর্তন হতে পারে। কারণ বাংলাদেশের টাইগার বাহিনীরা অনেক শক্তিশালী হচ্ছে ক্রিকেটের দিক থেকে। ব্যাটিং এর শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করছে এই টাইগার ব্যাটসম্যানরা। কি হয় সেটি এখন দেখবে দর্শকরা।

আজকের এশিয়ান গেমস ভারত বনাম বাংলাদেশ লাইভ খেলা দেখার পাশাপাশি আরো অন্যান্য আন্তর্জাতিক বিশ্বকাপ দেখার জন্য আমাদের ওয়েবসাইট দেখুন। সেখানে নিয়মিত সকল ক্রিকেট খেলা গুলো আপডেট দেওয়া হয়।

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড লাইভ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়