Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৪, ৭ অক্টোবর ২০২৩

টস জিতে ফিল্ডিং নিলেন সাকিব, ব্যাটিংয়ে আফগানরা 

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের টস পর্ব। ছবি- ESPN

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের টস পর্ব। ছবি- ESPN

ওয়ান ডে বিশ্বকাপের এবারের আসরে মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ। ধর্মশালার স্টেডিয়ামে বাংলাদেশের আজকের প্রতিপক্ষ আফগানিস্তান। খেলার শুরুতেই টস জিতে আফগানদের ব্যাট করতে পাঠিয়েছেন সাকিব আল হাসান। 

শনিবার (৭ অক্টোবর) হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সকাল ১১টায় বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচটি শুরু হয়েছে। ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেছেন আফগান ব্যাটার গুরবাজ এবং ইব্রাহিম জাদ্রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের সংগ্রহ ৪.৫ ওভার শেষে বিনা উইকেটে ২১ রান। 

এর আগে ধর্মশালায় কখনো ওয়ানডে খেলেনি বাংলাদেশ। আজকেই এখানে খেলার প্রথম অভিজ্ঞতা হবে তানজিদ-লিটনদের। ২০১৬ টি-২০ বিশ্বকাপে এ মাঠে খেলার অভিজ্ঞতা সতীর্থদের সঙ্গে হয়তো শেয়ার করেছেন সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহরা। দলে প্রথম বিশ্বকাপ খেলা ক্রিকেটারের সংখ্যাও যে কম নয়।

হিমালচলের উইকেট হতে পারে ভাবনার কারণ। এখন পর্যন্ত দু’শোর নিচে অলআউট হওয়ার ঘটনা ঘটেছে চারবার। ২০১৭ সালের পর এ ভেন্যুতে গড়ায়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ। তারপরও কালো চশমা পড়া হাথুরুর বিশ্বাস উইকেট হবে স্পোটিং।

ওয়ানডেতে পরিসংখ্যানে এগিয়ে থাকলেও পচা শামুকেই পা কাটে বাংলাদেশের। তাই খুব একটা স্বস্তি পাচ্ছে না সাকিব আল হাসানের দল। অভিজ্ঞ ক্রিকেটারদের ইনজুরি আর মাঠের বাইরে নানান আলোচনা-সমালোচনার মধ্যে চাপে থেকেই ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ।

পরিসংখ্যান বিবেচনায় কিছুটা স্বস্তি মিলতে পারে টাইগারদের। কেননা, কাগজ-কলমে সবদিক দিয়েই আফগানদের চেয়ে এগিয়ে বাংলাদেশ।

এখন পর্যন্ত আফগানদের বিপক্ষে ১৫টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এর মধ্যে টাইগারদের ৯ জয়ের বিপরীতে আফগানদের জয় ৬ ম্যাচে।

বাংলাদেশ আফগানদের বিপক্ষে দ্বৈরথে বিশ্বকাপেও এগিয়ে সাকিব আল হাসানের দল। ওয়ানডে ফরম্যাটে বিশ্বমঞ্চে এখন পর্যন্ত আফগানদের সঙ্গে দু’বার দেখা হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এই দুই দেখায় দুবারই শেষ হাসি হেসেছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়