Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৮, ৭ অক্টোবর ২০২৩

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে বাংলাদেশ 

আউট হবার আগে আঠারো বলে তেরো রান করেন লিটন দাস। ছবি- ESPN

আউট হবার আগে আঠারো বলে তেরো রান করেন লিটন দাস। ছবি- ESPN

ধর্মশালার হিমাচল প্রদেশ এসোসিয়েশন স্টেডিয়ামে আজ বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ-আফগানিস্তা। টস হেরে আগে ব্যাট করতে নামা আফগানরা বাংলাদেশের বোলারদের সামনে টিকতে পারে নি। মাত্র ১৫৬ রান করতে পেরেছে তারা। ফলে দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানের সহজ্য লক্ষ্যে ব্যাট করতে নামেন লিটন-তামিমরা। কিন্তু চাপহীন এই ম্যাচে শুরুতেই লিটন-তামিমকে হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। 

বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নামেন লিটন দাস ও তানজিদ তামিম। প্রথম চার ওভারে কোনো ক্ষতি ছাড়াই ১৯ রান যোগ করেন দুজন। তবে পঞ্চম ওভারে এসে হয় ছন্দপতন।

ফজল হক ফারুকীর বল পয়েন্টের দিকে ঠেলে দিয়েছিলেন লিটন দাস। রান নেয়ার জন্য তামিম দৌড় দিলেও লিটন সাড়া দেননি। এ অবস্থায় তামিম ক্রিজে ফেরার আগেই ভেঙে যায় স্ট্যাম্প। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হওয়ার আগে ৫ রান করেন তিনি।

সঙ্গীর বিদায়ের পরই ফেরেন লিটন। ফারুকীর করা পরের ওভারে ইনসাইড এজ হয়ে বোল্ড হন এ ওপেনার। ১৮ বলে ১৩ রান করেন তিনি। এখন ব্যাট করছেন নাজমুল হাসান শান্ত ও মেহেদি হাসান মিরাজ। 

শনিবার (৭ অক্টোবর) হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সকাল ১১টায় বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচটি শুরু হয়েছে। ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেছেন আফগান ব্যাটার গুরবাজ এবং ইব্রাহিম জাদ্রান। বেশ গুছালোভাবেই এই দুই ব্যাটার এগিয়ে নিচ্ছিলেন আফগানদের রানের চাকা। তবে, সাকিব দ্বিতীয় ওভারে এসে জাদ্রানকে আউট করে বাংলাদেশকে ব্রেক থ্রো এনে দেন। 

এরপর উইকেটে আসেন রহমত শাহ। কিন্তু উইকেটে থিতু হওয়ার আগেই সাকিবের বলে লিটনকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

তার বিদায়ে উইকেটে আসেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। তবে উইকেটে থিতু হয়েও নিজের ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন তিনি। মিরাজের বলে হৃদয়কে ক্যাচ দেওয়ার আগে ৩৮ বলে ১৮ করেন তিনি। শাহিদীর পরপরই প্যাভিলিয়নের পথ ধরেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। মুস্তাফিজের বলে তামিমের তালুবন্দী হওয়ার আগে ৪৭ করেন এ ডানহাতি ব্যাটার।

উইকেটে থিতু হওয়ার আগে সাজঘরে ফিরে যান নাজিবউল্লাহ জাদরান (৫)। তাকে সাজঘরে ফিরিয়ে ম্যাচে নিজের তৃতীয় উইকেট তুলে নেন সাকিব।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে আফগানরা। তবে চাপ সামলে দলীয় ইনিংস নেয়ার চেষ্টা করেন নবী। কিন্তু উইকেটে থিতু হওয়ার আগেই তামকিনের লেংথ বলে ইনসাইড বোল্ড হন তিনি। এরপর উইকেটে শুধু আসা যাওয়ার মধ্যে ছিলেন আফগান ব্যাটাররা। এ ম্যাচে ছয় ব্যাটার দুই অঙ্কের ঘরই স্পর্শ করতে পারেনি। শেষের দিকে ওমরজাই আশা দেখালেও মাত্র ২২ রানেই শরিফুলের বলে বোল্ড হন।

আজকের ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়