Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৮, ৭ অক্টোবর ২০২৩
আপডেট: ১৮:১৫, ৭ অক্টোবর ২০২৩

মিরাজ-শান্তর ফিফটিতে ৬ উইকেটে জিতল বাংলাদেশ

ধারাবাহিকভাবে রান পাচ্ছেন দারুণ ফর্মে থাকা শান্ত। আজকেও করেছেন অর্ধশতক। ছবি- ESPN

ধারাবাহিকভাবে রান পাচ্ছেন দারুণ ফর্মে থাকা শান্ত। আজকেও করেছেন অর্ধশতক। ছবি- ESPN

ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। টস হেরে আগে ব্যাট করতে নামা আফগানিস্তান বাংলাদেশকে জয়ের জন্য লক্ষ্য দিয়েছিল মাত্র ১৫৭ রান। যদিও এ সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। অবশ্য, পরে মেহেদী মিরাজ এবং নাজমুল হোসেন শান্তর জোড়া ফিফিটির বদৌলতে সহজেই আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এতে করে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার মূল পর্বটা জয় দিয়েই শুরু হলো।

শনিবার (৭ অক্টোবর) ধর্মশালার হিমাচল প্রদেশ এসোসিয়েশন স্টেডিয়ামে আজ টস হেরে আগে ব্যাট করতে নামা আফগানরা তুলেছিলেন ১৫৬ রান। এই রানেই অলআউট হয়ে ফিরে রশিদ খানদের দল। পরে বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নামেন লিটন দাস ও তানজিদ তামিম। প্রথম চার ওভারে কোনো ক্ষতি ছাড়াই ১৯ রান যোগ করেন দুজন। তবে পঞ্চম ওভারে এসে হয় ছন্দপতন।

ফজল হক ফারুকীর বল পয়েন্টের দিকে ঠেলে দিয়েছিলেন লিটন দাস। রান নেয়ার জন্য তামিম দৌড় দিলেও লিটন সাড়া দেননি। এ অবস্থায় তামিম ক্রিজে ফেরার আগেই ভেঙে যায় স্ট্যাম্প। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হওয়ার আগে ৫ রান করেন তিনি।

সঙ্গীর বিদায়ের পরই ফেরেন লিটন। ফারুকীর করা পরের ওভারে ইনসাইড এজ হয়ে বোল্ড হন এ ওপেনার। ১৮ বলে ১৩ রান করেন তিনি। এখন ব্যাট করছেন নাজমুল হাসান শান্ত ও মেহেদি হাসান মিরাজ। মিরাজ নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন ৫৮ বলে। তখনো শান্ত ৪৯ বলে ২৯ রান করে এখনো মাঠে আছেন শান্ত। কিন্তু এর কিছু পরেই আউট হয়ে ফেরেন মিরাজ। 

মিরাজের পর ব্যাট হাতে মাঠে নামেন অধিনায়ক সাকিব আল হাসান। শুরুটা বেশ ভালো করলেও বিশ রানের ঘর পেরোতে পারেন নি এ তারকা। আউট হবার আগে ১৯ বলে ১৪ রান করেন সাকিব। ততোক্ষণে বাংলাদেশ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। মুশফিক যখন ব্যাট হাতে মাঠে নামেন বাংলাদেশের তখন জিততে প্রয়োজন মাত্র ১০ রান। ম্যাচের জয়সূচক শটে বাউন্ডারি হাঁকিয়ে নিজেদের প্রথম জয় নিশ্চিত করেন দারুণ ফর্মে থাকা শান্ত। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়