Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

হেলাল আহমেদ, আই নিউজ

প্রকাশিত: ১২:০০, ৮ অক্টোবর ২০২৩
আপডেট: ১২:২১, ৮ অক্টোবর ২০২৩

ভারত বনাম অস্ট্রেলিয়া খেলা, পরীক্ষাটা কার?

ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলা শুরু হবে দুপুর আড়াইটায়।

ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলা শুরু হবে দুপুর আড়াইটায়।

ওয়ান ডে বিশ্বকাপের পঞ্চম ম্যাচটি ভারত বনাম অস্ট্রেলিয়া। তবে, ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা দর্শকদের কাছে নেহাত খেলা হলেও রোহিত শর্মার দল এবং অজিদের কাছে ম্যাচটি পরীক্ষা হবে কী-না সেটা ভাবছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপের ম্যাচ খেলবে ভারত। ঘরের মাঠের সুবিধাটা ভারত পেলেও সবশেষে ভারত বনাম অস্ট্রেলিয়া খেলা কীভাবে ইতি টানবে সেটাই এখন দেখার বিষয়। 

আজ রোববার (৮ অক্টোবর) দুপুর আড়াইটায় চেন্নাইর এম. এ দিয়ামবারাম স্টেডিয়ামে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া খেলা। এই স্টেডিয়ামে ওয়ান ডেতে সর্বাধিক রান সংগ্রহের রেকর্ড ভারতের সাবেক অধিনায়ক এম এস ধোনির।

এবারের ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়িয়েছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। যেখানে প্রতিটি দলই একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ ৪ দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। 

১৯৯৮ সালের ২২ এপ্রিল ভারত বনাম অস্ট্রেলিয়া খেলা হয়েহিল আমিরাতের শারজাহতে। সেই ম্যাচে শচীন টেন্ডুলকারের ঝকঝকে ইনিংসটি এখনো অনেকের মনে দাগ কেটে আছে। সেই ইনিংসটিকে এখনো কেউ কেউ অভিহিত করেন 'মরুর ঝড়' বলে। ডেমিয়েন ফ্লেমিং, মাইকেল ক্যাসপ্রোভিচ ও স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নকে নিয়ে সাজানো অস্ট্রেলিয়ান ঐ সময়কার বিধ্বংসী বোলিং আক্রমণকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লিটল মাস্টার ১৩১ বলে ১৪৩ রান সংগ্রহ করেছিলেন।

আমিরাতের তীব্র গরমে ম্যাচটি প্রায় আধা ঘন্টা বন্ধ ছিল। যে কারণে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে ভারতের সামনে ২৭৬ রানের পরিবর্তে নতুন টার্গেট দাঁড়ায় ২৩৫। ভারত অবশ্য সেদিন টার্গেটে পৌঁছাতে পারেনি। কিন্তু টুর্নামেন্টের তৃতীয় দল নিউজিল্যান্ডের থেকে ভারতকে রান রেটে এগিয়ে দিয়েছিল টেন্ডুলকারের মাস্টার ক্লাস ইনিংস। দুইদিন পর ফাইনালে অস্ট্রেলিয়াকে পরাজিত করে ভারত শিরোপা জয় করে। ফাইনালেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন টেন্ডুলকার। 

এর প্রায় প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেন্ডুলকারের আরো একটি ক্যামিও ইনিংস দেখেছিল পুরো ক্রিকেট বিশ্ব। হায়দারাবাদে সাত ম্যাচ সিরিজের পঞ্চম ওয়ানডেতে টেন্ডুলকারের ১৭৫ রনের ইনিংসের পরেও অবশ্য ভারত ৩ রানে পরাজিত হয়েছিল। তবে ম্যাচ সেরা বিবেচিত হয়েছিলেন টেন্ডুলকার।

২০১৩ সালে জয়পুরের হাই স্কোরিং ম্যাচটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত ওয়ানডের দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয়টিতে বিরাট কোহলির অনবদ্য সেঞ্চুরিতে ভারত ১-১’এ সমতা ফিরিয়েছিল। কোহলি মাত্র ৫২ বলে অপরাজিত সেঞ্চুরি করে ভারতের জয় নিশ্চিত করেন। এখন পর্যন্ত ভারতীয় ব্যাটারদের  এটাই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। 

অবশ্য এর পরে সিডনিতে ২০১৫ সালেই সেই জয়ের প্রতিশোধ তোলেছিল অস্ট্রেলিয়া। তাছাড়া, সিডনিতে ২০১১ সালে বিশ্বকাপে হারেরও মধুর প্রতিশোধ নিয়েছিল অস্ট্রেলিয়া। ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে মহেন্দ্র সিং ধোনির দল ভারতকে স্টিভ স্মিথের সেঞ্চুরিতে ৯৫ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। 

ওয়ান ডে ইতিহাসে ভারত বনাম অস্ট্রেলিয়া খেলা 
ওয়ান ডে ক্রিকেটে এ পর্যন্ত ভারত বনাম অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে ১৫০ বার। আগের ১৪৯ ম্যাচে একচেটিয়া এগিয়ে অস্ট্রেলিয়া। ৮৩টি ম্যাচ জিতেছে অজিরা। বিপরীতে ভারতের ঝুলিতে আছে ৫৬টি জয়। কিন্তু অজিদের হিসেবে তা অনেক পিছিয়ে। এছাড়া এসব ওয়ান ডে ম্যাচের ১০টির কোনো ফলাফল হয় নি। 

বিশ্বকাপের আসরে খেলা ১২ ম্যাচের ৮টিতেই জিতেছে অস্ট্রেলিয়া। ভারত জিতেছে ৪টি। যে পরিসংখ্যানের দিকেই তাকাবেন সেখানেই এগিয়ে হলুদ জার্সির অস্ট্রেলিয়া। তবে এবছর, খেলাটি হচ্ছে ভারতের নিজেদের ঘরে। তাই ঘুরেফিরে প্রসঙ্গে আসছে স্বাগতিক দেশ হিসেবে ভারতের সুবিধা পাওয়ার বিষয়টি। 

ভারত বনাম অস্ট্রেলিয়া খেলা শুরুর আগে অবশ্য দল নিয়ে একটু বিপাকেই আছে অস্ট্রেলিয়া। দলের গুরুত্বপূর্ণ স্পিনার এডাম জাম্পা মুখে আঘাত পেয়ে দলের হয়ে আজ খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাছাড়া, বিশ্বকাপের আগেই দল থেকে বাদ পড়েছিলেন অন্যতম আরেক অজি বোলার অ্যাশটন অ্যাগার। বিপরীতে ভারত দলে আজ খেলতে দেখা যাবে রবীচন্দ্রন অশ্বীন, রবীন্দ্র জাদেজার মতো কার্যকরী বোলারদের। সুতরাং বলা যায়, আজকের ভারত বনাম অস্ট্রেলিয়া খেলা শুরুর আগেই যেন কিছুটা পিছিয়ে পড়েছে অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত একাদশ:
রোহিত শর্মা, ইশান কিশান, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়া, কে এল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বীন, কুলদ্বীপ যাদভ, জাস্প্রিত বোমরা এবং মোহাম্মদ সিরাজ।  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়