মো. রওশান উজ্জামান রনি
আপডেট: ২১:৩৮, ৮ অক্টোবর ২০২৩
শুরু হয়ে গেলো ভারত অস্ট্রেলিয়া লাইভ ম্যাচ বিশ্বকাপ ২০২৩
ভারত অস্ট্রেলিয়া লাইভ ম্যাচ । ছবি- সংগৃহীত
শুরু হয়ে গেলো ভারত অস্ট্রেলিয়া লাইভ ম্যাচ বিশ্বকাপ ২০২৩ এর তাদের প্রথম অফিসিয়াল ম্যাচ এটি। ম্যাচ শুরুর ঠিক আগের মুহূর্তে সকল ভারতীয় ফ্যানদের গুড নিউজ দিয়ে এবং প্লেইং ইলেভেনের বিশাল বড় সব পরিবর্তন ঘটিয়ে ভারতীয় টিম এই প্রথম ম্যাচটি যেকোনো মূল্যে জিততে মাঠে নামছে এক দুর্ধর্ষ সেরা একাদশ নিয়ে।
আজকের এই আর্টিকেলে আমরা ফটাফট ভাবে দেখে নেবো বিশ্বকাপ ২০২৩ এর প্রথম ভারত অস্ট্রেলিয়া ম্যাচটি ঠিক কখন থেকে কোথায় শুরু হয়ে যাচ্ছে। কিভাবে ফ্রি তে লাইভ দেখতে পাবে। সর্বোপরি ভারতীয় টিমের জন্য কোন সুখবর রয়েছে এবং ভারতীয় দল কোন দুর্ধর্ষ সেরা একাদশ নিয় মাঠে নামছে। তার সব ডিটেলস জানাবো এই আর্টিকেলে।
ভারত অস্ট্রেলিয়া লাইভ ম্যাচ
ম্যাচটি দেখার জন্য এক্সাইটেড সকলে। বহু অপেক্ষার পর ফাইনালি আর মাত্র কয়েক ঘণ্টা বাদে ৮ই অক্টোবর অর্থাৎ আজ ভারতীয় সময় ঠিক দুপুর ২টা থেকে শুরু হয়ে যাচ্ছে চেন্নাইয়ের চিপক ক্রিকেট স্টেডিয়ামে ফাটাফাটি ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ ম্যাচ। ম্যাচটিকে আপনারা ইজিলি টিভিতে স্টার স্পোর্টস এর সমস্ত চ্যানেল স্টার গোল্ড এ TV তে বিবিসি স্পোর্টস এবং মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে দেখতে পাবেন। কিন্তু তার আগে যেখানে অস্ট্রেলিয়া ক্যাপ্টেন প্যাট কামিংস ম্যাচের আগেই ভারতীয় টিমকে হুমকি দিয়ে জানিয়ে দিয়েছে তারা যেকোনো মূল্যে এই প্রথম ম্যাচে ভারতীয় টিমকে হারাতে যাচ্ছে। সেখানে রোহিত শর্মা ও প্রেস কনফারেন্সে এসে সকল ফ্যানকে গুড নিউজ দিয়ে জানিয়ে দিল ভারতের দুর্ধর্ষ সেরা একাদশ।
শেষবার যখন ভারতীয় টিম এই চেন্নাইয়ের বুকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিল সেবার কিন্তু টিম ২১ রানে কোন ODA ম্যাচ হেরে গেছিল অস্ট্রেলিয়ার কাছে। যে ম্যাচে এই অস্ট্রেলিয়ার হয়ে মিডেল স্টারকের পাশাপাশি অ্যাডাম জাম্পাররা মারাত্মক ভাবে বোলিং করে ভারতীয় টিমকে চুরমার করে দিয়েছিল। কিন্তু আজ ভারতীয় টিম সেই সব ভুলগুলোকে শুধরে যে দল নিয়ে মাঠে নামছে সেই প্লেইং ইলেভেনে খেলতে দেখা যাবে আজ ওপেনার রূপে রোহিত শর্মার পাশাপাশি ঈশান কিশানকে। যেহেতু শুভমান গিল অসুস্থ রয়েছে তাই শুভমান গিলের জায়গায় কিন্তু ব্যাকআপ হিসেবে থাকা ঈশান কিশানকে খেলতে দেখা যাবে। তাই আশা করা যায় ঈশান কিশানেও যেভাবে দুর্ধর্ষ ফর্মে আছে তিনিও আজ কিন্তু কামাল করবে চেন্নাইয়ের বুকে। যেখানে এই ম্যাচে মিডিল অর্ডার খেলবে নাম্বার তিনে বিরাট কোহলি, নাম্বার চারে শ্রেয়স আইয়ার,পাঁচে কে এল রাহুল।
আজকের ম্যাচে যেমনটা বললাম অস্ট্রিয়ার হয়ে কিন্তু অন্যান্য বোলারের পাশাপাশি মিসেল স্টার্ক বিধ্বংসী ফাস্ট বলিং করে এবং এডম জাম্পার যেখানে বারে বারে ভারতের এই মিডল অর্ডার ডিপার্টমেন্টকে তার স্পিন দিয়ে জালাতন করেছে এবং আউট করেছে সে কিন্তু আজকে ছেড়ে কথা বলবে না। তাই আজকে ভারতীয় টিমকে কিছু করতে হলে এডাম জাম্পার বিরুদ্ধে মিসেল স্টার্ক এর বিরুদ্ধে বেঁচে থাকতেই হবে। যেখানে আশা করা যায় বিরাট কোহলির যেভাবে এই রেকর্ড রয়েছে সেখানে তিনি আজকের ম্যাচে সব থেকে বেশি রান করবেন। এবং এই ম্যাচে আজকে লোয়ার অর্ডারে খেলতে দেখা যাবে। নাম্বার ছয়ে হার্দিক পান্ডিয়া নাম্বার সাতে রবীন্দ্র জাদেজা এবং নাম্বার আটে রবিচন্দ্রন অশ্বিনকে।
ভারত অস্ট্রেলিয়া লাইভ ম্যাচ সব থেকে বড় সুখবর এই যে শুভমান গিল না খেললে কি হবে আজকে কিন্তু হার্দিক পান্ডিয়া খেলতে চলেছে। এমনটাই জানিয়েছে টীম ম্যানেজমেন্ট। কিন্তু তিনি যেহেতু আঙুলে গুরুতর চোট পেয়েছেন তিনি হয়তো আজকে বোলিং নাও করতে পারেন। আর যদি না করেন তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। কারণ তিনিই একমাত্র বোলার যিনি ওডিই ক্রিকেটে স্টিভ স্মিথকে সবথেকে বেশি বার আউট করেছেন। যেখানে বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার নয়ে কুলদীপ যাদব নাম্বার দশে জস্প্রীত বুমরথ এবং নাম্বার ইলেভেনে মহম্মদ সামি। আজকের ম্যাচে কিন্তু ভারতের হয়ে কামাল করতে চলেছে তিন স্পিন বোলার। অসীম জাদেজা এবং কুলদীপ এই তিন পিন বোলিং দিয়ে ভারতীয় টিম আজকে মাঠে নামছে. অশ্লীলাকে কাবু করতে। সেখানে আশা করা যায় মহম্মদ সামি যেভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব সময় কার্যকরী হয় তিনিও আজ জ্বলে উঠবেন। আপনাদের মতে এই ভারত অস্ট্রেলিয়া লাইভ ম্যাচ কে জিতবে কমেন্টে জানিয়ে দিন।
আই নিউজ/আর
আরও পড়ুন
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা