Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

মো. রওশান উজ্জামান রনি

প্রকাশিত: ১২:২৯, ১০ অক্টোবর ২০২৩
আপডেট: ২০:১৩, ১০ অক্টোবর ২০২৩

ইংল্যান্ড বনাম বাংলাদেশ লাইভ ম্যাচ

ইংল্যান্ড বনাম বাংলাদেশ লাইভ ম্যাচ | ছবি- সংগৃহীত

ইংল্যান্ড বনাম বাংলাদেশ লাইভ ম্যাচ | ছবি- সংগৃহীত

ইংল্যান্ড বনাম বাংলাদেশ লাইভ ম্যাচ আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে সাকিব আল হাসানের দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ।ইংল্যান্ডের বিপক্ষে জিততে হলে বাংলাদেশের ব্যাটারদের রান করার বিকল্প নেই।

বাটলারদের হারাতে বাংলাদেশের টপ অর্ডার বিশেষ করে ওপেনারদের জ্বলে উঠতে বলছেন ওয়াসিম। ওয়াসিম বলেন, তাদের টপ অর্ডারকে জ্বলে উঠতে হবে, বিশেষ করে ওপেনারদের। সবমিলিয়ে তরুণ ও অভিজ্ঞদের মিলে তারা ভালো দল।

BAN VS ENG LIVE SCORE
ইংল্যান্ড- ৩৬৪ (৫০ ওভার)= Win
বাংলাদেশ- ২২৭/৯  (৪৮.২ ওভার)


ইংল্যান্ড বনাম বাংলাদেশ লাইভ ম্যাচ খেলা চলছে তবে অতীত পরিসংখ্যানে ইংল্যান্ড বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও বিশ্বকাপে দুই দলই সমানে সমান। ২০০৭ থেকে ২০১৯ পর্যন্ত বিশ্বকাপে চার ম্যাচের মুখোমুখি লড়াইয়ে দুটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। ২০১১ বিশ্বকাপে সালে মাহমুদউল্লাহ-শরিফুলের দৃঢ়তায় ২ উইকেটে ম্যাচ জেতে বাংলাদেশ। অন্যদিকে ২০১৫ সালে রুবেল হোসেন দারুণ বোলিংয়ে বাংলাদেশের বিপক্ষে ১৫ রানে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় ইংলিশরা। ২০১৯ বিশ্বকাপের মুখোমুখিতে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। চার বছর পর আরও একবার ইংল্যান্ডকে হারিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। স্বাভাবিকভাবেই কিউইদের বিপক্ষে হেরে যাওয়া ইংল্যান্ড এই ম্যাচে কিছুটা হলেও চাপ নিয়ে মাঠে হচ্ছে। প্রথম ম্যাচে হেরে যাওয়া ইংলিশরা জয়ে ফিরতে মরিয়াই হয়ে মাঠে নামবে। আর নির্ভার হয়ে আরও একটি জয় তুলে নিয়ে চেন্নাই যেতে পারলে বাংলাদেশের জন্য এটি হবে দারুণ এক অর্জন।

১৮তম ওভারে সাকিব আল হাসান ভেঙে দিলেন ১১৫ রানের উদ্বোধনী জুটি। জনি বেয়ারস্টো ফ্লিক করতে গিয়ে বল ইনসাইড এজ হয়ে লেগস্টাম্পে আঘাত করে। ৪৯ বলে ৮ চারে ৫২ রানে বিদায় নেন ইংলিশ ব্যাটার। 

ইংল্যান্ড বনাম বাংলাদেশ লাইভ ম্যাচ ব্যাট হাতে করছে বাংলাদেশ
একের পর এক উইকেট হারাচ্ছে বাংলাদেশ। ২৬ রানে ৩ উইকেট মাঠে নেমেই ফিরতে হল নাজমুল হাসান শান্ত,তানজিদ হাসান ও সাকিব আল হাসানদের। মাত্র ৮ রান নিয়ে মাঠ ছারতে হল মেহেদি হাসান মিরাজকে। ৭৬ রান নিয়ে ফিরলেন লিটন দাস।

ইংল্যান্ড বনাম বাংলাদেশ লাইভ ম্যাচ দুই দলের সেরা একাদশ
বাংলাদেশের একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ :  জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জো রুট, ডেভিড মালান, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ক্রিস ওকস, স্যাম কারান, মার্ক উড ও রিস টপলি।

আরও পড়ুন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়