Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১২:০০, ১৪ অক্টোবর ২০২৩
আপডেট: ১৭:৫৮, ১৪ অক্টোবর ২০২৩

বিশ্বকাপ ভারত বনাম পাকিস্তান লাইভ 

ইতিহাসের সবচেয়ে উত্তেজনাময় ম্যাচ হচ্ছে ভারত বনাম পাকিস্তান লাইভ খেলা। অন্যান্য দিন যত পরিমান মানুষ খেলা দেখে এই দিনে খেলা দেখে প্রায় দ্বিগুণেরও বেশি। মাত্র এই দর্শক ভারত অথবা পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নাই।

বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের দর্শকরা এ সময় খেলা উপভোগ করে থাকে। এই দুইটি দেশের খেলা মানেই অন্যরকম একটি আবেগ কাজ করে। বাংলাদেশে দুই ভাগ হয়ে যায় একপক্ষ হচ্ছে পাকিস্তানের আরেক পক্ষ হয়ে যায় ভারতের। ঐ সকল দেশগুলোতে দুই পক্ষ নিয়ে বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা থেকে সিরিয়াস পর্যন্ত সকল কিছুই ঘটনা ঘটে যায়। আমাদের দেশের ক্রিকেট প্রেমিকদের মধ্যেও দেখা যায় সেরকম। এটি শুধুমাত্র খেলা এবং খেলা হিসাবে এটি নেওয়াটাই উত্তম।

Pakistan : 191/ (42.5)

খেলার জন্য কারো কোন ক্ষতি হোক এমনটা কেউ আশা করে না কখনো। দেখা যায় যারা পক্ষে-বিপক্ষে খেলতেছেন খেলা শেষে তারা নিজেরাই বন্ধু। সাময়িক সময়ের জন্য প্রতিদ্বন্দিতা করে থাকে একে অপরের বিপক্ষে। এখন আমরা মূল প্রসঙ্গে আসি এ দুটি দেশের খেলা নিয়ে।

ভারত বনাম পাকিস্তান লাইভ 

এই খেলাটি দেখবে না এমন ক্রিকেট প্রেমিক পাওয়া খুব কষ্টের। বাংলাদেশ সহ সবাই এই খেলা দেখার জন্য অপেক্ষা করে বহু আগে থেকে। এখানে শুধুমাত্র হাড্ডাহাড্ডি লড়াই হয় তাহলে আপনার ধারণা ভুল। এখানে প্রচুর উত্তেজনাময় একটি পক্ষ বিপক্ষ নিয়ে খেলা হয়। আজকে আমরা এই প্রসঙ্গ নিয়েই আলোচনা করব কিভাবে আপনারা আজকের খেলাটি যেকোনো ভাবে দেখতে পারবেন। চলুন তাহলে নিচে থেকে দেখে নেই কিভাবে সরাসরি আপনারা এই খেলাটি দেখতে পারবেন টিভি চ্যানেলের মাধ্যম ছাড়াই। শুধুমাত্র আপনার হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হবে ‌

ক্রিকেট বিশ্বকাপ খেলা দেখার নিয়ম 

আপনারা যদি আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ লাইভ দেখতে চান তাহলে টিভি চ্যানেলের মাধ্যমে বেশ কয়েকটি বাংলাদেশী এবং ইন্ডিয়ান অ্যাপের মাধ্যমে খেলা দেখতে পারবেন। বাংলাদেশী ও ইন্ডিয়ান অ্যাপ কোন গুলোর মাধ্যমে একদম ফ্রিতে খেলা দেখতে পারবেন সেগুলোর নাম নিচে দেওয়া হল। মাই জিপিতে খেলা দেখার জন্য একটি গ্রামীন নাম্বার দিয়ে একাউন্ট ভেরিফাই করে নিতে হবে। তাই আপনি সরাসরি লাইভ খেলা দেখতে পারবেন।

  • টি স্পোর্টস
  • হটস্টার
  • টফি অ্যাপ
  • জিপি অ্যাপ

আপনারা বিভিন্ন ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ খেলা দেখতে পারবেন। তবে যতটা সম্ভব এই সকল অ্যাপের মাধ্যমে খেলা দেখার চেষ্টা করবেন তাহলে দীর্ঘ সময় পর্যন্ত লাইভ উপভোগ করতে পারবেন

ভারতের খেলোয়াড়দের তালিকা

এই দুটি দেশের অর্থাৎ ভারত বনাম পাকিস্তান লাইভ খেলা দেখার পাশাপাশি আরো অন্যান্য কিছু জানতে হবে। তাই আজকে এখন আমরা ভারতের খেলোয়াড়দের সম্পর্কে জানব। কারণ গত ম্যাচে রোহিত শর্মা ১৪০ এর উপর রান জয় করে নিয়ে এসেছে।

  • রোহিত শর্মা (অধিনায়ক),
  • মোহাম্মদ সিরাজ,
  • হার্দিক পান্ডিয়া
  • অক্ষর প্যাটেল,
  • মোহাম্মদ শামি,
  • শার্দুল ঠাকুর,
  • শুবমান গিল,
  • বিরাট কোহলি,
  • শ্রেয়াস আইয়ার,
  • রবীন্দ্র জাদেজা,
  • কুলদীপ যাদব,
  • জাসপ্রিত বুমরাহ
  • লোকেশ রাহুল,
  • ইশান কিশান,
  • সূর্যকুমার যাদব,

ভারত পাকিস্তান খেলার সমীকরণ

আজকে অনুষ্ঠিত হওয়া ভারত বনাম পাকিস্তান খেলাতে যে সমীকরণ দেখা যাচ্ছে সেখানে ভারত জয়ের সম্ভাবনা রয়েছে। কারণ বিগত ম্যাচগুলোতে ব্যাপক রানের ব্যবধানে জয় লাভ করে বেশি সংখ্যক ভারত। এখানে জয়ার সম্ভাবনা রয়েছে ভারতের বেশি।

পাকিস্তানি খেলোয়াড়দের তালিকা

ভারতে যেমন সুদক্ষ খেলার হয়েছে ঠিক তেমনভাবে পাকিস্তানি রয়েছে বাবর আজমের মতো খেলোয়াররা। আজকের ম্যাচে কে কে খেলতে নামবে আজকের ম্যাচে।

  • বাবর আজম (অধিনায়ক),
  • মোহাম্মদ নওয়াজ,
  • আগা সালমান,
  • শাহিন শাহ আফ্রিদি,
  • হারিস রউফ,
  • মোহাম্মদ ওয়াসিম জুনিয়র,
  • আবদুল্লাহ শফিক,
  • মোহাম্মদ রিজওয়ান,
  • সৌদ শাকিল,
  • ইফতিখার আহমেদ,
  • হাসান আলী
  • ফখর জামান,
  • ইমাম উল হক,
  • শাদাব খান,
  • উসামা মীর,

আমাদের এই আর্টিকেল এর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভারত বনাম পাকিস্তান লাইভ ম্যাচ সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। অন্যান্য সকল খেলার খবর এবং খেলার লাইভ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।

নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ লাইভ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়