Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৬, ১৯ অক্টোবর ২০২৩

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ

ভারত বাংলাদেশ সরাসরি খেলা দেখতে স্টেডিয়ামে হাজির এক টাইগার সমর্থক। ছবি- ক্রিক ইনফো

ভারত বাংলাদেশ সরাসরি খেলা দেখতে স্টেডিয়ামে হাজির এক টাইগার সমর্থক। ছবি- ক্রিক ইনফো

ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেটে আজ ১৭তম ম্যাচে আজ চলছে বাংলাদেশ বনাম ভারত খেলা। ম্যাচের শুরুতেই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে। এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তবে আজকে খেলার আগেভাগেই একটা খারাপ সংবাদ পেয়েছে বাংলাদেশ দল। দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইঞ্জুরির কারণে আজ দল থেকে বাদ পড়েছেন। ফলে আজকের ম্যাচে অধিনায়কত্বের ভার পড়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাঁধে। 

অপরদিকে, নিজেদের প্রথম তিন ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর আফগানিস্তানকে ৮ উইকেটে এবং চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেটে হারায় টিম ইন্ডিয়া।

কাগজে-কলমে এবং সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ফেভারিট ভারতই। কিন্তু সাম্প্রতিক সময়ে উপমহাদেশীয় প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলার কারণে আত্মবিশ্বাসী থাকবে বাংলাদেশ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়