Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:৪০, ১৯ অক্টোবর ২০২৩

ভারতকে ২৫৭ রান লক্ষ্য দিল বাংলাদেশ

শেষদিকে দলকে এগিয়ে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি- ক্রিক ইনফো

শেষদিকে দলকে এগিয়ে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি- ক্রিক ইনফো

ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপের ১৭তম ম্যাচে আজ মুখোমুখি ভারত বনাম বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান সংগ্রহ করেছে টাইগাররা। ফলে পুনের মাঠে বাংলাদেশকে হারাতে ভারতের প্রয়োজন ৫০ ওভারে ২৫৭ রান।

এর আজ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। শুরুর দিকে ভারতীয়দের বল সামলাতে বেশ বেগ পেতে হয়েছে দুই ওপেনারকে।

তবে পঞ্চম ওভারের পর থেকে ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন তামিম ও লিটন। প্রথম পাওয়ার প্লে-তে আসে ৬৩ রান। ইনিংসের ১৪তম ওভারে এসে ৪১ বলে ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের দেখা পান তামিম। তবে ফিফটির পরই আউট হন এ ব্যাটার।

নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ কেউই আজ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। শান্ত ৮ ও মিরাজ ৩ রান করেন। একপ্রান্ত আগলে রেখে ফিফটি পূরণ করেন লিটন। বিশ্বকাপ ক্যারিয়ারে দ্বিতীয় অর্ধশতকে পৌঁছাতে তিনি খেলেন ৬২ বল।

মুশফিকুর রহিম ভালো কিছুর সম্ভাবনা জাগালেও ৩৮ রানের বেশি করতে পারেননি। নাসুম আহমেদ করেন ১৪ রান। শেষদিকে দলকে এগিয়ে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার ৪৬ রানের বদৌলতে লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ।

ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব একটি করে উইকেট নেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়