হেলাল আহমেদ, আই নিউজ
বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা খেলার সমীকরণ
বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ২০১৯ সালের বিশ্বকাপ ম্যাচের একটি ছবি
ওয়ানডে বিশ্বকাপে আজ ২৩তম ম্যাচে হবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি শুরুর আগে চলুন জেনে নেয়া যাক বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা খেলার সমীকরণ।
আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের পর টানা হারের মুখ দেখছে বাংলাদেশ। সর্বশেষ ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের স্মৃতি এখনো ভাসছে টাইগারদের মনে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ বাংলাদেশ কিছুটা চাপে থেকেই খেলতে নামবে।
ওয়ানডে সংস্করণের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ থেকে অনেকগুণ এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত ২৪টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুদল। প্রোটিয়াদের ১৮ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ৬টি ম্যাচ। চলতি বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার মাটিতেই তাদেরককে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।
তাছাড়া, ২০০৭ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানোর ইতিহাস রয়েছে টাইগারদের। এবারের বিশ্বকাপেও পুনরাবৃত্তির ঘটাতে চাইবে সাকিবরা।
বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা খেলার সমীকরণ
ম্যাচ জয়ের সম্ভাবনা প্রসঙ্গে সাকিব বলেন, ‘কালকের ম্যাচে যদি সবাই মিলে ভালো বোলিং-ব্যাটিং করতে পারি তাহলে আমাদের জেতার সম্ভাবনা আছে। ওয়ানডেতে যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি তাহলে আমরা জয়ের স্বপ্ন দেখতেই পারি।’
বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট খেলা-র আগ পর্যন্ত নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের চোটে পড়া সংশয় কাটে নি। ফলে, এখনো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ম্যাচে সাকিব আল হাসানকে পাওয়া যাবে কী-না তা এখনো নিশ্চিত হওয়া যায় নি। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সময় উরুতে চোট পান সাকিব। এর পর ভারতের বিপক্ষের গুরুত্বপূর্ণ ম্যাচেও খেলতে নামেন সাকিব আল হাসান।
অধিনায়ক সাকিব আল হাসান একাদশে ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে ইনজুরি থেকে সেরে না ওঠায় খেলবেন না পেসার তাসকিন আহমেদ।
সেক্ষেত্রে ওপেনিংয়ে লিটন-তামিমই যে এই ম্যাচে ওপেন করবেন তা বলাই যায়। ৩ নম্বরে খেলবেন নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডার থেকে জায়গা হারাতে পারেন মেহেদী হাসান মিরাজ। সেক্ষেত্রে চার নম্বর ব্যাটার হিসেবে সাকিব আল হাসানকে দেখা যাবে একাদশে। পাশাপাশি ৫ নম্বর থেকে নিচে নামিয়ে দেওয়া হতে পারে হৃদয়কে।
বাংলাদেশ আজকের সম্ভাব্য একাদশ
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তানজিম সাকিব/শেখ মাহেদী, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা খেলার সমীকরণ যদিও আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশকে অনেক এগিয়ে রাখছে। তবু যেহেতু টাইগারদের জন্যও আজ বাঁচামরার ম্যাচ তাই হতে পারে গণেশের চাল উল্টে অঘটন কিছুও ঘটতে পারে। যা হবে বাংলাদেশের জন্য আনন্দের কিছু।
আই নিউজ/এইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা