Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

মো. রওশান উজ্জামান রনি

প্রকাশিত: ১৩:২৫, ২৪ অক্টোবর ২০২৩
আপডেট: ১৫:৫৫, ২৪ অক্টোবর ২০২৩

আজকে বাংলাদেশের ক্রিকেট লাইভ খেলা

Bangladesh vs South Africa Live Stream | ছবি- সংগৃহীত

Bangladesh vs South Africa Live Stream | ছবি- সংগৃহীত

আজকে বাংলাদেশের ক্রিকেট লাইভ খেলা বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংকের স্টেডিয়ামে। গেল ম্যাচে প্রোটিয়ারা এই মাঠে ইংলিশদের নাস্তানাবুদ করেছে। টাইগাররা কি পারবে মুম্বাইয়ের তীব্র গরম উপেক্ষা করে প্রটিয়াদের হারাতে।

সরাসরি বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ স্ট্রিম খেলা দেখতে চাচ্ছেন কিন্তু সঠিক ওয়েবসাইট দেখতে পারতেছেন না। তাহলে আজকের আর্টিকেলটি আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা সরাসরি মোবাইলে দেখতে পারবেন। আমাদের এই আর্টিকেল থেকে অ্যাপটি ডাউনলোড করেনিন।

আজকে বাংলাদেশের ক্রিকেট লাইভ খেলা দেখার আগে দুই দলের প্রস্তুতি অডিআই অস্থান কি হতে পারে জেনে নেই। শেষ তিন ম্যাচ দেখার সমীকরণ বলছে বাংলাদেশ কিন্তু ধীরে এগিয়েছে। বাংলাদেশ বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে ছোট প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে বাঘের মতোই জিতেছে টাইগাররা। কিন্তু পরের টিম ম্যাচে বাঘ গর্জন ভুলে যেন বিলাই হয়ে হেরেছে। ইংরেজদের বিপক্ষে ২২৭, নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৫ ও ভারতের বিপক্ষে মোটের উপর ২৫৬ রান তুলতে পেরেছে সাকিব বাহিনী। টাইগারদের এই বাজে পারফরম্যান্সের জন্য তিন সিলেকশান কোচের ভূমিকা নিয়ে ভক্তদের মধ্যে সমালোচনা চলছে। চলতেই পারে তবে স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না। কেননা সেমিফাইনালের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। 

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ স্কোর 

এদিকে দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত বিশ্বকাপে চার ম্যাচ খেলেছে। এর মধ্যে তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের সাথে ২০৭ রানের ইনিংস বাদ দিলে বাকি তিন ম্যাচেই দক্ষিণ আফ্রিকা ৩০০র বেশি রান করেছে। শ্রীলংকার বিপক্ষে ৪২৮ ও ইংরেজদের বিপক্ষে ৩৯৯ রানের বিশাল ইনিংস প্রমান করে দল হিসেবে তাঁরা কতটা শক্তিশালী। যদিও দক্ষিণ আফ্রিকার এই ধরনের সাফল্য সাধারণত সেমিফাইনাল পর্যন্ত থাকে। আসন্ন ম্যাচে অনেক ক্রিকেট ভক্ত বিশ্লেষকরা বাংলাদেশকে এগিয়ে রাখতেই পারেন। কেননা গেল বছর এই বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকা খেলোয়ারদের নাস্তানাবুদ করেছিল। তিন ম্যাচের ODI সিরিজে দুটিতেই জিতেছিল টিম টাইগার। শেষ ম্যাচে তো দক্ষিণ আফ্রিকাকে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। সে ম্যাচে ব্যাট হাতে একাই ৮৭রান করেছিল তামিম ইকবাল। তার অবদান কি ভোলা যাবে? আসন্ন দক্ষিণ আফ্রিকা ম্যাচে নিশ্চয়ই আমরা তামিম ইকবালকে মিস কররো। এবারের বিশ্বকাপের কর্মক্ষমতা বিবেচনায় সাকিবরা দক্ষিণ আফ্রিকা সাথে জিততেই হবে। প্রথমে বাংলাদেশের ব্যাটাররা ধারাবাহিক রান করতে পারছে না। টিমের ব্যাটিং অর্ডার নিয়েও প্রশ্ন রয়েছে অনেক। বোলাররাও তেমন সুবিধা করতে পারেনি। বিশ্বকাপে যাওয়ার আগে পেশারদের উপরই সবচেয়ে বেশি আস্থা রেখেছিল দল। বাংলাদেশের জন্য আর এক আতঙ্ক মুম্বাইয়ের গরম। ওয়াংকের স্টেডিয়ামে প্রোটিয়াদের পাশাপাশি এই গরম মোকাবিলা করতে হবে সাকিবদের। গরমে ক্লান্তির পাশাপাশি খেলোয়াড়দের ইনজুরির প্রবণতা বেড়ে যাবে অনেকখানি। ভারতের বিপক্ষে ইনজুরির কারণে খেলেনি সাকিব আল হাসান। শান্তর ব্যাটেও রান আসছে না। লিটন ধারাবাহিক না। যা ভালো খেলছে ওই পুরোনো মুশফিক, মাহমুদুল্লাহ। কিন্তু এই দুজনকে মিডিল ও লোয়ার অর্ডারে খেলানোর কারণে দলে বড় কোন ভূমিকা রাখতে পারছেন না তাঁরা। তাই প্রটিয়াদের বিপক্ষে সফলতা পেতে মুশফিক মাহমুদ উল্লাহকে উপরের দিকে খেলানো যেতেই পারে। 

আজকে বাংলাদেশের ক্রিকেট লাইভ খেলা কিভাবে দেখবেন তা জেনে নিন।

কিভাবে আপনার মোবাইলে ওয়ার্ল্ড কাপ লাইভ ম্যাচ দেখতে পারবেন। শুধু ওয়ার্ল্ড কাপ নয় পৃথিবীর যেকোনো ক্রিকেট ম্যাচ লাইভ এই ছোট্ট একটা এপ্লিকেশনের মাধ্যমে দেখতে পারবেন। তবে এটা কিন্তু প্লে স্টোরও পাবেন না। কিন্তু প্লে স্টোরে গিয়ে কিছু কাজ করতে হবে। যে কাজটা আপনাদেরকে না করলে সেই অ্যাপসটা ব্যবহার করতে পারবেন না। প্লে স্টোরে ঢুকার পর উপরে থ্রি ডট আইকনে ক্লিক করুন। এবার এখান থেকে play protect এই অপশনটিতে ক্লিক করুন। এবার এই পেজটি থেকে সেটিংসে ক্লিক করুন। এবার প্লে প্রোটেক সেটিংস এই পেজটিতে যে দুইটি অপশন চালু করা রয়েছে দুটিই বন্ধ করে দিন। এবার নিচে দেওয়া নিয়ম মেনে অ্যাপটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করা শেষ হইলে ইনস্টল করুন।

ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পরে সার্চ ওয়ারে লিখতে হবে sportzfy । এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে সবার উপরে একটা অ্যাপস চলে আসবে। এই অ্যাপ টা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপ এর মাধ্যমে আপনারা সম্পূর্ণ লাইভ খেলাটি দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রি তে কোন সমস্যা হবে না। আপনাদের ইন্টারনেট দুর্বল থাকলেও কিন্তু এই অ্যাপস এর মাধ্যমে খেলা উপভোগ করতে পারবেন।

App Name             Sportzfy TV

Size                        13.86 MB

File Name           Sportzfy_v4.2.apk

Version                v4.2

Android              5 or higher

Category            Sports

Developer         SPORTZFY

License              Free

আই নিউজ/আর

আরও পড়ুন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়