Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:৩৬, ২৫ অক্টোবর ২০২৩

শেখ কামাল অনুর্ধ্ব ১৮ জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৩

সুনামগঞ্জকে ৪০ রানে অল আউট করে বড় জয় পেল মৌলভীবাজার

সুনামগঞ্জকে ৪০ রানে অল আউট করে বড় জয় পেল মৌলভীবাজার। ছবি- আই নিউজ

সুনামগঞ্জকে ৪০ রানে অল আউট করে বড় জয় পেল মৌলভীবাজার। ছবি- আই নিউজ

শেখ কামাল জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৩ এর ৩য় ম্যাচে সুনামগঞ্জ অনুর্ধ্ব-১৮ জেলা ক্রিকেট দলের বিপক্ষে বড় ব্যবধানের জয় পেয়েছে মৌলভীবাজার অনুর্ধ্ব-১৮ জেলা ক্রিকেট দল। টস জিতে বল করার সিদ্ধান্ত নেয়া মৌলভীবাজার প্রতিপক্ষকে তুলতে দিয়েছে মাত্র ৪০ রান। ৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটের বড় জয় পায় অধিনায়ক মাহীর নেতৃত্বাধীন মৌলজীবাজার অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল।

এর আগে মঙ্গলবার খেলায় টস জিতে সুনামগঞ্জে ব্যাট করতে আমন্ত্রণ জানান মৌলভীবাজার দলের অধিনায়ক মাহী। বল করতে নেমে সকালের উইকেটের ফাঁয়দা নিতে ভুল করেননি মৌলভীবাজার দলে পেস বোলাররা ফাহাদ ও রুমেলের সামনে কেউই দাঁড়াতে পারেননি একের পর এক উইকেট নিতে থাকেন এই দুই তরুন পেসার।

তাদের সাথে লেগ স্পিনার সোহান যোগ দিলে ২০ ওভারে মাত্র ৪০ রানে অল আউট হয়ে যায় সুনামগঞ্জ অনুর্ধ্ব ১৮ জেলা ক্রিকেট দল।সর্বোচ্চ রান অতিরিক্ত থেকে ৯।

রুমেল ৯ ওভার ২ মেডেন ২২ রানে ৫ টি,ফাহাদ ৮ অভার ২ মেডেন ১৭ রানে ৩ টি ও সোহান ২ ওভারে কোন রান না দিয়েই ২ টি উইকেট লাভ করেন।

৪১ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে  ১০.৫ ওভারে নাহিনের উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মৌলভীবাজার।
রিদয় অপরাজিত ১৫,মাহী অপরাজিত ৮ ও নাহিন করেন ১২ রান।

১ম ম্যাচে মাহীর অপরাজিত ৮০ ও অভিজিতের ৪৩ রানে হবিগঞ্জকে ৬ উইকেটে হারিয়ে টূর্ণামেন্ট শুরু করে মৌলভীবাজার।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়