Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১১:৩৬, ২৫ অক্টোবর ২০২৩
আপডেট: ২০:৪৯, ২৫ অক্টোবর ২০২৩

অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ড লাইভ স্কোর

অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ড লাইভ স্কোর দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং উপভোগ করুন আজকের এই জমজমাট ক্রিকেট বিশ্বকাপের খেলা। কারণ নেদারল্যান্ড বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা মানে টানটান উত্তেজনা এবং চরম প্রতিযোগিতাময় একটি খেলা।

অস্ট্রেলিয়া ক্রিকেট স্কোয়াড ২০২৩

Ned 87/8 (20)

Aus 290/6 (42)

ক্রিকেট খেলোয়ারদের তালিকা দেখলে দেখতে পারবেন তাদের দলে রয়েছে শক্তিশালী সকল খেলোয়াড়রা। আর তারা বিগত ম্যাচগুলোতে জয় ছিনিয়ে এনেছে এবং বেশ কয়েকটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। এখন আমরা তাদের খেলোয়ারদের তালিকা দেখে নেই।

  • প্যাট কামিন্স (অধিনায়ক),
  • অ্যাডাম জ্যাম্পা,
  • মার্কাস স্টয়নিস,
  • ট্রাভিস হেড,
  • স্টিভেন স্মিথ,
  • ডেভিড ওয়ার্নার,,
  • মিচেল স্টার্ক
  • শন অ্যাবট
  • অ্যাশটন অ্যাগার,
  • অ্যালেক্স ক্যারি,
  • জন ইংলিস,
  • গ্লেন ম্যাক্সওয়েল
  • জশ হ্যাজেলউড,
  • ক্যামেরন গ্রিন,
  • মিচেল মার্শ,

অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ড লাইভ স্কোর

যে যেখানেই থাকুন না কেন আজকের এই খেলাটি মিস করতে চান না যারা তারা আমাদের আর্টিকেলের সঙ্গে থাকুন। এখানে আপনাদের জন্য দেওয়া হচ্ছে প্রতিমুহূর্তে স্কোরের আপডেট। প্রতিমুহূর্তে আপনারা এই খেলার আপডেট পাবেন স্কোর পাবেন কিন্তু লাইভ ভিডিও আকারে দেখতে পারবেন না। যদি সরাসরি এই খেলা লাইভ ভিডিও করে দেখতে চান তাহলে টি স্পোর্টস অথবা টফি অ্যপের মাধ্যমে লাইভ খেলা দেখতে পারেন। সেখানে সরাসরি লাইভ খেলা সম্প্রচার করা হয় ভিডিও আকারে। এছাড়াও আরো বিভিন্ন পদ্ধতিতে কিভাবে খেলা দেখবেন এ বিষয়ে আপনাদের খুব শীঘ্রই জানাবো অন্য একটি আর্টিকেলের মাধ্যমে।

নেদারল্যান্ড বনাম অস্ট্রেলিয়া লাইভ ম্যাচ

আপনারা যদি সরাসরি এই খেলা দেখতে চান তাহলে অবশ্যই টিভি চ্যানেলের মাধ্যমে খেলাটি উপভোগ করবেন। আর যারা সরাসরি টিভি চ্যানেলে খেলা দেখতে পারবেন না তারা উপরে নিয়ম দেখে অবশ্যই আজকের এই খেলাটি লাইভ দেখে নেবেন। কারণ অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ড লাইভ খেলা মানে অন্যরকম একটি উত্তেজনা বিরাজমান। শুধু তাই নয় আজকের এই খেলার মাধ্যমে আপনারা উপভোগ করতে পারবেন পরবর্তী ধাপে কার যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের পরিসংখ্যান অনুসারে আজকের জেতার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি অস্ট্রেলিয়া। অন্যদিকে নেদারল্যান্ড এবারের বিশ্বকাপে যে ধরনের পারফরম্যান্স দেখাচ্ছে সেখানে অস্ট্রেলিয়া হেরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

Australia Vs Netherlands Live Score

তবে আজকের এই খেলাতে কে কাকে হারিয়ে ফেলে অথবা কে জিতে যায় সে বিষয়টি দেখতে পারবেন খেলা শেষ পর্যন্ত উপভোগ করতে পারলে। এই খেলাটির শেষ পর্যন্ত উপভোগ করতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং লাইভ খেলার উপভোগ করবেন আমাদের এখান থেকে। সকল আপডেট খেলার খবর জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।

নেদারল্যান্ড ক্রিকেট স্কোয়াড 2023

আজকের অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ড লাইভ খেলাতে নেদারল্যান্ডের পক্ষ থেকে থাকবে দুর্দান্ত সকল ক্রিকেটাররা। এর মধ্যে হারিয়েছে শক্তিশালী দল ইংল্যান্ডকে। এখন আমরা দেখি তাদের খেলোয়ারদের তালিকা।

  • ওয়েসলি বারারসি, 
  • সাকিব জুলফিকার, 
  • তেজা নিদামানারু, 
  • স্কট এডওয়ার্ড (অধিনায়ক), 
  • ম্যাক্স ও'ডাউড, 
  • বাস ডি লিড, 
  • বিক্রম সিং, 
  • রায়ান ক্লেইন, 
  • পল ভ্যান মিক্রিন, 
  • কলিন আকারম্যান, 
  • শাহরিজ আহমেদ, 
  • রোল্ফ ফন ডার মারউই, 
  • লোগান ফন ভিক, 
  • আরিয়ান দত্ত, 
  • সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেট।

এই আর্টিকেলের মাধ্যমে আপনারা দেখলেন অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ড লাইভ খেলা। এরকম আরো অন্যান্য দেশের লাইভ খেলা দেখার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট বুকমার্ক করে রাখবেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়