Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১১:১৮, ২৬ অক্টোবর ২০২৩
আপডেট: ২০:০৪, ২৬ অক্টোবর ২০২৩

ইংল্যান্ড বনাম শ্রীলংকা লাইভ স্কোর ‌

আপনি কি দেখতে চাচ্ছেন ইংল্যান্ড বনাম শ্রীলংকা লাইভ স্কোর সরাসরি? কিন্তু আপনি সঠিক নিয়মে খেলা দেখার উপায় খুজে পাচ্ছেন না তো খেলা দেখতে পারছেন না। তাহলে আপনি এখান থেকে শ্রীলংকা বনাম ইংল্যান্ড লাইভ খেলাটি সরাসরি দেখে নিন।

২:৩০ মিনিট হতে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের ২৫ তম ম্যাচ। আর এই ম্যাচে অংশগ্রহণ করছে শক্তিশালী দুটি দল। কি হচ্ছে শ্রীলংকা আর অন্যটি হচ্ছে ইংল্যান্ড। এই দুই দেশের খেলোয়াড়দের পারফরম্যান্স দেখব এবং দেখব তারা কতটা এগিয়ে যেতে পারে এবারের ম্যাচে। এবারের সমীকরণ বলছে উল্টোটা। যতগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং জয়লাভ করেছে তার বেশিরভাগই সমীকরণের বিপরীত দিকে যাচ্ছে। আজকের খেলার সমীকরণ কি হতে পারে সে বিষয়টি আমরা দেখেনি।

England 156/ (33.2)

Sri 160/2 (25.4) Win

ইংল্যান্ড শ্রীলংকা ক্রিকেট পরিসংখ্যান

এ পর্যন্ত যতগুলো ম্যাচ ইংল্যান্ড বনাম শ্রীলংকা লাইভ খেলেছে প্রায় সবগুলোতে জয় লাভ ইংল্যান্ড। আর এই সমীকরণ অনুসারে অনেকে বলছে আজকে ইংল্যান্ড জয়ের সম্ভাবনা রয়েছে অনেক বেশি। ইংল্যান্ড তুলনামূলকভাবে শ্রীলংকার চাইতে শক্তিশালী দল কিন্তু এবার শ্রীলংকার দলগুলো আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে। বিগত ম্যাচের পারফরম্যান্স দেখে আপনারা বুঝতে পারছেন হয়তো।

ইংল্যান্ড বনাম শ্রীলংকা লাইভ স্কোর ‌| Eng Vs Sri Live Score

যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সেটি হচ্ছে ইংল্যান্ড এবং শ্রীলংকার মধ্যেকার একটি। এই দেশের খেলার দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে বিশেষ করে ক্রিকেটের দিক থেকে। তবে বর্তমান সময়ে টপ ক্রিকেট শক্তিশালী দলগুলোর তালিকায় শীর্ষস্থানে দখল করে রয়েছে এ শক্তিশালী দল ইংল্যান্ড। অন্যদিকে শ্রীলংকার তরুণ ক্রিকেটারেরা দারুন পারফরম্যান্স করে আসছে এশিয়া কাপের শুরু থেকেই। আমরা সমীকরণ সম্পর্কে জানলাম উপরে। এই সমীকরণ সঠিক হবে সেটা নিশ্চিত ভাবে বলতে পারেন না কেউ। তুলনামূলকভাবে কোন শক্তিশালী দল নেদারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়েছে। বুঝতে পেরেছেন এবার ক্রিকেট বিশ্বকাপের‌ কোন দিকে যেতে চলেছে।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল

আপনারা খেলার সমীকরণ সম্পর্কে জানেন কিন্তু এখানে আপনাকে অবশ্যই পয়েন্ট টেবিল সম্পর্কে জ্ঞান রাখতে হবে। এবারের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ মূলত পয়েন্ট টেবিলের উপর নির্ভর করে অনুষ্ঠিত হচ্ছে। আসুন আমরা ইংল্যান্ড বনাম শ্রীলংকা লাইভ স্কোর জানার পাশাপাশি আমরা এখন দেখি কারা পয়েন্ট টেবিলের দিক থেকে এগিয়ে রয়েছে।

শ্রীলংকা বনাম ইংল্যান্ড লাইভ স্কোর

বর্তমান সময় পর্যন্ত সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে ভারত। পর্যন্ত তারা মোট পাঁচটি খেলা খেলেছেন এবং তার মধ্যে সবগুলোতেই জয়লাভ করেছেন। তারপরে রয়েছে সাউথ আফ্রিকা। অন্যদিকে ইংল্যান্ড রয়েছে ৮ নম্বর পজিশনে এবং তারা মোট চারটি ম্যাচ খেলেছে একটিতে জয়লাভ করেছে বাকিগুলোতে হেরে গিয়েছে। আবার অন্যদিকে শ্রীলঙ্কা মোট তিনটি ম্যাচ খেলেছে দুটিতে হেরে গেছে একটিতে জয়লাভ করেছে তারা রয়েছে ৭ নম্বর পজিশনে। অর্থাৎ আজকে যে দল ভারত পারফরম্যান্স করবে তারা পরবর্তী ধাপে যাওয়ার একটি সুযোগ পাবে।

ইংল্যান্ড ক্রিকেট খেলোয়ারদের তালিকা ২০২৩ 

  • মার্ক উড,
  • লিয়াম লিভিংস্টোন,
  • জো রুট,
  • হ্যারি ব্রুক,
  • জস বাটলার
  • ডেভিড উইলি,
  • আদিল রশিদ
  • রিস টপলি,
  • বেন স্টোকস,
  • ক্রিস ওকস
  • স্যাম কারান,
  • ডাভিড মালান, .
  • গাস অ্যাটকিনসন,
  • মঈন আলী,
  • জনি বেয়ারস্টো,

শ্রীলংকা ক্রিকেট খেলোয়াড়দের তালিকা ২০২

পক্ষে রয়েছে সকল তরুণ ক্রিকেটাররা যারা দুর্দান্ত ভাবে পারফরম্যান্স করে আসছে সেই প্রথম থেকেই ( ইংল্যান্ড বনাম শ্রীলংকা লাইভ )। আপনাদেরকে এ তালিকা সম্পর্কে জানাবো এবং আরো জানাবো কারা কতটুকু পারফরম্যান্স করছে এবারে ক্রিকেট বিশ্বকাপে।

  • দুশমান্থা চামেরা, 
  • দিনেশ চান্দিমাল, 
  • দাসুন শানাকা
  • মহেশ থেকশানা, 
  • আশেন বান্দারা, 
  • মাদরাসানা, 
  • ডি সিলভা, 
  • ধনঞ্জয়া ডি সিলভা, 
  • জেফরি ভান্ডারসে, 
  • প্রবীণ জয়াভিক্রমানা, 
  • চরিথ আসালাঙ্কা
  • পথুম নিসাঙ্কা, 
  • ওয়ানিন্দু হাসারাঙ্গা, 
  • দানুশকা গুনাথিলাকা, 
  • কুসল মেন্ডিস, 
  • নুওয়ানিদু ফার্নান্দো 
  • ভানুকা রাজাপাকসে, 

আপনারা এই আর্টিকেলের মাধ্যমে ইংল্যান্ড বনাম শ্রীলংকা লাইভ খেলা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছেন এবং আরো অন্যান্য খেলা সম্পর্কে ধারণা পেতে অবশ্যই আমাদের খেলার খবর ক্যাটাগরি দেখুন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়