Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৬, ২৮ অক্টোবর ২০২৩

টস জিতে বল হাতে দুর্দান্ত শুরু বাংলাদেশের 

বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ

বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ

বিশ্বকাপে জয়ের ধারায় ফিরতে মরীয়া বাংলাদেশ। তুলনামূলক কম শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে আজ আসরের ২৮ তম ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেনে শুরুতে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ডাচদের ব্যাট করতে নামিয়ে শুরুতেই জোড়া আঘাত হানে বাংলাদেশ। ফলে প্রথম পাওয়াপ্লেতেই দুই উইকেটের ব্রেক থ্রো পেয়ে সুবিধাজনক শুরু করেছে বাংলাদেশ। 

শনিবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটায় কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন স্টেডিয়ামে নির্ধারিত সময়ে শুরু হয়ে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস আজকের খেলা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে দুই উইকেট হারিয়ে নেদারল্যান্ডসের সংগ্রহ ২৩ রান। বাংলাদেশের হয়ে বল হাতে শুরুতেই উইকেট পেয়েছেন পেসার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। 

বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামেন ডাচ ওপেনার ভারতীয় বংশোদ্ভুত বিক্রমজিত সিং এবং ম্যাক্স ও দাউদ। ৯ বল খেলে তিন রান সংগ্রহ করে তাসকিনের বলে সাকিব আল হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন বিক্রমজিত সিং। এরপর দ্বিতীয় উইকেটের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয় নি। 

শরিফুলের ইসলামের অফসাইডে করা একটি বল খেলতে গিয়ে গলিতে জুনিয়র তামিমের হাতে তালুবন্দী হন দাউদ। এতে করে ৪ উইকেটেই বাংলাদেশ দুইটি উইকেট শিকার করে নেয়। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়