Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬, ৩১ অক্টোবর ২০২৩

৮ম ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি

ব্যালন ডি’অর ২০২৩ জেতার পর লিওনেল মেসি। ছবি- Getty Images

ব্যালন ডি’অর ২০২৩ জেতার পর লিওনেল মেসি। ছবি- Getty Images

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। যার নাম বললেই চলে আসবে অনেক অনেক রেকর্ড, একাধিক ডি’অর, চ্যাম্পিয়নস ট্রফি জেতাসহ নানা বাহারি খবরের কথা। ফুটবল জগতে মেসি মানেই যে এক বড় খবর। এবার ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে অষ্টম বারের মতো ডি’অর ট্রফি জিতলেন মেসি। এটি ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার। 

সোমবার (৩০ অক্টোবর) রাতে প্যারিসের শ্যালে থিয়েটারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেন সাবেক ইংলিশ তারকা ডেভিড ব্যাকহাম।

২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই সময়কে এবারের ব্যালন ডি’অরের জন্য বিবেচনায় নেয়া হয়েছে। এ সময়ে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগ জিতেছেন মেসি। ইন্টার মায়ামির হয়েও ছিলেন দারুণ ছন্দে। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বলও পেয়েছেন।

এদিকে পাঁচটি ব্যালন ডি’অর জিতে দ্বিতীয় অবস্থানে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো। অষ্টমবার এই পুরস্কার জিতে তাকে অনেকটা ছাড়িয়ে গেলেন মেসি। আর্জেন্টাইন তারকার সঙ্গে লড়াইয়ে ছিলেন আর্লিং হালান্ড। গত মৌসুমে সিটিকে ট্রেবল জেতানোর পথে ৫৩ ম্যাচে তিনি করেছিলেন রেকর্ড ৫২ গোল।

এ বছর ব্যালন ডি’অর দৌড়ে ছিলেন যারা 
সেরা দশের বাকিরা হচ্ছেন- কিলিয়ান এমবাপ্পে, কেভিন ডি ব্রুইন, রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়র, হুলিয়ান আলভারেস, ভিক্টোর ওসিমহেন, বের্নারদো সিলভা ও লুকা মডরিচ।

অপরদিকে, কোপা ট্রফি জিতেছেন ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহাম। সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি জিতেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্তিনেস। সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

গত মৌসুমে ৫২ গোল করা আর্লিং হালান্ড জিতেছেন সেরা স্ট্রাইকারের পুরস্কার গার্ড মুলার ট্রফি। সেরা ক্লাবের খেতাব জিতেছে ম্যানচেস্টার সিটি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়