Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৭, ৩১ অক্টোবর ২০২৩

পাকিস্তানকে ২০৫ রান লক্ষ্য দিল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে জয়ে ফেরার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামলেও ব্যাটে-বলে বেশি সুবিধা করতে পারে নি বাংলাদেশ। ২০৪ রানে অলআউট হয়েছে টাইগাররা। পাকিস্তানের মতো দলকে ২০৫ রানের লক্ষ্য দিয়ে কঠিন জয়কে সহজ করাই এখন বাংলাদেশের লক্ষ্য। 

কলকাতার ইডেন গার্ডেন্সে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩ ওভারে বিনা উইকেটে ৬ রান। আগে ব্যাট করে ৪৫.১ ওভারে ২০৪ রানে অল আউট হয়েছে বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে রান তাড়া করতে নামেন আবদুল্লাহ শফিক ও ফখর জামান। প্রথম ওভারে দুজন ৬ রান যোগ করলেও পরের দুই ওভার মেইডেন দেন তারা। ম্যাচে ফিরতে চাইলে বাংলাদেশকে দ্রুত উইকেট শিকার করতে হবে।

এর আগে মঙ্গলবার (৩০ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ রিয়াদ দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন। এছাড়া লিটন দাস ৪৫ ও সাকিব নিজে করেন ৪৩ রান। মিরাজ ফেরেন ২৫ রানে।

দলের আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম তিনটি, হারিস রউফ দুটি এবং ইফতিখার আহমেদ ও উসামা মির একটি করে উইকেট নেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়