Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১২:৪৭, ২ নভেম্বর ২০২৩
আপডেট: ২১:১১, ২ নভেম্বর ২০২৩

ভারত বনাম শ্রীলংকা লাইভ স্কোর | India Vs Srilanka Live

শক্তিশালী দল ভারত বনাম শ্রীলংকা লাইভ স্কোর খেলা সম্পর্কে আজকে আপডেট দিচ্ছি আপনাদের সামনে। আজকের এই ম্যাচে ভারত জয় লাভ করলে অনেকটা এগিয়ে যেতে পারবে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের মূল ফাইনালের দিকে।

যারা আজকের শ্রীলংকা বনাম ভারত লাইভ সরাসরি দেখতে চাচ্ছেন তাদের জন্য নিজে থেকে স্কোরবোর্ড দেখার সুযোগ রয়েছে। সুতরাং এই আর্টিকেল পড়ে অবশ্যই আপনারা India Vs Srilanka Live Run সম্পর্কে জানতে পারবেন। আপনাদের জন্য আজকে হাজির হয়েছি এ বিষয়টি নিয়ে যাতে করে আপনারা সকল খেলা আপডেট স্কোর গুলো এখন থেকে দেখতে পারবেন। তাহলে এখন আমরা দেখে নেই কিভাবে এই খেলাটি লাইভ উপভোগ করবেন।

শ্রীলংকা বনাম ভারত লাইভ স্কোর | India Vs Srilanka Live Run

এই দুটি দেশ অর্থাৎ ভারত এবং শ্রীলংকা সরাসরি একে অপরের মুখোমুখি হয়েছিল গত এশিয়া কাপ ২০২৩ এ। ফাইনালে অনুষ্ঠিত হয়েছিল ভারত বনাম শ্রীলংকা লাইভ। মূলত 17ই সেপ্টেম্বরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। সেখানে মাত্র ৫০ রানে অল উইকেট ফেলে দেয় ভারতীয় ক্রিকেট বাহিনীরা। মাত্র কয়েক ঘণ্টায় শেষ হয়ে যায় বিশাল ব্যবধানের এই খেলাটি। নিজেদের মাঠে জয় নিতে পারল না এই লংকান ক্রিকেটাররা ‌ আপনারা যদি এই খেলাটি সরাসরি লাইভ দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট দেখতে থাকুন এবং সেখান থেকে লাইভ দেখে নিবেন।

Sri 55/9(19.4)

India 357/8 (50) Win

ভারত বনাম শ্রীলংকা লাইভ স্কোর 

এ দুটি দেশের খেলা দেখতে চান তাহলে অবশ্যই গাজী টিভি অথবা বাংলাদেশের টি স্পোর্টস টিভি চ্যানেল থেকে সরাসরি লাইভ খেলা উপভোগ করে নিবেন। এছাড়াও আপনারা উপভোগ করতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের সকল লাইভ টফি অ্যাপ এবং মাই জিপি অ্যাপের মাধ্যমে। এছাড়াও আপনারা বিভিন্ন পদ্ধতিতে খেলা দেখতে পারবেন। এখন কথা না বাড়িয়ে এখন আমরা জানবো এই খেলার লাইভ পরিসংখ্যান সম্পর্কে। যতগুলা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শ্রীলংকার বিপক্ষে ভারতের সবগুলো ম্যাচে প্রায় জয়লাভ করেছে। আর সকল পরিসংখ্যান হিসাব করে দেখা যাচ্ছে আজকে জয়ের সম্ভাবনা ইন্ডিয়ার সবচেয়ে বেশি রয়েছে।

ইন্ডিয়া বনাম শ্রীলংকা লাইভ ম্যাচ

যেহেতু ইন্ডিয়ার জয়ের সম্ভাবনা বেশি রয়েছে কিন্তু এখানে শ্রীলংকার বেশ কিছুটা এগিয়ে রয়েছে। কারণ বিগত ম্যাচগুলোতে শ্রীলংকা যেরকম পারফরম্যান্স দেখাচ্ছে সেখানে ভারতের নাজেহাল হওয়ার মত হবে বলে জানাচ্ছে ক্রিকেট বিশ্লেষকরা। কি হবে বা ঘটতে পারে সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আমাদের আজকের ভারত বনাম শ্রীলংকা লাইভ স্কোর দেখার জন্য। অবশ্যই আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত লাইভ খেলা উপভোগ করে নিবেন।

ভারতীয় খেলোয়াড়দের তালিকা ২০২৩

ভারতে যে পারফরম্যান্স দেখাচ্ছে অনেকেই বলতেছে এবারের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ ভারতের মাঠেই ভারত জয় করে নেবে। আর এটি সম্ভব হচ্ছে মূলত ভারতের ক্রিকেট খেলোয়াড়দের পারফরম্যান্সের কারণে। আসুন তাদের খেলোয়ারদের তালিকা সম্পর্কে আমরা দেখে নেই।

  • শুবমান গিল,
  • রোহিত শর্মা
  • অক্ষর প্যাটেল,
  • শার্দুল ঠাকুর,
  • মোহাম্মদ সিরাজ,
  • রবীন্দ্র জাদেজা,
  • কুলদীপ যাদব,
  • জাসপ্রিত বুমরাহ
  • বিরাট কোহলি,
  • লোকেশ রাহুল,
  • হার্দিক পান্ডিয়া
  • মোহাম্মদ শামি,
  • শ্রেয়াস আইয়ার,
  • ইশান কিশান,
  • সূর্যকুমার যাদব,

শ্রীলংকা ক্রিকেট স্কোয়াড ২০২৩

আপনি যদি শ্রীলংকার ক্রিকেট স্কোয়াড জানতে চান তাহলে ভারত বনাম শ্রীলংকা লাইভ খেলা দেখতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। আসুন তাহলে নিচে থেকে আসুন আমরা এই খেলোয়াড়দের তালিকা দেখে নেই।

  • ধনঞ্জয়া ডি সিলভা, 
  • দুশমান্থা চামেরা, 
  • দিনেশ চান্দিমাল, 
  • দাসুন শানাকা
  • মহেশ থেকশানা, 
  • আশেন বান্দারা, 
  • চরিথ আসালাঙ্কা
  • পথুম নিসাঙ্কা, 
  • মাদরাসানা, 
  • ডি সিলভা, 
  • জেফরি ভান্ডারসে, 
  • প্রবীণ জয়াভিক্রমানা, 
  • ওয়ানিন্দু হাসারাঙ্গা, 
  • দানুশকা গুনাথিলাকা, 
  • কুসল মেন্ডিস, 
  • নুওয়ানিদু ফার্নান্দো 
  • ভানুকা রাজাপাকসে, 

এখানে দেখলেন বিশ্বকাপ ভারত বনাম শ্রীলংকা লাইভ। গত কালকের দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড লাইভ এর হাইলাইট দেখতে অবশ্যই আর্টিকেলের নিচের দেখুন এবং লাইভ স্কোর উপভোগ করুন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়