Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১২:৪৪, ৩ নভেম্বর ২০২৩
আপডেট: ২০:৪৫, ৩ নভেম্বর ২০২৩

আফগানিস্তান বনাম নেদারল্যান্ড লাইভ | Afghanistan Vs Netherlands

ক্রিকেট বিশ্বকাপের প্রথম মোকাবেলা করছে আজকের আফগানিস্তান বনাম নেদারল্যান্ড লাইভ। Afghanistan Vs Netherlands Live Score দেখার জন্য শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ে নিবেন।

আফগানিস্তান ক্রিকেট স্কোয়াড ২০২৩

এ শক্তিশালী দলকে হারিয়ে বাংলাদেশ তাদের জায়গা অনেকটা নিশ্চিত করে নিয়েছিল পয়েন্ট টেবিলে। কিন্তু আর কোন দলের সাথে জয়লাভ না করতে পারে বাংলাদেশ পয়েন্ট টেবিল থেকে বেশি নিচে রয়েছে। অন্যদিকে আবার অনেক শক্তিশালী দলকে হারিয়ে এগিয়ে রয়েছে পয়েন্ট টেবিলে বাংলাদেশ থেকে। আসুন এখন আমরা দেখি নেদারল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলাতে আফগানিস্তানের কোন কোন খেলোয়াড় অংশগ্রহণ করবে।

  • নাভিন উল হক
  • নুর আহমেদ,
  • মোহাম্মদ নবি,
  • নাজিবুল্লাহ জাদরান,
  • মুজিব উর রহমান,
  • রহমানুল্লাহ গুরবাজ,
  • ইকরাম আলিখিল,
  • হাশমতুল্লাহ শহিদি
  • আব্দুল রহমান
  • ইব্রাহিম জাদরান,
  • রিয়াজ হাসান,
  • রহমত শাহ,
  • ফজলহক ফারুকি,
  • আজমতুল্লাহ ওমরজাই,
  • রশিদ খান,

Afg 181/3 (31.3) Win

Ned 179/9 (46.2)

আফগানিস্তান বনাম নেদারল্যান্ড লাইভ 

এই খেলা নিয়ে বেশি আলোচনার প্রয়োজন নেই কারণ আজকের এই খেলার সম্পর্কে সবারই বেশ কিছু ধারনা থেকে যাবে আশা করি। কারণ আফগানিস্তান এবং পয়েন্ট টেবিলে একে অপরের উপরে নিচে রয়েছে। খুব একটা ব্যবধান নেই নেদারল্যান্ড এবং আফগানিস্তানের। কাছাকাছি অবস্থান করছে তারা। আজকের ম্যাচে ভালো পারফরম্যান্স করবে তারাই আগামী ম্যাচে খেলার জন্য সুযোগ পাবেন। আফগানিস্তানকে যেমন ভালো করতে হবে ঠিক তেমন ভাবে নেদারল্যান্ড করতে হবে।

নেদারল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ | Afghanistan Vs Netherlands Live Score

আপনারা যদি এই দুই দেশের খেলা সরাসরি উপভোগ করতে চান অর্থাৎ লাইভ সম্প্রচার দেখতে চান তাহলে আমাদের এই ওয়েবসাইট থেকেও দেখতে পারেন। আর যদি ভিডিও অর্থাৎ টিভিতে যেভাবে খেলা উপভোগ করে সেভাবে দেখতে চান‌ তাহলে ভারতের হটস্টার ওয়েবসাইটের মাধ্যমে দেখবেন। কারণ সেখানে ফুল এইচডিতে এই খেলা লাইভ দেখানো হয়ে থাকে। এই খেলা দেখার জন্য অবশ্যই আপনাকে কোন ধরনের হিডেন চার্জ বা ফি দিতে হবে না। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আফগানিস্তান বনাম নেদারল্যান্ড লাইভ ক্রিকেট খেলা উপভোগ করতে পারবেন।

নেদারল্যান্ড খেলোয়াড়দের তালিকা 

এবার পক্ষে যেসব খেলোয়াড় রয়েছে তারা সবাই দুর্দান্ত পারফরম্যান্স করে আসছে প্রথম থেকেই। যেমন তারা বাংলাদেশকে হারিয়েছে ব্যাপক রানের ব্যবধানে। এবার কমলা বাহিনী বেশ শক্তিশালী হয়ে উঠেছে। আর এই পারফরম্যান্স দেখানো সম্ভব হচ্ছে তাদের খেলোয়াড়দের দক্ষতা কারণে। আসুন আফগানিস্তান বনাম নেদারল্যান্ড লাইভ অংশগ্রহণ করছে কারা।

  • সাকিব জুলফিকার, 
  • তেজা নিদামানারু, 
  • স্কট এডওয়ার্ড 
  • ওয়েসলি বারারসি, 
  • পল ভ্যান মিক্রিন, 
  • ম্যাক্স ও'ডাউড, 
  • বাস ডি লিড, 
  • বিক্রম সিং, 
  • রায়ান ক্লেইন, 
  • আরিয়ান দত্ত, 
  • সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেট।
  • কলিন আকারম্যান, 
  • শাহরিজ আহমেদ, 
  • রোল্ফ ফন ডার মারউই, 
  • লোগান ফন ভিক, 

এই প্রতিবেদনার মাধ্যমে আপনারা আফগানিস্তান বনাম নেদারল্যান্ড লাইভ স্কোর সরাসরি দেখতে পেলেন। ক্রিকেট বিশ্বকাপের সকল ম্যাচের হাইলাইট দেখার জন্য আমাদের খেলার খবর ক্যাটাগরি দেখুন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়